জলনির্গম প্রণালী বা নদীনকশা | Drainage System or River Design Questions Answers
- ল্যাকোলিথ বা ব্যাথোলিথের উপর সৃষ্ট নদীনকশা কীরকম হয়?
উত্তর:- কেন্দ্রবিমুখ
- লতাগাছের মাচা আকৃতির নদীনকশাকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- জাফরিরূপী
- ভূপৃষ্ঠে নদী গঠিত নিয়মিত ঢালযুক্ত অবনত স্থানকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- নদী উপত্যকা
- প্রধান নদী তার উপনদী ও শাখা-প্রশাখা নিয়ে যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- নদী অববাহিকা
- পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে রাখে তাকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- জলবিভাজিকা
- ভারতের গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদী অববাহিকায় কী ধরনের জলনিৰ্গম প্রণালী দেখা যায়?
উত্তর:- বৃক্ষরূপী জলনিৰ্গম প্রণালী
- ড্রেনড্রনের অর্থ লেখো।
উত্তর:- বৃক্ষ
- ভারতের নর্মদা, শোন প্রভৃতি নদী উপত্যকায় কী ধরনের জলনিৰ্গম প্রণালী দেখা যায়?
উত্তর:- পিনেট
- নদীজালিকার জ্যামিতিক আকৃতি এক প্রকারের কী?
উত্তর:- নদীনকশা
- গম্বুজ ভূগঠনে কঠিন ও কোমল শিলাস্তরকে ভিত্তি করে গড়ে উঠা নদীনকশাকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- অঙ্গুরীয়াকার বা অ্যানুলার
- পরবর্তী নদী বলতে কি বোঝো?
উত্তর:- অনুগামী নদী উপত্যকার দু’দিক থেকে যেসমস্ত নদী উৎপত্তি লাভ করে শিলার আয়াম বরাবর উপত্যকা সৃষ্টি করে অনুগামী নদীর সাথে সমকোণে এসে মিলিত হয়, তখন তাদের পরবর্তী নদী বলা হয়ে থাকে।
- বিপরা নদী বলতে কি বোঝো?
উত্তর:- যেসমস্ত নদী অনুগামী নদীর বিপরীতে অর্থাৎ ঢালের বিপরীত দিকে প্রবাহিত হয়, তাদেরকে বিপরা নদী বলা হয়ে থাকে।
13.পুনর্ভবা নদী বলতে কি বোঝো?
উত্তর:- ভূভাগ গঠনের দ্বিতীয় পর্যায়ে সৃষ্টি হয়ে যেসমস্ত নদী অনুগামী নদীর দিকেই প্রবাহিত হয়, তাদের পুনর্ভবা নদী বলা হয়ে থাকে।
- অসংগত নদী বলতে কি বোঝো?
উত্তর:- যেসমস্ত নদীর গঠন ভূমিভাগের প্রাথমিক ঢাল, শিলার প্রকৃতি ও বিন্যাস, ভূতাত্ত্বিক গঠন, নদীর বয়স ইত্যাদি অনুসারে নির্ধারিত হয় না, সেই সমস্ত নদীকে অসংগত নদী বলা হয়ে থাকে।
- অধ্যারোপিত নদী বলতে কি বোঝো?
উত্তর:- নতুন সঞ্চিত শিলাস্তরের উপর গঠিত কোনো নদী যদি নীচের প্রাচীন শিলার উপর অধিষ্ঠিত হয়, তাকে বলা হয়ে থাকে অধ্যারোপিত নদী। সুবর্ণরেখা নদীতে এধরনের অবস্থান দেখা যায়।
- অন্তবাহিনী নদী বলতে কি বোঝো?
উত্তর:- যেসমস্ত নদী দেশের প্রান্তসীমা অতিক্রম না করে দেশের অভ্যন্তরভাগেই সীমাবদ্ধ থাকে, তাদের অন্তর্বাহিনী নদী বলা হয়। যেমন – ভারতের লুনি নদী।
- উপনদী বলতে কি বোঝো?
উত্তর:- কোনো প্রধান বা মূল নদীর গতিপথের দু’পাশ থেকে ছোটো ছোটো জলধারা বা নদী, মূল নদীতে এসে মিলিত হলে, সেই সমস্ত নদীকে বলা হয় উপনদী।
- শাখানদী বলতে কি বোঝো?
উত্তর:- কোনো প্রধান বা মূল নদী থেকে যে সমস্ত ছোটো ছোটো শাখার আকারে জলধারা বেরিয়ে আসে, সেগুলিকে বলা হয় শাখানদী।
- ধারণ অববাহিকা বলতে কি বোঝো?
উত্তর:- কোনো মূল নদী, তার বিভিন্ন উপনদী ও শাখানদী যে সমস্ত অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলটিকে বলা হয়ে থাকে মূল নদীর অববাহিকা বা ধারণ অববাহিকা।