Download WBTET GK Note in Bengali | Part-29

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Download WBTET GK Note in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Download WBTET GK Note in Bengali ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Download WBTET GK Note in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Download WBTET GK Note in Bengali

  1. ইষ্ট ইন্ডিয়া কোম্পানীকে কে দেওয়ানী দান করেন ?

উত্তরঃ- দ্বিতীয় শাহ আলম

  1. উজ্বয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেছিলেন কে ?

উত্তরঃ- ইলতুৎমিস

  1. উডের নির্দেশনামা কবে প্রকাশিত হয় ?

উত্তরঃ- ১৮৫৪ সালে

  1. উত্তরপ্রদেশের গোরখপুর জেলা ও চৌরিচৌরায় জনতা সহিংস হয়ে উঠলে কি হয় ?

উত্তরঃ- গান্ধীজী তাঁর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন।

  1. উৎপাদিকা শক্তির উপর ভিত্তি করে টোডরমল জমিকে কয় ভাগে বিভক্ত করেছিলেন ?

উত্তরঃ- চার ভাগে

  1. উন্নত গুণমানের বার্লি পাওয়া গেছে কোন প্রাচীন সভ্যতার স্থল থেকে ?

উত্তরঃ- বানওয়ালি

  1. উন্নত শাসনের আইন (Act of better govt . of India) দ্বারা কবে ভারতবর্ষে কোম্পানীর শাসনের অবসান ঘটানো হয় ?

উত্তরঃ- ১৮৫৮, ২ রা আগষ্ট

  1. উপনিষদ কিসের ওপর লেখা ?

উত্তরঃ- দর্শন

  1. উপনিষদ বেদের শেষ ভাগ উপনিষদে কোন বিষয়টি বেশি প্রাধান্য পেয়েছে ?

উত্তরঃ- দার্শনিক চিন্তা

  1. ঋকবেদের কোন অংশে ‘বর্ণাশ্রমের’ কথা বলা হয়েছে ?

উত্তরঃ- পুরুষমুক্ত অংশে

  1. ঋকবেদের রচনাকাল কত ?

উত্তরঃ- খ্রীঃ পূঃ 1400 থেকে 1000

  1. এ পর্যন্ত কটি উপনিষদ পাওয়া গেছে ?

উত্তরঃ- প্রায় 100 টি

  1. ‘একরাট’, ‘কবিরাজ’, ‘পরাক্রমাঙ্ক’ উপাধিগুলি কে ধারণ করেছিলেন ?

উত্তরঃ- সমুদ্রগুপ্ত

  1. ‘এলাহাবাদ প্রশস্তি’ -র রচয়িতা কে ?

উত্তরঃ- হরিষেণ।

  1. ‘এলাহী সম্বত’ কে প্রচলন করেন ?

উত্তরঃ- আকবর

  1. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তরঃ- উইলিয়াম জোন্স

  1. ওয়াভেল পরিকল্পনা কত সংগটিত হয়েছিল ?

উত্তরঃ- ১৯৪৫ সালে

  1. ওয়ার্কার্স এন্ড পেজ্যান্টস পার্টি (Workers & Peasants Party) কত সালে তৈরী হয়েছিল ?

উত্তরঃ- ১৯২৭ সালে

  1. ঔরঙ্গজেব ও মুরাদ একত্রে সামুগড়ের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন ?

উত্তরঃ- দারা

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।