উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর অধ্যায়- তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ | Different Levels of Economic Activity

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ | Different Levels of Economic Activity

  1. বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর:- জেনিভাতে

  1. সার্ক গঠিত হয়েছে কত সালে?

উত্তর:- 1985 সালে

  1. পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম লেখো।

উত্তর:- ট্রান্স সাইবেরিয়ান

  1. ভারতের দীর্ঘতম সড়কপথটির নাম লেখো।

উত্তর:- গ্র্যান্ড ট্রাঙ্ক রোড

  1. ভারতের দীর্ঘতম রেলপথটির নাম লেখো।

উত্তর:- উত্তর রেলপথ

  1. পৃথিবীতে প্রথম রেলপথ চালু হয় কত সালে

উত্তর:- 1825 সালে

  1. ভারতের মধ্যে টেলিযোগাযোগ পরিষেবা দেওয়ার জন্য সরকারি সংস্থাটির নাম লেখো।

উত্তর:- BSNL

  1. লঘুপদ উদ্যোগ (Foot Loose) যে স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ সেটি লেখো।

উত্তর:- চতুর্থ

  1. 24×7 উদ্যোগ বলা হয় কোন শ্রেণির অর্থনৈতিক কাজকে?

উত্তর:- 24×7 উদ্যোগ বলা হয় চতুর্থ শ্রেণির অর্থনৈতিক কাজকে।

  1. ভারতের দীর্ঘতম উপকূলরেখাটি কোন রাজ্যে লক্ষ করা যায়?

উত্তর:- গুজরাটে।

  1. বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে গঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর:- 1995 সালের 1 জানুয়ারি বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত।

  1. ভারতের বৃহত্তম সরকারি মহাকাশ গবেষণাকেন্দ্রটির নাম লেখো।

উত্তর:- ISRO (Indian Space Research Organisation)।

  1. ভারতের প্রথম উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহটির নাম লেখো।

উত্তর:- আর্যভট্ট।

  1. ভারতের দীর্ঘতম সড়কপথটির নাম লেখো।

উত্তর:- 44 নং জাতীয় সড়ক (শ্রীনগর-কন্যাকুমারী)।

  1. পৃথিবীর দীর্ঘতম খালপথটির নাম লেখো।

উত্তর:- পানামা।

16.আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যে খালটি যুক্ত করেছে সেটির নাম লেখো।

উত্তর:- পানামা খাল। (পৃথিবীর দীর্ঘতম খালপথ)

  1. ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যে খালটি যুক্ত করেছে সেটির নাম লেখো।

উত্তর:- সুয়েজ খাল।

  1. SAARC -এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?

উত্তর:- নেপালের কাঠমাণ্ডুতে অবস্থিত। (মোট ৪টি দেশ যুক্ত আছে)।

  1. OPEC কত কবে গঠিত হয়েছে? এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর:- 1960 সালের 14 সেপ্টেম্বর OPEC গঠিত হয়েছে। এর সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত।

  1. পৃথিবীর বৃহত্তম ও কর্মব্যস্ত বিমানবন্দর কোনটির নাম লেখো?

উত্তর:- নিউইয়র্ক।

  1. ভারতে প্রথম মেট্রোরেল কবে কোন শহরে চালু হয়?

উত্তর:- কলকাতায় (১৯৮৪)।

  1. পৃথিবীর ব্যস্ততম আন্তর্জাতিক জলপথটির নাম লেখো।

উত্তর:- পৃথিবীর ব্যস্ততম আন্তর্জাতিক জলপথটির নাম হলো- উত্তর আটলান্টিক জলপথ।