বাগধারা নির্ণয় || Diagnosis of idioms

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Diagnosis of idioms. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাগধারা নির্ণয় || Diagnosis of idioms ||. নিচে  বাগধারা নির্ণয় || Diagnosis of idioms set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বাগধারা নির্ণয় || Diagnosis of idioms সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বাগধারা নির্ণয় || Diagnosis of idioms

  1. অষ্টরম্ভা : (শূন্য) – হাতি মেরেছি, ঘোড়া মেরেছি — যতই বলুক, জেনো, কার্যক্ষেত্রে সব অষ্টরম্ভা।
  2. অমাবস্যার চাঁদ : (দুলর্ভ বস্তু) – আজকাল যে তোমার দেখা পাওয়াই ভার, বলি অমাবস্যার চাঁদ হলে নাকি ?
  3. অরণ্যে রোদন : (নিষ্ফল আবেদন) —বিলাসবাবুর মতো কৃপণ ব্যক্তির কাছে একশো টাকা চাঁদা চাওয়া অরণ্যে রোদন।
  4. আকাশ কুসুম : (অসম্ভব কল্পনা) – আমার মতো গরিবের পক্ষে কলকাতায় নিজের জন্যে একটি বাড়ি করার চিন্তা আকাশ কুসুম ছাড়া আর কিছু নয়।
  5. কড়ায়গণ্ডায় : (একটি পয়সা পর্যন্ত না ছেড়ে) –দেশে অজন্মা, তবু জমিদার, প্রজাদের কাছে খাজনা আদায় করলেন কড়ায়গণ্ডায়।
  6. কানপাতলা : (অন্যের কথায় সহজে বিশ্বাসী) —আপনার মতো শিক্ষিত লোকের এত কানপাতলা হওয়া সাজে না।
  7. কৈ মাছের প্রাণ : (অত্যন্ত কষ্টসহিষ্ণু) – এসব কষ্ট আর গায়ে লাগেনা ওদের, ওদের কৈ মাছের প্রাণ।
  8. কেউকেটা : (সম্মানিত ব্যক্তি) — তুমি এমন কে কেউকেটা হে, যে তোমাকে আমাদের বুঝেসুঝে চলতে হবে ?
  9. খয়ের খাঁ : (ধামা ধরা) – এককড়ি নন্দী জমিদারের একেবারে খয়ের খাঁ — ভালো হোক মন্দ হোক জমিদার যা বলে সে তাই করে।
  10. গোবর গণেশ : (অকর্মণ্য) –তোমার মতো গোবর গণেশ দ্বিতীয় দেখিনি, ঘটে যদি এতটুকু বুদ্ধি থাকে!
  11. গোবরে পদ্মফুল : (অস্থানে অপূর্ব জিনিস) – এমন দরিদ্র পরিবারে এমন রূপবতী ও গুণবতী মেয়ে জন্মালো কী করে, এ যে দেখি গোবরে পদ্মফুল।
  12. ডুমুরের ফুল : (দুর্লভ দর্শন) — অনেকদিন হলো তোমার দেখা নেই তুমি যে একেবারে ডুমুরের ফুল হয়ে উঠলে।
  13. তিলকে তাল করা : (সামান্যকে বড়ো করে তোলা) – মোক্ষদা বামনির কথায় কান দিওনা, ওর স্বভাবই হচ্ছে তিলকে তাল করা।
  14. দু কান কাটা : (নির্লজ্জ) – লোকটার একেবারে দু’কান কাটা — তা না হলে এত লোকের সামনে ওরকম হাংলামো করতে পারে ?
  15. মিছরির ছুরি : (মুখে মধু অন্তরে বিষ) –বীরেনবাবুর কথাগুলি মিছরির ছুরি, শুনতে বেশ মিষ্টি, কিন্তু বুকে গিয়ে বেঁধে।
  16. শাঁখের করাত : (উভয় সংকট) —আমার হয়েছে শাঁখের করাতের অবস্থা, একদিকে স্বামী, অন্যদিকে সন্তান — দুজনের সংঘাতে কাউকে কিছু বলতে পারিনা।
  17. জিলিপির প্যাচ : (কুটিল বুদ্ধি) –নিমাইবাবুকে ভালো বলেই জানতাম, ওর পেটের ভেতর যে এমন জিলিপির প্যাচ আছে তা কে জানতো ?

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।