Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Determining the Location of Place on the Surface | ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Determining the Location of Place on the Surface | ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. এই Determining the Location of Place on the Surface | ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Determining the Location of Place on the Surface | ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- পৃথিবী পৃষ্ঠের উপর কল্পিত দুটি গুরুত্বপূর্ণ রেখার নাম লেখ।
উওরঃ- নিরক্ষরেখা বা বিষুব রেখা ও মূল মধ্যরেখা।
- নিরক্ষরেখা কাকে বলে?
উওরঃ- পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে নিরক্ষরেখা বলে।
- নিরক্ষরেখার মান কত?
উওরঃ- ০°।
- মূলমধ্যরেখা কাকে বলে?
উওরঃ- পৃথিবীর ঠিক মাঝ বরাবর উত্তর-দক্ষিণে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে মূল মধ্যরেখা বলে।
- মূল মধ্যরেখার মান কত?
উওরঃ- ০°।
- নিরক্ষরেখা পৃথিবীকে কয়টি ভাগে ভাগ করেছে ও কি কি?
উওরঃ- নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে। যথা-(১) উত্তর গোলার্ধ (২) দক্ষিণ গোলার্ধ।
- উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ কাকে বলে?
উওরঃ- নিরক্ষরেখার উত্তরের অংশকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণের অংশকে দক্ষিণ গোলার্ধ বলে।
- মূলমধ্যরেখা পৃথিবীকে কয়টি ভাগে ভাগ করেছে ও কি কি?
উওরঃ- মূলমধ্যরেখা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে। যথা-(১) পূর্ব গোলার্ধ (২) পশ্চিম গোলার্ধ।
- পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধ কাকে বলে?
উওরঃ- মূলমধ্যরেখার পূর্বের অংশকে পূর্ব গোলার্ধ ও পশ্চিমের অংশকে পশ্চিম গোলার্ধ বলে।
- অক্ষরেখা কাকে বলে?
উওরঃ- নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব-পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলিকে অক্ষরেখা বলে।
- উত্তর অক্ষরেখা ও দক্ষিণ অক্ষরেখা কাকে বলে?
উওরঃ- নিরক্ষরেখার উত্তরের অক্ষরেখাগুলিকে উত্তর অক্ষরেখা এবং দক্ষিণের অক্ষরেখাগুলিকে দক্ষিণ অক্ষরেখা বলে।
- অক্ষরেখাগুলিকে কোন এককে প্রকাশ করা হয়?
উওরঃ- ডিগ্রী (°) এককে।
- উত্তর গোলার্ধ বোঝাতে সংক্ষেপে কি লেখা হয়?
উওরঃ- লেখা হয়।
- দক্ষিণ গোলার্ধ বোঝাতে সংক্ষেপে কি লেখা হয়?
উওরঃ- লেখা হয়।
- দুটি মেরু বৃত্তের মান কত?
উওরঃ- উত্তর মেরু বৃত্তের মান 90° উঃ এবং দক্ষিণ মেরু বৃত্তের মান 90° দঃ।
- কত ডিগ্রী অক্ষরেখার উপর কলকাতা অবস্থিত?
উওরঃ- 22°34′ উঃ।
- অক্ষরেখার গুরুত্ব কী?
উওরঃ- কোন স্থান নিরক্ষরেখা থেকে কতটা উত্তরে বা কতটা দক্ষিনে অবস্থিত তা বোঝার জন্য অক্ষরেখার প্রয়োজন হয়।
- দ্রাঘিমারেখা কাকে বলে?
উওরঃ- পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর-দক্ষিণে কল্পিত রেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলে।
- পূর্ব দ্রাঘিমা ও পশ্চিম দ্রাঘিমা কাকে বলে।
উওরঃ- মূলমধ্যরেখার পূর্বের দ্রাঘিমা রেখাগুলিকে পূর্ব দ্রাঘিমা এবং পশ্চিমের দ্রাঘিমারেখাগুলিকে পশ্চিম দ্রাঘিমা বলে।
- দ্রাঘিমারেখাকে কোন এককে প্রকাশ করা হয়?
উওরঃ- ডিগ্রি (°)এককে।
- দ্রাঘিমা রেখার গুরুত্ব কী?
উওরঃ- পৃথিবীর উপরে বিভিন্ন স্থান একে অপরের কতটা পূর্বে বা কতটা পশ্চিমে অবস্থিত তা দ্রাঘিমারেখার সাহায্যে জানা যায়।
- মূলমধ্যরেখার গুরুত্ব কী?
উওরঃ- পৃথিবীপৃষ্ঠে কোনো স্থান কতটা পূর্বে বা কতটা পশ্চিমে অবস্থিত, তা জানার জন্য মূলমধ্যরেখার প্রয়োজন হয়।
- গ্রিড কী?
উওরঃ- অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলির বিস্তারের ফলে যে জালের মত বিন্যাস গঠিত হয়েছে, তাকে গ্রিড বলে।
- একটি বৃত্তের মোট কোণের পরিমাপ কত?
উওরঃ- 360°।
- পৃথিবীকে আবর্তনের সময় কত ডিগ্রি কোণ ঘুরতে হয়?
উওরঃ- 360°।
- রয়্যাল অ্যাস্ট্রনমিক্যাল অবজারভেটরি কোথায় অবস্থিত?
উওরঃ- ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্রিনিচে।
- স্থানীয় সময় কাকে বলে?
উওরঃ- দ্রাঘিমা অনুযায়ী কোন স্থানের সময়কে সেই স্থানের স্থানীয় সময় বলে।
- 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত?
উওরঃ- 4 মিনিট।
- কত ডিগ্রী দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য এক ঘন্টা?
উওরঃ- ১৫ ডিগ্রী।
- ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান কত?
উওরঃ- 82°30′ পূর্ব।
- কোন স্থানের ওপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা টানা হয়েছে?
উওরঃ- এলাহাবাদের উপর দিয়ে।
- ভারতের পূর্ব ও পশ্চিম সীমানার মধ্যে সময়ের পার্থক্য কত?
উওরঃ- প্রায় 1 ঘন্টা 45 মিনিট।
- গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত?
উওরঃ- প্রায় 5 ঘণ্টা 30 মিনিট।
- কোন অনুষ্ঠান যদি লন্ডনে বিকেল 5 টায় শুরু হয়, তবে ভারতের টেলিভিশনে সেটি কখন সরাসরি দেখা যাবে?
উওরঃ- বিকেল 5টা +5 ঘন্টা 30 মিনিট=রাত্রি 10টা 30 মিনিটে।
- লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ভারতে সরাসরি রাত 11টা 30 মিনিটে শুরু হয়। লন্ডনে কখন অনুষ্ঠানটি শুরু হয়েছিল?
উওরঃ- রাত 11টা 30 মিনিট -5 ঘন্টা 30 মিনিট=সন্ধ্যা 6টা।
- পৃথিবীর যে কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয়ের অত্যাধুনিক ব্যবস্থার নাম কি?
উওরঃ- GPS.
- GPS-এর সম্পূর্ণ রূপ লেখ।
উওরঃ- Global Positioning System.
- GPS ব্যবস্থা কোথা থেকে কার্যকরী হয়?
উওরঃ- পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে।
- GPS ব্যবস্থা কোথায় কোথায় ব্যবহার করা হয়?
উওরঃ- জাহাজে, বিমানে, আধুনিক গাড়িতে ও মোবাইল ফোনে।
- মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে সময়ের কিরূপ পরিবর্তন ঘটবে এবং কেন?
উওরঃ- মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে সময় এগিয়ে যাবে। কারণ সূর্য পূর্ব দিকে আগে ওঠে।
- মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকে গেলে সময়ের কিরূপ পরিবর্তন ঘটবে এবং কেন?
উওরঃ- মূলমধ্যরেখা থেকে পশ্চিম দিকে গেলে সময় পিছিয়ে যাবে। কারণ পশ্চিম দিকে সূর্যোদয় পরে হয়।
- মোট অক্ষরেখার সংখ্যা কয়টি?
উওরঃ- 179 টি।
- মোট দ্রাঘিমারেখার সংখ্যা কয়টি?
উওরঃ- 360টি।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।