বিভিন্ন প্রকার লেন্সের সংজ্ঞা | Definition of Different Types of Lenses




Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Definition of Different Types of Lenses. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন প্রকার লেন্সের সংজ্ঞা | Definition of Different Types of Lenses

Ajjkal



বিভিন্ন প্রকার লেন্সের সংজ্ঞা | Definition of Different Types of Lenses

লেন্স (Lens) : দটি নির্দিষ্ট জ্যামিতিক তল দ্বারা বেষ্টিত সমসত্ব এবং স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের অংশ বিশেষকে লেন্স বলে। তল দুটির উভয়েই গোলীয় (spherical) বা একটি গোলীয় এবং অপরটি সমতল হতে পারে। দুপ্রকারের লেন্স আছে। যথা-

(i) উত্তল (convex) বা অভিসারী (converging) লেন্স

(ii) অবতল (concave) বা অপসারী (diverging) লেন্স।



■ যে লেন্সের মধ্যস্থল মোটা এবং প্রান্তের দিকটা অপেক্ষাকৃত সরু তাকে উত্তল বা অভিসারী লেন্স বলে।

■ যে লেন্সের মধ্যস্থল সরু এবং প্রান্তের দিকটা মোটা তাকে অবতল বা অপসারী লেন্স বলে।

বিভিন্ন প্রকারের লেন্স (Different types of lenses) : লেন্সের দুই তলের আকারের ওপর নির্ভর করে উত্তল এবং অবতল লেন্সের প্রত্যেককে আবার তিনটি শ্রেণিতে (মোট ছয়টি) ভাগ করা যায়।

● (i) উভৌত্তল (Double convex) : যে লেন্সের দুটি তলই উত্তল তাকে উভোত্তল লেন্স বলে।




● (ii) সমতলোত্তল (Plano convex) : যে লেন্সের একটি তল সমতল এবং অপর তলটি উত্তল তাকে সমতলোত্তল লেন্স বলে।

● (iii) অবতলোত্তল (Concavo convex) : যে লেন্সের একটি তল অবতল এবং অপর তলটি উত্তল তাকে অবতলোত্তল লেন্স বলে। এই লেন্সের অবতল তলের বক্রতা ব্যাসার্ধ উত্তল তলের বক্রতা ব্যাসার্ধের চেয়ে বেশি হয়।

● (iv) উভাবতল (Double concave) : এই রকম লেন্সের দুটি তলই অবতল হয়।

● (v) সমতলাবতল (Plano concave) : এই রকম লেন্সের একদিকের তল সমতল এবং অপরদিকের তলটি অবতল হয়।

● (vi) আলো উত্তলাবতল (Convexo concave) : এই লেন্সের একটি তল উত্তল এবং অপর তলটি অবতল। এই লেন্সের উত্তল তলের চেয়ে অবতল তলের বক্রতা ব্যাসার্ধ কম হয়।

■ লেন্স সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা (Some definitions) :

বক্তৃতা কেন্দ্র (Centre of curvature) : লেন্সের উভয় তলই যদি গোলীয় হয় তবে এরা প্রত্যেকে একটি নির্দিষ্ট গোলকের অংশ হবে। ওই গোলকের কেন্দ্রকে ওই তলের বক্রতা কেন্দ্র বলে।

বক্তৃতা ব্যাসার্ধ (Radius of curvature) : লেন্সের কোনো তল যে গোলকের অংশ হবে ওই গোলকের ব্যাসার্ধকে ওই তলের বক্রতা ব্যাসার্ধ বলে।

প্রধান অক্ষ (Principal axis) : যদি লেন্সের দুই তল গোলীয় হয় তবে ওই তলদুটির বক্রতা কেন্দ্র দুটিকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে ওই লেন্সের প্রধান অক্ষ বলে।

পাতলা লেন্স (Thin lens) : লেন্সের বেধ যদি ওর পৃষ্ঠতল দুটির বক্রতা ব্যাসার্ধের তুলনায় খুব ছোটো হয়, তাহলে ওই লেন্সকে পাতলা লেন্স বলে।

আলোককেন্দ্র (Optical centre) : যদি কোনো আলোক-রশ্মি লেন্সের কোনো তলে এরূপভাবে আপতিত হয় যে, লেন্সের ভিতর দিয়ে প্রতিসৃত হয়ে দ্বিতীয় তল থেকে নির্গত হওয়ার সময় এটি আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়, তবে লেন্সের ভিতরে প্রতিসৃত রশ্মির গতিপথ প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে লেন্সের আলোককেন্দ্র বলে।




মুখ্য ফোকাস ও ফোকাস দূরত্ব (Principal focus and focal length) : যদি কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে লেন্সের ওপর পড়ে, তাহলে প্রতিসরণের পর রশ্মিগুচ্ছ উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দুতে মিলিত হয়; কিংবা অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। সেই বিন্দুটিকে লেন্সের মুখ্য ফোকাস বলে।
● লেন্সের আলোককেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব বলা হয়।

ফোকাস তল (Focal plane) : মুখ্য ফোকাসের মধ্য দিয়ে লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত তলকে লেন্সের ফোকাস তল বলে।

গৌণ ফোকাস (Secondary focus) : যদি একগুচ্ছ সমান্তরাল রশ্মি লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সামান্য কোণ করে লেন্সে আপতিত হয়, তাহলে প্রতিসরণের পর রশ্মিগুচ্ছ উত্তল লেন্সের ফোকাস তলে মিলিত হয়, কিংবা অবতল লেন্সের ফোকাস তলের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দুকে লেন্সের গৌণ ফোকাস বলে।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।