দ্রবণের সংজ্ঞা ও প্রকারভেদ | Definition and Types of Solution




Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Definition and Types of Solution. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে দ্রবণের সংজ্ঞা ও প্রকারভেদ | Definition and Types of Solution

Ajjkal



দ্রবণের সংজ্ঞা ও প্রকারভেদ | Definition and Types of Solution

দ্রবণ : দুই বা তার বেশি পদার্থের সমসত্ত্ব মিশ্রণের প্রতিটি অংশের উপাদান, গঠন এবং ভৌত ও রাসায়নিক ধর্ম যদি একই থাকে এবং উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ 4.2 যদি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায় , তাহলে ওই মিশ্রণকে দ্রবণ বলে।



(i) দ্রাব:- দ্রবণের মধ্যে যে পদার্থটি তুলনামূলকভাবে কম পরিমাণে থাকে এবং যে উপাদানটি অন্য কোনো (কঠিন, তরল, গ্যাসীয়) পদার্থে মেশালে উপাদানটি মিশে গিয়ে একটি সমসত্ত্ব মিশ্রণ উৎপন্ন করে, তাকে দ্রাব বলে৷ চিনি, লবণ তুঁতে প্রভৃতি জলে দ্রবীভূত হয়ে সমসত্ত্ব মিশ্রণ উৎপন্ন করে। এখানে চিনি, তুঁতে, লবণ হল দ্রাব।

(ii) দ্রাবক:- দ্রবণের মধ্যে যে পদার্থটির পরিমাণ সাধারণত বেশি থাকে এবং দ্রবণটির ভৌত অবস্থা উপাদানটির ভৌত অবস্থার মতো হয়, সেই উপাদানটিকে দ্রাবক বলে।

■ দ্রবণের প্রকার (Types of Solution) :




(1) তরলে কঠিনের দ্রবণ:- তরল দ্রাবকের মধ্যে কঠিন দ্রাব মেশালে কঠিন পদার্থের সমসত্ত্ব দ্রবণ উৎপন্ন হয়। জলের মধ্যে চিনি, তুঁতে, লবণ ইত্যাদি দ্রবীভূত করলে এইরকম দ্রবণ উৎপন্ন হয়।

(2) তরলে তরলের দ্রবণ:- তরলের মধ্যে তরল দ্রবীভূত হয়ে যে দ্রবণ পাওয়া যায়, তাকে তরলে তরলের দ্রবণ বলে। জলের মধ্যে অ্যালকোহল বা গ্লিসারিন বা H2SO4 মেশালে এই জাতীয় দ্রবণ উৎপন্ন হয়। এখানে জল হল দ্রাবক এবং গ্লিসারিন ইত্যাদি দ্রাব।

(3) তরলে গ্যাসের দ্রবণ : জলে দ্রাব্য গ্যাস, যেমন — অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন ক্লোরাইড, সালফার ডাই-অক্সাইড প্রভৃতি গ্যাস বিভিন্ন পরিমাণে জলের মধ্যে মেশালে তরলে গ্যাসের দ্রবণ তৈরি হয়। সোডা-ওয়াটার হল জলে দ্রবীভূত CO2 -এর জলীয় দ্রবণ। চাপ বাড়ালে তরলে গ্যাসের দ্রবীভূত হওয়ার মাত্রা বাড়ে।

(4) গ্যাসে গ্যাসের দ্রবণ : একটি গ্যাসের সঙ্গে অন্য কোনো গ্যাস (পরস্পর বিক্রিয়া না ঘটলে) সমসত্বভাবে মিশিয়ে গ্যাসে গ্যাসের দ্রবণ প্রস্তুত করা হয়। বায়ু এই রকম দ্রবণ।

(5) কঠিনে কঠিনের দ্রবণ : দুটি কঠিন ধাতু নির্দিষ্ট অনুপাতে সমসত্ত্বভাবে মিশে যে মিশ্র ধাতু উৎপন্ন করে, তাকে কঠিনে কঠিনের দ্রবণ বলে।




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।