Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Definition and Examples of three Classes of Livers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে তিন শ্রেণির লিভারের সংজ্ঞা ও উদাহরণ | Definition and Examples of three Classes of Livers।

তিন শ্রেণির লিভারের সংজ্ঞা ও উদাহরণ | Definition and Examples of three Classes of Livers
■ লিভার (Lever) : লিভার হল একটি সরল বা বাঁকানো দণ্ড যার একটি নির্দিষ্ট বিন্দু স্থির থাকে এবং ওই বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি ওই বিন্দুর চারিদিকে অবাধে ঘুরতে পারে। দণ্ডের স্থির বিন্দুটিকে আলম্ব (fulcrum) বলে।
● আলম্বের অবস্থানের ওপর নির্ভর করে লিভারকে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা-
(i) প্রথম শ্রেণির লিভার
(ii) দ্বিতীয় শ্রেণির লিভার এবং
(iii) তৃতীয় শ্রেণির লিভার।
(i) প্রথম শ্রেণির লিভার:- যে লিভারের আলম্ব বিন্দুর একদিকে ভার এবং অন্যদিকে প্রযুক্ত বল ক্রিয়া করে, তাকে প্রথম শ্রেণির লিভার বলে।
উদাহরণ : নলকূপের হাতল, শাবল, পেরেক তোলার হাতুড়ি, মাটি কাটার কোদাল ইত্যাদি।
(ii) দ্বিতীয় শ্রেণির লিভারঃ যে লিভারে আলম্বের যেদিকে ভার থাকে সেদিকেই আরও দূরবর্তী কোনো বিন্দুতে বল প্রয়োগ করা হয়, তাকে দ্বিতীয় শ্রেণির লিভার বলে।
উদাহরণ : আবর্জনা সরানোর হাতগাড়ি, নৌকার দাঁড় ইত্যাদি দ্বিতীয় শ্রেণির লিভার। সুপুরি কাটার যাঁতিতে এ ধরনের দুটি লিভার যুক্ত থাকে
(iii) তৃতীয় শ্রেণির লিভার : যে লিভারে দণ্ডের এক প্রান্তে আলম্ব থাকে এবং অপর প্রান্তে ভার ক্রিয়া করে এবং দুপ্রান্তের মাঝে যে-কোনো বিন্দুতে বল প্রয়োগ করা হয়, তাকে তৃতীয় শ্রেণির লিভার বলে।
উদাহরণ : মানুষের বাহু, চিমটা, মাছ ধরার ছিপ, মাল তোলার ক্রেন ইত্যাদি।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।