Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Definition and Examples of Simple Instruments. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সরল যন্ত্রের সংজ্ঞা ও উদাহরণ | Definition and Examples of Simple Instruments।

সরল যন্ত্রের সংজ্ঞা ও উদাহরণ | Definition and Examples of Simple Instruments
■ যন্ত্র (Machines) : সাধারণভাবে যন্ত্র বলতে আমরা বুঝি, কাজ সহজভাবে করার জন্য এক ধরনের ব্যবস্থা। যে ব্যবস্থার সাহায্যে সহজে অথবা সুবিধাজনকভাবে এক স্থানে বল প্রয়োগ করে অন্য স্থানের বাধাকে অতিক্রম করা সম্ভব সেই ব্যবস্থাকে যন্ত্র বলা হয়।
● যন্ত্র দিয়ে সাধারণত তিন প্রকার বাধা অতিক্রম করা হয় :
(1) অভিকর্ষজ বাধা — কোনো বস্তুকে ওপরে তুলতে হলে অভিকর্ষজ বাধা অতিক্রম করতে হয়।
(2 ) ঘর্ষণজনিত বাধা— কোনো বস্তুকে অপর বস্তুর সংস্পর্শে গতিশীল করতে কিংবা গতিশীল অবস্থা বজায় রাখতে এই বাধা অতিক্রম করতে হয় ।
(3) পদার্থের জাড্যজনিত বাধা — স্থির বস্তুকে গতিশীল করতে এই বাধা অতিক্রম করতে হয়।
■ সরল যন্ত্র (Simple machine) : যে সমস্ত যন্ত্র সহজেই তৈরি করা সম্ভব এবং জটিলতা বর্জিত তাদের সরল যন্ত্র বলে এবং এই জাতীয় যন্ত্রে শুধুমাত্র যান্ত্রিকশক্তি ব্যবহার করা হয়।
নততল (Inclined plane), লিভার ( Lever ) , চক্র ও অক্ষদণ্ড ( Wheel and axle ) প্রভৃতিকে সরল যন্ত্র বলে।
■ যান্ত্রিক সুবিধা (Mechanical advantage)
যন্ত্রের দ্বারা যে সুবিধা পাওয়া যায় তাকে যান্ত্রিক সুবিধা বলে। অতিক্রান্ত বাধা এবং প্রযুক্ত বলের অনুপাতকে যন্ত্রের যান্ত্রিক সুবিধা বলে।
■ কর্মদক্ষতা (Efficiency) : যন্ত্র থেকে প্রাপ্ত কার্য এবং যন্ত্রে প্রযুক্ত কার্যের অনুপাতকে যন্ত্রের কর্মদক্ষতা বলে।
■ যে যন্ত্রের কর্মদক্ষতা 100% অর্থাৎ, যে যন্ত্রে প্রযুক্ত কার্যের সমান কার্য যন্ত্র থেকে পাওয়া যায়, তাকে আদর্শ যন্ত্র (ideal machine) বলে।
■ নততল (Inclined plane) : কোনো মসৃণ দৃঢ় তলকে অনুভূমিক না রেখে যদি ভূমিতলের সঙ্গে একটি কোণ করে হেলানো অবস্থায় রাখা যায়, তবে সেই অবস্থায় ওই তলকে নততল বলে।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।