সমভূমির সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Definition and Characteristics of Plains

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Definition and Characteristics of Plains. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সমভূমির সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Definition and Characteristics of Plains

👉 Join Our Telegram Chanel – Click Here 👈

Ajjkal

সমভূমির সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Definition and Characteristics of Plains

■ সমভূমি — অপেক্ষাকৃত সমতল বা ঈষৎ তরঙ্গায়িত বিস্তীর্ণ নিম্ন ভূ-ভাগকে সমভূমি বলে। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় অর্ধেকই হল সমভূমি।

■ সমভূমির বৈশিষ্ট্য :

● সমভূমির ঢাল খুবই মৃদু হয়।

● উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে সাধারণত 300 মিটারের মধ্যেই থাকে। তবে অধিক উচ্চে অবস্থিত সমভূমিও দেখা যায়।

● সমভূমি সাধারণত সমুদ্রের দিকে মৃদুভাবে ঢালু হয়ে নেমে যায় অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা অভ্যন্তরভাগের দিকে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।

● সমভূমি অঞ্চল সাধারণত পলিগঠিত হয়।

পশ্চিমবঙ্গের প্রায় সবটাই সমভূমি — উত্তরে তরাই অঞ্চল থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত। পৃথিবীর মোট স্থলভাগে সমভূমির পরিমাণই বেশি। ভারত উপমহাদেশের বিশাল সমভূমি পাকিস্তান ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে। এই সমভূমি সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এবং তাদের উপনদীসমূহের পললরাশির দ্বারা গঠিত।

■ মানবজীবনে সমভূমির প্রভাব :

● সমভূমি অঞ্চলে প্রবাহিত নদী সাধারণত নাব্য হয়।

● সমভূমি অঞ্চল সাধারণত পললরাশির দ্বারা গঠিত হয় বলে চাষের উপযোগী হয়।

● রাস্তাঘাট নির্মাণ সহজ, সহজেই বসতি গড়ে ওঠে, শিল্পে ও বাণিজ্যে উন্নত হয়।

● সকল প্রকার সুযোগসুবিধার জন্য সমভূমি অঞ্চলে জনবসতি বেশি হয়। পৃথিবীর 90 শতাংশের বেশি লোক সমভূমি অঞ্চলে বাস করে।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।