রাজ্যে মিড ডে মিল প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | Data Entry Operator Recruitment 2023
পশ্চিমবঙ্গ সরকার (Data Entry Operator Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে ডেটা এন্ট্রি অপারেটর সহ একাধিক পদের জন্যে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে পশ্চিমবঙ্গ সরকারের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
নিয়োগকারী সংস্থা:- পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে BDO তথা ব্লক অফিসের তরফে মিড ডে মিল প্রকল্পের আওতায় কর্মী নিয়োগ হবে।
পদের নাম:- ডেটা এন্ট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা:- স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ, সঙ্গে কম্পিউটার বিষয়ের ওপর সার্টিফিকেট থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা:- ন্যুনতম বয়স হতে হবে 21 বছর। সর্বোচ্চ বয়সসীমা 40 বছর।
মাসিক বেতন:- বেতন সর্বনিম্ন 13,000/- টাকা
আবেদন শুরু:- আবেদন প্রক্রিয়া চলছে।
আবেদন শেষ:- ২৬ এপ্রিল, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইট:- https://birbhum.gov.in/
অফিসিয়াল নোটিফিকেশন:- https://drive.google.com/file/d/18Gcjp203QPheX86vLl-cN6uaSWSc1L12/view?usp=drivesdk