দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | Damodar Valley Corporation Recruitment 2023 | DVC Recruitment 2023

দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | Damodar Valley Corporation Recruitment 2023

দামোদর ভ্যালি কর্পোরেশন (Damodar Valley Corporation Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ম্যানেজার সহ একাধিক পদের জন্যে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে দামোদর ভ্যালি কর্পোরেশনের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

নিয়োগকারী সংস্থা:-

দামোদর ভ্যালি কর্পোরেশন (Damodar Valley Corporation) তরফে কর্মী নিয়োগ করা হবে। 

পদের নাম:-

জুনিয়র ইঞ্জিনিয়ার, ম্যানেজার সহ একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে।

মাসিক বেতন:-

মাসিক গড় বেতন 56100/- টাকা

কর্মস্থল:-

পশ্চিমবঙ্গে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদের সংখ্যা:- মোট শূন্যপদের সংখ্যা 52 টি।

বয়সসীমা:- আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা হতে হবে 45 বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি:- নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আরও পড়ুন:-

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে উচ্চ বেতনে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here

মাধ্যমিক পাশে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

রাজ্যে গ্রুপ A, B, C পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

ভারতীয় রেলওয়েতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here

দ্বাদশ শ্রেণি পাসে সাউদার্ন রেলওয়ের অধীনে বিপুল শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

মাধ্যমিক পাশে বিএসএফে হেড কন্সটেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here

সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here

রাজ্যে মিড ডে মিল প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

স্নাতক পাশে Indbank -এ বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here

শিক্ষাগত যোগ্যতা:-

Certificate/ degree of B.E, B.Tech, Diploma, Engineering, Graduate or must have an equivalent qualification from a recognized institute/ Board.

আবেদন ফি:- কোনো প্রকার আবেদন ফি দিতে হবে না।

আবেদন শুরুর তারিখ:- 30 এপ্রিল 2023

আবেদন শেষের তারিখ:- 21 মে 2023

Official Website:- https://www.dvc.gov.in

Official Notification Download:- https://drive.google.com/file/d/1RjUsU-4zqPhOuT24N216JNLBjLLaT38n/view?usp=drivesdk