Daily Current Affairs in Bengali 19th June 2023 | বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 19th জুন 2023

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Daily Current Affairs in Bengali 19th June 2023 | বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 19th জুন 2023. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali 19th June 2023 | বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 19th জুন 2023

Daily Current Affairs in Bengali 19th June 2023 | বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 19th জুন 2023

1. “Father’s Day” কোন দিন পালন করা হয়ে থাকে?

উত্তর:- 18th জুন

2. যাত্রীদের হাই কোয়ালিটি এবং নিউট্রিটিয়াস যুক্ত খাবার সরবরাহ করার জন্য কোন রেলওয়ে স্টেশন FSSAI ‘Eat Right Station’ ট্যাগ পেয়েছে?

উত্তর:- গুয়াহাটি রেলওয়ে স্টেশন

3. “জুলি লাদাখ” উদ্যোগ চালু করেছে কে?

উত্তর:- ভারতীয় নৌবাহিনী

4. GAIL – কোম্পানির Director হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- উত্তরঃ সঞ্জয় কুমার

5. কোন রাজ্য সরকার পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্তদের মাসিক পেনশন প্রদান করবে?

উত্তর:- হরিয়ানা

6. BSF এর নতুন মহাপরিচালক হিসেবে কে নির্বাচিত হলেন?

উত্তর:- নিতিন আগরওয়াল (Nitin Aggarwal).

7. যৌথ সামরিক মহড়া “Ex Ekuverin” এর 12তম সংস্করণ কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর:- ভারতীয় সেনাবাহিনী এবং মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী।

8. 2023 সালে কোন দেশ “ভারতে চতুর্থ বৃহত্তম বিনিয়োগকারী” হয়ে উঠেছে?

উত্তর:- সংযুক্ত আরব আমিরাত

9. কেন্দ্রীয় সরকার কোন রাজ্যে “ক্রেতা-বিক্রেতা” কর্মশালার আয়োজন করবে?

উত্তর:- উত্তরপ্রদেশ

10. কোন দেশ “মহিলা জুনিয়র এশিয়া হকি কাপ 2023” জিতেছে?

উত্তর:- ভারত।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।