মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর অধ্যায়- চলতড়িৎ | Current Related Questions Answers
- তড়িৎ কয় রকমের ও কী কী লেখো?
উত্তর:- তড়িৎ দুই ধরনের, যথা – (i) স্থিরতড়িৎ ও (ii) চলতড়িৎ
- সিজিএস পদ্ধতিতে আধানের এককটি লেখো।
উত্তর:- সিজিএস পদ্ধতিতে আধানের একক হলো esu বা স্ট্যাটকুলম।
- কলম্ব ও esu এর মধ্যে সম্পর্ক উল্লেখ করো?
উত্তর:- 1 কুলম্ব = 3 109 esu
- আধানের ব্যবহারিক এককটি উল্লেখ করো।
উত্তর:- আধানের ব্যবহারিক একক কুলম্ব।
- তড়িৎবিভব একটি স্কেলার রাশি না ভেক্টর রাশির উদাহরণ?
উত্তর:- তড়িংবিভব একটি স্কেলার রাশির উদাহরণ।
- সিজিএস পদ্ধতিতে তড়িৎবিভবের এককটি লেখো?
উত্তর:- সিজিএস পদ্ধতিতে তড়িৎবিভবের একক হলো esu বা স্ট্যাটভোল্ট।
- তড়িচালক বলের ব্যবহারিক একক লেখো?
উত্তর:- তড়িচালক বলের ব্যবহারিক একক হলো ভোল্ট।
- পৃথিবীর বিভব কত লেখো?
উত্তর:- পৃথিবীর বিভব শূন্য।
- তড়িৎ কোশে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে?
উত্তর:- তড়িৎ কোশে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে।
- তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক একক উল্লেখ করো?
উত্তর:- তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক একক হলো অ্যাম্পিয়ার।
- 1 emu = কত আাম্পিয়ার লেখো?
উত্তর:- 1 emu = 10 অ্যাম্পিয়ার
- রোধের ব্যবহারিক একক লেখো?
উত্তর:- রোধের ব্যবহারিক একক হলো ওহম।
- পরিবাহিতা বলতে কি বোঝো?
উত্তর:- রোধের অন্যোন্যক রাশিটি হল পরিবাহিতা।
- রোধের মাত্রা লেখো।
উত্তর:- রোধের মাত্রা = [ML2T-3A-1]
- সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক লেখো?
উত্তর:- সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক হলো ওহম-সেমি।
- এমন একটি ধাতুর উদাহরণ দাও যার উপর আলো পড়লে রোধ কমে যায়।
উত্তর:- একটি ধাতুর উদাহরণ হলো সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে রোধ কমে যায়।
- r1 ও r2 রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের পরিমাণ কত হয়?
উত্তর:- r1 ও r2 রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ R হবে, বা, R
- নাইক্রোম বলতে কি বোঝো?
উত্তর:- নাইক্রোম হল আয়রন, ক্রোমিয়াম ও নিকেল দিয়ে তৈরি সংকর ধাতু।
- ফিউজ তারের বৈশিষ্ট্য উল্লেখ করো?
উত্তর:- ফিউজ তারের বৈশিষ্ট্য হলো গলনাঙ্ক কম ও রোধাঙ্ক বেশি।
- ওয়াট- ঘণ্টা কোন ভৌত রাশির একক লেখো?
উত্তর:- ওয়াট-ঘণ্টা তড়িৎ শক্তির একক।
21. কিলোওয়াট-ঘন্টা বা BOT দ্বারা কী পরিমাপ করা করা হয়ে থাকে?
উত্তর:- কিলোওয়াট-বা BOT দ্বারা তড়িৎশক্তি পরিমাপ করা হয়ে থাকে।
- নিউট্রাল তারের বর্ণ কীরূপ হয়ে থাকে?
উত্তর:- নিউট্রাল তারের বর্ণ হয় থাকে হালকা নীল বর্ণ।
- লাইভ তার কী রঙের হয়ে থাকে?
উত্তর:- লাইভ তার লাল বা বাদামী বর্ণের হয়ে থাকে।