Bengali new current affairs
1. প্রতি বছর 25th April “বিশ্ব ম্যালেরিয়া দিবস” পালন করা হয়ে থাকে।
2. এই বছরের “বিশ্ব ম্যালেরিয়া দিবস” এর থিম হলো “Zero Malaria Starts With Me”.
3. প্রতি বছর 25th April “আন্তর্জাতিক প্রতিনিধি দিবস” (International Delegate’s Day) পালিত হয়ে থাকে।
4. রাকেশ শর্মা International Motorcycle Manufacturers Association (IMMA) এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলো।
5. World Health Organization (WHO)-এর সহযোগিতায় ‘Together at Home’ স্টিকার প্যাক লঞ্চ করেছে WhatsApp.
6. পশ্চিমবঙ্গ সরকার ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের আর্থিক সাহায্যের জন্য “স্নেহের পরশ” (Sneher Parash) নামে মোবাইল App লঞ্চ করেছে।
7. Paytm এবং Vodafone idea যৌথ উদ্যোগে ‘Recharge Saathi’ নাম একটি প্রোগ্রাম চালু করেছে।
8. Badminton World Federation (BWF)-এর “I am Badminton” Campaign এর Brand Ambassador হিসাবে নিয়োজিত হলো, PV Sindhu.
9. সঞ্জয় কোঠারি ভারতের Central Vigilance Commissioner হিসেবে শপথ গ্রহণ করলো ।
10. সম্প্রতি প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার Graeme Watson প্রয়াত হয়েছেন।