CTET Important General Knowledge | C-Tet গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ | পর্ব-12


CTET Important General Knowledge | C-Tet গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ | পর্ব-12


  1. ব্যবিলনীয়দের লিখন পদ্ধতিটির নাম কি ছিল? 

উঃ কিউনিফর্ম।

  1. হাম্মুরাবি কোন সভ্যতার একজন আইনবিদ ছিলেন? 

উঃ ব্যবলনীয় সভ্যতার।

  1. আশেরীয় সভ্যতাটি কোন বিখ্যাত নদীর তীরে গড়ে উঠেছিল? 

উঃ টাইগ্রিস।

  1. কারা প্রথম বৃত্তকে ৩৬০ ডিগ্রীতে ভাগ করেছিল ? 

উঃ আশেরীয়গণ।

  1. কারা প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ভাগ করেন? 

উঃ আশেরীয়গণ।

  1. কারা সর্বপ্রথম লোহার অস্ত্র তৈরী করে যুদ্ধের জন্য ব্যবহার করেছিলেন ? 

উঃ আশেরীয়গণ।

  1. আশেরীয়দের সূর্য দেবতার নাম কি ছিল ? 

উঃ শামস।

  1. কত খিষ্ট্রপূর্বে আশেরীয়দের সভ্যতা ধ্বংশ হয়েছিল? 

উঃ ৬১২ খ্রিষ্টপূর্বে।

  1. কিভাবে আশেরীয় সভ্যতা ধ্বংশ হয়েছিল? 

উঃ প্রতিবেশী রাজ্যগুলোর আক্রমনের মুখে।

  1. ক্যালডীয় সভ্যতা গড়ে তুলেছিলেন কোন ব্যক্তি ?
     
    উঃ সম্রাট নেবুচাদ নেজার।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।