সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) (CRPF Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে টেকনিক্য়াল ও ট্রেডসম্যান পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
নিয়োগকারী সংস্থা:- সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) তরফে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম:- টেকনিক্য়াল ও ট্রেডসম্যান পদের জন্য নিয়োগ করা হবে।
আবেদনের মাধ্যম:- Online -এ আবেদন করতে হবে।
আবেদন শুরুর তারিখ:- ২৭ মার্চ ২০২৩।
আবেদন শেষের তারিখ:- ২৫ এপ্রিল ২০২৩
রেজিস্ট্রেশন:-
CRPF কন্সটেবল পদে নিয়োগের জন্য আগামী ২৭ মার্চ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে।
মোট শূন্যপদ:-
মোট ৯২১২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ট্রেডসম্য়ান ও টেকনিক্যাল পদে কর্মী নিয়োগ করা হবে।
এর মধ্যে পুরুষদের জন্য ৯১০৫টি শূন্যপদ ধার্য করা হয়েছে।
মহিলাদের জন্য ১০৭টি শূন্যপদ বরাদ্দ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:-
এই শূন্যপদে যারা আবেদন করতে হলে দশম শ্রেণি পাস হতে হবে।
বেতন:-
সিআরপিএফের কনস্টেবল পদে যারা নিয়োজিত হবে, তাদের ন্যূনতম বেতন হবে ২১ হাজার ৭০০ টাকা। সর্বোচ্চ ৬৯ হাজার টাকা অবধি বেতন হতে পারে।
প্রার্থীদের নির্বাচন পদ্ধতি:-
অনলাইন সিবিটি পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড পরীক্ষা ও ফিজিক্য়াল এফিসিয়েন্সি পরীক্ষা, মেডিক্যাল পরীক্ষা।
আবেদন ফি:-
জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য ১০০ টাকা। তবে মহিলা, জনজাতি, উপজাতি ও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদন ফি লাগবে না।
অফিসিয়াল ওয়েবসাইট:- crpf.gov.in
অফিসিয়াল নোটিফিকেশন:- https://crpf.gov.in/rec/recruitment-details.htm?263/AdvertiseDetail