100+ CRPF Constable Important Questions Answers
- পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে কোথায়?
উত্তরঃ (গ) ট্রামবেতে
- ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয় কোথায়?
উত্তরঃ (খ) পশ্চিমবঙ্গে
- ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?
উত্তরঃ (গ) আমদাবাদ
- ভারতের রূঢ় বলা হয় কাকে?
উত্তরঃ (ক) দুর্গাপুরকে
- যে শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় সেটি উল্লেখ করো।
উত্তরঃ (খ) পেট্রোরসায়ন শিল্প
- পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন কারখানাটি কোথায় অবস্থিত।
উত্তরঃ হলদিয়ায়
- ইস্পাত দৃঢ় করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ ম্যাঙ্গানিজ
- ভারতের বৃহত্তম লৌহ ও ইস্পাত কেন্দ্র কোথায় গড়ে উঠেছে?
উত্তরঃ ভিলাই
- কোন্ শিল্পকে সব শিল্পের মূল বলা হয়ে থাকে?
উত্তরঃ লোহা ও ইস্পাত শিল্পকে।
- কোন শিল্পকে সূর্যোদয় শিল্প বলা হয়ে থাকে?
উত্তরঃ পেট্রোরসায়ন শিল্পকে।
- কয়েকটি ভারী ইনজিনিয়ারিং শিল্পের নাম উল্লেখ করো।
উত্তরঃ মোটরগাড়ি, বৃহদায়তন যন্ত্রপাতি
- বাণিজ্য বায়ু কাকে বলা হয়ে থাকে?
উত্তর :- আয়নবায়ুকে।
- ব্যারােমিটারে 75.01 সেমি পারদস্তম্ভের উচ্চতাকে কত হিসাবে ধরা হয়ে থাকে?
উত্তর : 1000 মিলিবার।
- বাদল মেঘ নামে পরিচিত কোন প্রকার মেঘ?
উত্তর : নিম্বাস / নিম্মােস্ট্যাটাস।
- শীতকালে সাধারনতঃ কোন মেঘে বৃষ্টিপাত হয়ে থাকে?
উত্তর : স্ট্র্যাটোকিউমুলাস।
- রাজমহল পাহাড় কোন শিলা দ্বারা গঠিত?
উত্তর : গ্রানাইট।
- নাথুলা একপ্রকারের কি?
উত্তর : গিরিপথ।
- তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কে অধিকার করেছে কে?
উত্তর : চীন।
- ফারাক্কা বাঁধ কোন কোন নদীর জল নিয়ন্ত্রণ করে থাকে?
উত্তর : গঙ্গা ও পদ্মার মধ্যে।
- টোডা উপজাতিকে কোন অঞ্চলে দেখা যায়?
উত্তর : নীলগিরি পার্বত্য অঞ্চলে।
- উল্কার বেশিরভাগ অংশই কী দ্বারা তৈরী?
উত্তর : নিকেল।
- কোন রাজ্যে বেশী বন-জঙ্গল আছে?
উত্তর : মধ্যপ্রদেশ।
- সুন্দরবন অঞলের কয়েকটি নদনদীর নাম উল্লেখ করো?
উত্তর : পিয়ালী, ঠাকুরন, মাতলা, বিদ্যাধরী, ইছামতী।
- উত্তরবঙ্গের কয়েকটি নদনদীর নাম উল্লেখ করো?
উত্তর : তিস্তা, তাের্সা, রায়ডাক, সংকোশ, জলঢাকা, কালজানি।
- পশ্চিমবঙ্গের মালভূমি থেকে উৎপন্ন কয়েকটি নদীর নাম উল্লেখ করো?
উত্তর : অজয়, দামােদর, শিলাই, কেলেঘাই, রূপনারায়ণ।
- কোন দুটি নদী মিশে রূপনারায়ণ নদী সৃষ্টি হয়েছে?
উত্তর : দারকেশ্বর ও শিলাই।
- কোন দুটি নদী মিলিত রূপ হলদী নদী?
উত্তর : কেলেঘাই ও কসাই।
- পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর : গ্রীনল্যাণ্ড (21,75,600 কি.মি.)।
- ভারতের প্রথম পারমানবিক শক্তিকেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে?
উত্তর : তারাপুর।
- পৃথিবীর ছাদ কাকে বলা হয়ে থাকে?
উত্তর : পামীর মালভূমিকে।
- বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা কয়টি?
উত্তর : 29 টি।
- ভারতের নবীনতম রাজ্যটির নাম লেখো।
উত্তর : তেলেঙ্গানা।
- লুনী নদীর উৎপত্তিস্থল কোথা থেকে?
উত্তর : আনা সাগর।
- ভারতের ট্রপোগ্রাফিক্যাল ম্যাপ কারা তৈরী করেন?
উত্তর : সার্ভে অফ ইন্ডিয়া।
- পৃথিবীর ইউরেনিয়ামের সর্বোচ্চ ভাণ্ডারটি কোন দেশে অবস্থিত?
উত্তর : কানাডা।
- সিমুম কি বলতে কি বোঝো?
উত্তর : সাহারায় প্রবাহিত বালুঝড়।
- কারাবুরাগ বলতে কি বোঝো?
উত্তর : মধ্য এশিয়ার তুরান অববাহিকায় প্রবাহিত বায়ু।
- হ্যারিকেন ঝড় কোন অঞ্চলে বেশি দেখা যায়?
উত্তর : পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে।
- টাইফুন কোন অঞ্চলে বেশি দেখা যায়?
উত্তর : চীন ও জাপান উপকূলে।
- সমুদ্রতল থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হারে বায়ুর চাপ হ্রাস পেতে থাকে?
উত্তর : প্রতি 300 মিটার উচ্চতায় 1” বা 34 মিলিবার।
- পৃথিবীর বৃহত্তম মহাসাগরটির নাম লেখো।
উত্তর : প্রশান্ত মহাসাগর
- গ্রান্ড ব্যাঙ্কমগ্নচড়া কোন মহাসাগরে লক্ষ করা যায়?
উত্তর : আটলান্টিক মহাসাগর
- সাইলেন্ট ভ্যালি একপ্রকারের কি?
উত্তর : কেরালার জলবিদ্যুৎ কেন্দ্র।
- কোন পর্বতকে জাপানী আল্পস্ বলা হয়ে থাকে?
উত্তর : হিড পর্বত।
- বড় দানাযুক্ত পাললিক শিলকে কী বলা হয়ে থাকে?
উত্তর : ব্রেকসিয়া।
- ওপেল বলতে কি বোঝো?
উত্তর : প্রবাল ও সামুদ্রিক প্রাণীর দহজাত বালুকণা জমাট বেঁধে পাললিক শিলা বা ওপেলে পরিণত হয়।
- হিমবাহ সঞ্চিত কোনাকৃতি দানাযুক্ত পদার্থ থেকে গঠিত শিলাকে কি বলা হয়ে থাকে?
উত্তর : টিলাইট।
- জাপানের ফুজিয়ামা কি জাতীয় পর্বতশ্রেণীর উদাহরণ?
উত্তর : সুপ্ত আগ্নেয় পর্বত।
- একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম উল্লেখ করো?
উত্তর : তিব্বত মালভূমি।
- পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম উল্লেখ করো?
উত্তর : সাইবেরিয়ার সমভূমি।
- জিপসাম কী কাজে ব্যবহৃত হয়ে থাকে?
উত্তর : সিমেন্ট ও প্লাস্টার অব প্যারিস তৈরীতে।
Click Here To Download PDF