ভূগোল প্রশ্নোত্তর অধ্যায়- ক্ষয়চক্র (গঠন ও প্রক্রিয়া) | Corrosion Cycle Structure and Process Questions Answers
1.পুনর্যৌবন লাভের ফলে নদীখাতটি আরো সংকীর্ণ ও গভীর হলে তাকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- কর্তিত নদীবাক
- ডেভিসের ক্ষয়চক্রে যৌবন অবস্থায় কী ধরনের ক্ষয়কার্য প্রাধান্য লাভ করে?
উত্তর:- নিম্নমুখী
- Desert pavement ক্ষয়চক্রের কোন মূলত পর্যায়ে সৃষ্টি হয়ে থাকে?
উত্তর:- পরিণত পর্যায়
- নিকবিন্দুতে সৃষ্ট ভূমিরূপটির নাম লেখো।
উত্তর:- জলপ্রপাত (যৌবন পর্যায়ে)
- একটি সঞ্চয়জাত সমভূমির নাম লেখো।
উত্তর:- বাজাদা
- নদী উপত্যকায় নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয়ের হার সমান হয় কোন পর্যায়ে?
উত্তর:- যৌবন পর্যায়ে
- নীচের কোনটি নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না?
উত্তর:- প্লাবনভূমি
- পেডিপ্লেন বলতে কি বোঝো?
উত্তর:- L.C. King এর পেডিপ্লেন গঠন তত্ত্ব (1048) অনুযায়ী, বার্ধক্য পর্যায়ে ইনসেলবার্জগুলির উচ্চতা ও আয়তন ক্রমশ হ্রাস পায় এর ফলে পেডিমেন্টের প্রসার ঘটিয়ে পেডিপ্লেনের সৃষ্টি হয়।
- Base level of erosion কাকে বলে?
উত্তর:- পৃথিবীর বিভিন্ন বাহ্যিক প্রাকৃতিক শক্তি স্থান ও কালের সাপেক্ষে যতটা সম্ভব নিম্নমুখী ক্ষয় করতে পারে, এই নিম্নমুখী ক্ষয়ের শেষ সীমাকে বলা হয়ে থাকে Base level of erosiof বা ক্ষয়ের ভিত্তিসীমা।
- বোনহার্ট বলতে কি বোঝো?
উত্তর:- মরু অঞ্চলে সৃষ্টি হওয়া ইনসেলবার্জগুলিকে ভূতত্ত্ববিদ বোনহার্টের নামানুসারে বোনহার্ট বলা হয়ে থাকে।
- আমেরিকা যুক্তরাষ্ট্রে সরার মতো আকৃতিবিশিষ্ট পর্বতবেষ্টিত উপত্যকাগুলিকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- বোলসন
- পুনর্যৌবন লাভের ফলে নদী উপত্যকায় যে ধাপবিশিষ্ট ভূমিরূপের সৃষ্টি হয়, তাকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- নদীমঞ্চ।
- ওয়াদি কাকে বলে?
উত্তর:- মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টিপাতের ফলে যে নদী উপত্যকা গঠিত হয় আবার অন্য সময়ে শুষ্ক উপত্যকা রূপে অবস্থান করে, তাকে ওয়াদি বলা হয়ে থাকে?
- মরু অঞলের ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট সমভূমিকে ভূতত্ত্ববিদ লসন কী নামে অভিহিত করেছে?
উত্তর:- প্যানফ্যান নামে
- স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট সমভূমিকে ভূতত্ত্ববিদ পেঙ্ক কী নামে অভিহিত করেছে?
উত্তর:- এনডান্ফ নামে
- পর্বতের পাদদেশ থেকে প্লায়া পর্যন্ত অংশকে একত্রে কী বলা হয়ে থাকে?
উত্তর:- পিড়মন্ট বলে।
- “ক্ষয়চক্র’ শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন?
উত্তর:- W.M. Davis (1899)
- ‘ডেভিসের ত্রয়ী’ বলতে কী বোঝা যায়?
উত্তর:- ভূমিরূপের গঠন, পদ্ধতি ও পর্যায়কে একত্রে ডেভিসের ত্রয়ী বলা হয়ে থাকে।
- শুষ্ক ক্ষয়চক্রে অবশিষ্ট টিলা কী নামে পরিচিত?
উত্তর:- ইনসেলবার্জ
- স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে জলপ্রপাত খরস্রোত সৃষ্টি হয়ে থাকে?
উত্তর:- যৌবন পর্যায়ে
- পেডিপ্লেনেশন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন?
উত্তর:- L.C. King (1948)।
- ক্ষয়চক্রের কোন পর্যায়ে নদীর পায়িত অবস্থান শুরু হয়ে থাকে?
উত্তর:- ভর পরিণত পর্যায়ে