জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় বিষয়ক গুরুত্বপূর্ণ mcq (control and coordination in the living world)

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি control and coordination in the living world. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় বিষয়ক গুরুত্বপূর্ণ mcq (control and coordination in the living world). নিচে  control and coordination in the living world practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় বিষয়ক গুরুত্বপূর্ণ mcq (control and coordination in the living world) টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় বিষয়ক গুরুত্বপূর্ণ mcq (control and coordination in the living world):

1.  উদ্ভিদের যে চলন উদ্দিপনা গতিপথ ও তিব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল-

A. ট্যাকটিক চলন     

B.  ট্রপিক চলন    

C.কেমোন্য্যাস্টিক চলন      

D.  থার্মোন্য্যাস্টিক চলন

Ans- A. ট্যাকটিক চলন  

2. সুন্দরী গাছের শ্বাসমূলে যে চলন দেখা যায় তা স্থির করে –

A.অনুকুল জিওট্রপিক    

B. প্রতিকূল জিওট্রপিক     

C. অনুকূল হাইড্রোট্রপিক      

D. কেমোন্যাস্টি

Ans- A. অনুকুল জিওট্রপিক

3. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে এটি কোন ধরনের চলন স্থির করে – 

A.কোমোন্যাস্টি       

B.সিসমোন্যাস্টি       

C.ফোটোন্যাস্টি         

D.থামোন্যাস্টি

Ans- B.সিসমোন্যাস্টি

4. পদ্মফুল দিনের আলোয় ফোটে এবং সন্ধ্যা বেলায় মুদে যায়, এটি যে প্রকার চলন তা হল- 

A.থার্মোন্যাস্টি     

B.কেমোন্যাস্টি     

C.ফটোন্যাস্টি     

D.সিসমোন্যাস্টি

Ans- C. ফটোন্যাস্টি

5. মানুষের গমন পদ্ধতিতে কি পদ্ধতি বলে-

 A.একপদ   

B.দ্বি পদ      

C.ত্রি পদ        

D. b&c

Ans- B. দ্বিপদ

6. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় –

 A. বীজ   

B. পাতা  

C. ফুল   

D. ছাল

Ans – D. ছাল

7. কোন হরমোন কম ক্ষরণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়-

A. অ্যাড্রিনালিন হরমোন   

B. গ্রোথ হরমোন  

C. গোনাডোট্রপিক হরমোন  

D.হোমিওস্ট্যাসিস হরমোন

Ans- A. অ্যাড্রিনালিন হরমোন

8. মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হল –

A. রেটিনা          

B. কর্নিয়া               

C.তারারন্ধ্র         

D.কোরয়েড

Ans- A. রেটিনা

9. মানুষের চোখের লেন্স এর আকৃতি হল

A. অবতল      

B.উত্তল       

C. দ্বি-উত্তল       

D. দ্বি- অবতল

Ans-B.  উত্তল

10. চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করে-

A.পিউপিল     

B.রেটিনা      

C.সিলিয়ারি পেশি      

D.আইরিশ

Ans- C. সিলিয়ারি পেশি

11. নিচের কোন জেড়টি সঠিক তা স্থির করো –

A. কর্নিয়া অ্ক্ষিগোলককে নির্দিষ্ট আকার প্রদান করে       

B.আইরিশ অক্ষিগোলকের O2  এবং পুষ্টিসরবরাহ করে       

C রেটিনা- কর্নিয়াকে রক্ষা করে           

D.লেন্স উপযোজনে এর সাহায্য করে

Ans. D. লেন্স উপযোজনে এর সাহায্য করে

  1. P.p- মতে শর্করার রক্তে গ্লুকোজের 
    স্বাভাবিক মাত্রা হলো-

A. 120gm/100ml  

B.135gm/100ml    

C.130gm/100ml     

D.125gm/100ml

Ans- B. 135gm/100ml 

13. হরমোন হল একটি-

A.উৎসেচক       

B.গ্রাহক     

C.ভৌত সমন্বয়কারী       

D.রাসায়নিক সমন্বয়কারী

Ans-D. রাসায়নিক সমন্বয়কারী

14. ফাইটোহরমোন বলে কোন হরমোন কে-

A.উদ্ভিদ হরমোন      

B. প্রানী হরমোন     

C. A ও B দুটোই        

D. কোনটিই নই

Ans- A.উদ্ভিদ হরমোন

15. ডায়াবেটিস মেলিটাস  রোগটি হয় কিসের অভাবে –  

A. ভ্যাসোপ্রেসিন          

B. ইনসুলিন              

C.গ্লুকাগন        

D.  ADH

Ans- B. ইনসুলিন

16. নারকেল জলে কোন হরমোন থাকে –

A. অক্সিন     

B. জিব্বেরেলিন     

C. সাইটোকাইন      

D. আড্রিনালিন

Ans- C. সাইটোকাইন

17. নিম্নলিখিত হরমোনের মধ্যে কোনটি উদ্ভিদের ব্যবহৃত কৃত্রিম হরমোন –

A. NAA       

B. IBA         

C. 2,4-D         

D.সবগুলো

Ans – D. সবগুলো

18. অ্যাড্রিনাল  গ্রন্থির মেডালা অঞ্চল থেকে ক্ষরিত হরমোনটি  সনাক্ত করো-

A.থাইরক্সিন         

B.ইনসুলিন         

C. অ্যাড্রিনালিন        

D.টেস্টোস্টেরন

Ans-C.অ্যাড্রিনালিন

19. নীচের কোন হরমোনটি ক্যাল্যেরি উৎপাদনে অংশগ্রহণ করে তা নির্ণয় করো-

 A. STH       

B. থাইরক্সিন     

C. ACTH       

D. GTH

Ans- A.STH

20. রাগ ,ভয় ইত্যাদি মানবিক পরিস্থিতিতে কোন হরমোনের পরিমাণ রক্তে বেড়ে যায় তার শনাক্ত করো –  

A. STH           

B. ADH          

C. অ্যাড্রিনালিন          

D. থাইরক্সিন

Ans – C. অ্যাড্রিনালিন

21. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডায়াবেটিস ইনসিপিডাস হওয়ার কারণ তা নির্ণয় করো-

A. ইনসুলিন হরমোনের অভাব    

B.থাইরক্সিন হরমোনের অভাব   

C.ADH এর প্রভাব   

D.ACTH এর অভাব

Ans- C. ADH এর প্রভাব

22. স্ত্রীদেহে পীতগ্রন্থির বৃদ্ধি ঘটায় যে হরমোন তা হলো-

A. LH           

B.TSH          

C.FSH           

D.LTH

Ans- A. LH

23. লিখিতগুলির মধ্যে কোনটি মানবদেহের স্টেরয়েডধর্মী হরমোন-

A. টেস্টোস্টেরন           

B. ইস্ট্রোজেন          

C. A&B Both         

D. অক্সিটোসিন

Ans- C. A&B Both

24.  থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি-

A. অক্সিটোসিন           

B. থাইরক্সিন           

C. টেস্টোস্টেরন        

D. ইস্ট্রোজেন

Ans- B. থাইরক্সিন

25. বামনত্ব হয় কোন হরমোনের কম ক্ষরনে-

A. STH        

B. ADH         

C. TSH        

D. ACTH

Ans- A. STH

26. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হল-

A. নিউরোল্লিয়া                 

B.নিউরোন             

C.নিউরোসাইটন               

D. পেরিক্যারিয়ান

Ans- B.নিউরোন

27. দেহতাপমাত্রা নিয়ন্ত্রনকারী মস্তিস্কের অংশটি হল –

A. হাইপোথ্যালামাস         

B.  এপিথেলামাস              

C. মেটাথ্যালামাস        

D. থ্যালামাস

Ans- A. হাইপোথ্যালামাস

28. একটি মিশ্র স্নায়ুর উদাহরন হল –

A. ভেগাস            

B. অলফ্যাক্ক্তরি          

C.অপটিক           

D. অডিউইলোমেটর

Ans- A. ভেগাস

29. মানবমস্তিস্কের সর্ববৃহৎ অংশটি হল –

A. সেরিব্রাম         

B. সেরিবেলা           

C. পনস               

D. লঘুমস্তিষ্ক

Ans: A. সেরিব্রাম

30. মানুষের করোটিক স্নায়ু কত জোড়া-

A. 12জোড়া        

B.15 জোড়া       

C.24জোড়া       

D. 11জোড়া

Ans- A. 12জোড়া

31. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোনটি-

A.গুরুমস্তিষ্ক          

B.লঘুমস্তিষ্ক         

C.পনস্          

D.সেরিবেলাম

Ans- B. লঘুমস্তিষ্ক

32. পায়রার ডানার পালক এর সংখ্যা কত ?-

A. 23 টি            

B. 12 টি        

C. 14 টি        

D. 25 টি

Ans-A.23 টি

33. পায়রায় উন্নয়নে সাহায্যকারী পেশীকে কি বলে-

A.উন্নয়ন পেশি        

B.অবনমন পেশি         

C. A&B both       

D. কোনটি নয়

 Ans- A. উন্নয়ন পেশি

34. মাছের গমনে সাহায্য করে-

A. ঐচ্ছিক পেশি            

B.ময়োটোম পেশি          

C.ভিসেরাল পেশি          

D.অনৈচ্ছিক পেশি

Ans- B. ময়োটোম পেশি

35. যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হল-

A.এক্সটেনসর পেশি            

B.অ্যাবডাক্টর পেলি          

C.অ্যাডাক্টর পেশি           

D.ফেক্সর পেশি

Ans-A.এক্সটেনসর পেশি

জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় বিষয়ক গুরুত্বপূর্ণ mcq (control and coordination in the living world) টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here