Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Context of British Empire Question Answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ব্রিটিশ সাম্রাজ্যের প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Context of British Empire Question Answer। এই ব্রিটিশ সাম্রাজ্যের প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Context of British Empire Question Answer || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
ব্রিটিশ সাম্রাজ্যের প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Context of British Empire Question Answer
- কবে ভারতে কোম্পানীর একচেটিয়া বাণিজ্যাধিকার লোপ পায়?
উঃ ১৮১৩ খ্রীষ্টাব্দে।
- কে, কবে কোলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?
উঃ বড়লার্ট হেস্টিংস ১৭৮১ খ্রীষ্টাব্দে।
- কে, কবে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন?
উঃ জোনাথান ডানকান ১৭৯২ খ্রীষ্টাব্দে।
- বিশপ কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮২০ খ্রীষ্টাব্দে কলকাতার শিবপুরে।
- জেনারেল অ্যাসেম্বলি ইন্সটিটিউশন কে প্রতিষ্ঠা করে? প্রতিষ্ঠানটির বর্তমান নাম কী?
উঃ আলেকজাণ্ডার ডাফ। বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ।
- কে, কবে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দে রামমোহন রায়।
- কারা, কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮১৭ খ্রীষ্টাব্দের ২০ শে জানুয়ারি ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায় এবং সুপ্রিম কোটের বিচারপতি এডওয়ার্ড হাইড ইস্ট।
- হেয়ার স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে।
- ক্যালক্যাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৭ খ্রীষ্টাব্দে।
- এগ্রিকালচারাল অ্যান্ড হর্টিকালচার সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে।
- উডের ডেসপ্যাচ কী? কে, কত সালে তা প্রকাশ করেন?
উঃ শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা। ১৮৫৪ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
উঃ স্যার জেমস উইলিয়াম কোলভিল।
- ভারতীয় নবজাগরণের অগ্রদূত কে?
উঃ রামমোহন রায়।
- রামমহন রায়কে ‘ভারতপথিক’ বলে কে সম্মান জানিয়েছেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
- কে, কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮১৫ সালে, রামমোহন রায়।
- কে, কত সালে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন? কত সালে এটি ব্রাহ্মসমাজ নাম গ্রহণ করে?
উঃ ১৮২৮ খ্রীষ্টাব্দে রামমোহন রায়। ১৮৩০ খ্রীষ্টাব্দে।
- কে, কত সালে সম্বাদকৌমুদী পত্রিকাটি প্রকাশ করেন?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে, রামমোহন রায়।
- রামমোহন রায়ের ফার্সি ভাষাতে প্রকাশিত সংবাদ পত্রটির নাম কী? কত সালে সেটি প্রথম প্রকাশিত হয়?
উঃ মিরাৎ-উল-আখবর। ১৮২২ সালে প্রথম প্রকাশিত হয়।
- কে, কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
উঃ ১৮২৯ সালের ৪ঠা ডিসেম্বর রামমোহন রায়ের সমর্থন ও সহযোগিতায় গভর্নর জেনারেল বেণ্টিঙ্ক।
- তত্ত্ববোধিনী সভা কে, কত সালে স্থাপন করেন?
উঃ ১৮৩৯ খ্রীষ্টাব্দে, দেবেন্দ্রনাথ ঠাকুর।
- কার সম্পাদনায়, কত সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়?
উঃ অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় ১৮৪৩ খ্রীষ্টাব্দে।
- পার্থেনন পত্রিকা কে, কত সালে প্রথম প্রকাশ করেন?
উঃ ১৮২৯ খ্রীষ্টাব্দে ডিরোজিও।
- বিদ্যাসাগর ক’টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ ৩৫ টি।
- মেট্রোপলিটন ইন্সটিটিউশন-এর প্রতিষ্ঠিতা কে? বর্তমানে এই প্রতিষ্ঠানের নাম কী?
উঃ বিদ্যাসাগর। বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ।
- উইলিয়াম কেরী রচিত গ্রন্থ দু’টির নাম লেখ।
উঃ কথোপকথন – ১৮০১ খ্রীষ্টাব্দ, ইতিহাসমালা – ১৮১২ খ্রীষ্টাব্দ।
- হুতোম প্যাঁচার নক্শা-গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কালীপ্রসন্ন সিংহ।
- আলালের ঘরের দুলাল-গ্রন্থটির রচয়িতা কে?
উঃ প্যারীচাঁদ মিত্র।
- কে, কত সালে সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রকাশ করেন?
উঃ ১৮৩২ খ্রীষ্টাব্দে, ঈশ্বর গুপ্ত।
- কে, কত সালে বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রথম প্রকাশ করেন? পত্রিকাটি কোন ভাষায় রচিত?
উঃ ১৭৮০ খ্রীষ্টব্দে ২৯ শে জানুয়ারী জেমস অগাস্টাস হিকি সাহেব। পত্রিকাটি ইংরেজি ভাষায় প্রকাশিত।
- সমাচার দর্পন পত্রিকাটি কবে, কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দের মে মাসে মার্শম্যানের সম্পাদনায়।
- বাঙ্গাল গেজেট পত্রিকাটির সম্পাদক কে?
উঃ গঙ্গাকিশোর ভট্টাচার্য।
- কবে, কাদের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়? এই সভার সভাপতি কে ছিলেন?
উঃ ১৮৩৮ খ্রীষ্টাব্দে ১২ ই নভেম্বর রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর ও প্রসন্নকুমার ঠাকুরের উদ্যোগে। সভাপতি ছিলেন রাধাকান্ত দেব।
- কত সালে রামমোহন রায়ের মৃত্যু হয়?
উঃ ১৮৩৩ খ্রীষ্টাব্দে।
- কত সালে ডিরোজিও জন্মগ্রহণ করেন?
উঃ ১৮০৯ খ্রীষ্টাব্দে।
- ডিরোজিও-র মৃত্যু কত সালে হয়?
উঃ ১৮৩১ খ্রীষ্টাব্দে।
- কত সালে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন?
উঃ ১৮২০ খ্রীষ্টাব্দে।
- কত সালে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন?
উঃ ১৮৫১ খ্রীষ্টাব্দে।
- বিধবা বিবাহ আইন কত সালে প্রবর্তিত হয়?
উঃ ১৮৫২ খ্রীষ্টাব্দে।
- কবে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়?
উঃ ১৮৩৫ খ্রীষ্টাব্দ।
- হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? কত খ্রীষ্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয়?
উঃ গিরিশ চন্দ্র ঘোষ, ১৮৫৩ খ্রীষ্টাব্দে।
- বিদ্যাসাগর রচিত যেকোন দু’টি পুস্তকের নাম লেখ।
উঃ কথামালা, সীতার বনবাস।
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।