ব্রিটিশ সাম্রাজ্যের প্রেক্ষাপট প্রশ্নোত্তর | Context of British Empire Question Answer

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Context of British Empire Question Answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ব্রিটিশ সাম্রাজ্যের প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Context of British Empire Question Answer। এই ব্রিটিশ সাম্রাজ্যের প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Context of British Empire Question Answer || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



ব্রিটিশ সাম্রাজ্যের প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Context of British Empire Question Answer

  1. কবে ভারতে কোম্পানীর একচেটিয়া বাণিজ্যাধিকার লোপ পায়?

উঃ ১৮১৩ খ্রীষ্টাব্দে।

  1. কে, কবে কোলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?

উঃ বড়লার্ট হেস্টিংস ১৭৮১ খ্রীষ্টাব্দে।

  1. কে, কবে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন?

উঃ জোনাথান ডানকান ১৭৯২ খ্রীষ্টাব্দে।

  1. বিশপ কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮২০ খ্রীষ্টাব্দে কলকাতার শিবপুরে।

  1. জেনারেল অ্যাসেম্বলি ইন্সটিটিউশন কে প্রতিষ্ঠা করে? প্রতিষ্ঠানটির বর্তমান নাম কী?



উঃ আলেকজাণ্ডার ডাফ। বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ।

  1. কে, কবে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দে রামমোহন রায়।

  1. কারা, কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?

উঃ ১৮১৭ খ্রীষ্টাব্দের ২০ শে জানুয়ারি ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায় এবং সুপ্রিম কোটের বিচারপতি এডওয়ার্ড হাইড ইস্ট।

  1. হেয়ার স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে।

  1. ক্যালক্যাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮১৭ খ্রীষ্টাব্দে।

  1. এগ্রিকালচারাল অ্যান্ড হর্টিকালচার সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে।

  1. উডের ডেসপ্যাচ কী? কে, কত সালে তা প্রকাশ করেন?

উঃ শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা। ১৮৫৪ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়।

  1. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?

উঃ স্যার জেমস উইলিয়াম কোলভিল।

  1. ভারতীয় নবজাগরণের অগ্রদূত কে?

উঃ রামমোহন রায়।

  1. রামমহন রায়কে ‘ভারতপথিক’ বলে কে সম্মান জানিয়েছেন?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

  1. কে, কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন?

উঃ ১৮১৫ সালে, রামমোহন রায়।

  1. কে, কত সালে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন? কত সালে এটি ব্রাহ্মসমাজ নাম গ্রহণ করে?

উঃ ১৮২৮ খ্রীষ্টাব্দে রামমোহন রায়। ১৮৩০ খ্রীষ্টাব্দে।

  1. কে, কত সালে সম্বাদকৌমুদী পত্রিকাটি প্রকাশ করেন?

উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে, রামমোহন রায়।

  1. রামমোহন রায়ের ফার্সি ভাষাতে প্রকাশিত সংবাদ পত্রটির নাম কী? কত সালে সেটি প্রথম প্রকাশিত হয়?

উঃ মিরাৎ-উল-আখবর। ১৮২২ সালে প্রথম প্রকাশিত হয়।

  1. কে, কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?

উঃ ১৮২৯ সালের ৪ঠা ডিসেম্বর রামমোহন রায়ের সমর্থন ও সহযোগিতায় গভর্নর জেনারেল বেণ্টিঙ্ক।

  1. তত্ত্ববোধিনী সভা কে, কত সালে স্থাপন করেন?

উঃ ১৮৩৯ খ্রীষ্টাব্দে, দেবেন্দ্রনাথ ঠাকুর।

  1. কার সম্পাদনায়, কত সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়?

উঃ অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় ১৮৪৩ খ্রীষ্টাব্দে।

  1. পার্থেনন পত্রিকা কে, কত সালে প্রথম প্রকাশ করেন?

উঃ ১৮২৯ খ্রীষ্টাব্দে ডিরোজিও।

  1. বিদ্যাসাগর ক’টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন?

উঃ ৩৫ টি।

  1. মেট্রোপলিটন ইন্সটিটিউশন-এর প্রতিষ্ঠিতা কে? বর্তমানে এই প্রতিষ্ঠানের নাম কী?

উঃ বিদ্যাসাগর। বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ।

  1. উইলিয়াম কেরী রচিত গ্রন্থ দু’টির নাম লেখ।

উঃ কথোপকথন – ১৮০১ খ্রীষ্টাব্দ, ইতিহাসমালা – ১৮১২ খ্রীষ্টাব্দ।

  1. হুতোম প্যাঁচার নক্‌শা-গ্রন্থটির রচয়িতা কে?

উঃ কালীপ্রসন্ন সিংহ।

  1. আলালের ঘরের দুলাল-গ্রন্থটির রচয়িতা কে?

উঃ প্যারীচাঁদ মিত্র।

  1. কে, কত সালে সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রকাশ করেন?

উঃ ১৮৩২ খ্রীষ্টাব্দে, ঈশ্বর গুপ্ত।

  1. কে, কত সালে বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রথম প্রকাশ করেন? পত্রিকাটি কোন ভাষায় রচিত?

উঃ ১৭৮০ খ্রীষ্টব্দে ২৯ শে জানুয়ারী জেমস অগাস্টাস হিকি সাহেব। পত্রিকাটি ইংরেজি ভাষায় প্রকাশিত।

  1. সমাচার দর্পন পত্রিকাটি কবে, কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়?

উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দের মে মাসে মার্শম্যানের সম্পাদনায়।

  1. বাঙ্গাল গেজেট পত্রিকাটির সম্পাদক কে?

উঃ গঙ্গাকিশোর ভট্টাচার্য।

  1. কবে, কাদের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়? এই সভার সভাপতি কে ছিলেন?

উঃ ১৮৩৮ খ্রীষ্টাব্দে ১২ ই নভেম্বর রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর ও প্রসন্নকুমার ঠাকুরের উদ্যোগে। সভাপতি ছিলেন রাধাকান্ত দেব।

  1. কত সালে রামমোহন রায়ের মৃত্যু হয়?

উঃ ১৮৩৩ খ্রীষ্টাব্দে।

  1. কত সালে ডিরোজিও জন্মগ্রহণ করেন?

উঃ ১৮০৯ খ্রীষ্টাব্দে।

  1. ডিরোজিও-র মৃত্যু কত সালে হয়?

উঃ ১৮৩১ খ্রীষ্টাব্দে।

  1. কত সালে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন?

উঃ ১৮২০ খ্রীষ্টাব্দে।

  1. কত সালে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন?

উঃ ১৮৫১ খ্রীষ্টাব্দে।

  1. বিধবা বিবাহ আইন কত সালে প্রবর্তিত হয়?

উঃ ১৮৫২ খ্রীষ্টাব্দে।

  1. কবে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়?

উঃ ১৮৩৫ খ্রীষ্টাব্দ।

  1. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? কত খ্রীষ্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয়?

উঃ গিরিশ চন্দ্র ঘোষ, ১৮৫৩ খ্রীষ্টাব্দে।

  1. বিদ্যাসাগর রচিত যেকোন দু’টি পুস্তকের নাম লেখ।

উঃ কথামালা, সীতার বনবাস।



Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।