সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকার | Constitution’s Right to Religious Freedom

সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকার | Constitution’s Right to Religious Freedom

❏ সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকার (Constitution’s Right to Religious Freedom):-

■ সংবিধানের তৃতীয় অধ্যায়ে উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার:-

উত্তর:: ২৫ ধারা অনুসারে সকল ব্যক্তিই সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্মস্বীকার, ধর্মাচরণ এবং ধর্ম প্রচারের স্বাধীনতা ভোগ করবে। ব্যক্তি তাঁর বিবেক অনুসারে ধর্মমত অবলম্বন করার অধিকার ছাড়াও ধর্মীয় অনুশাসন অনুসারে বাহ্যিক আচার-অনুষ্ঠান পালন করার এবং ধর্মীয় মত প্রচারের অধিকারও ভোগ করবে।

তবে জনশৃঙ্খলা, সদাচার, জনস্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার সংরক্ষণের স্বার্থে রাষ্ট্র এই অধিকারটির উপর বিধিনিষেধ আরোপ করতে পারবে। আবার সামাজিক কল্যাণ, সামাজিক সংস্কারসাধন বা জনপ্রতিনিধিমূলক হিন্দু ধর্ম প্রতিষ্ঠানগুলিতে সকল শ্রেণীর হিন্দুদের প্রবেশাধিকারের জন্য রাষ্ট্র আইন প্রণয়ন করতে পারে। হিন্দু বলতে শিখ, বৌদ্ধ ও জৈনধর্ম সম্প্রদায়কে বোঝাবে।

❏ ২৬ ধারা অনুসারে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও গোষ্ঠী— (ক) ধর্ম ও দানের উদ্দেশ্যে সংস্থা স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারবে;

(খ) ধর্মীয় বিষয়ে নিজ নিজ কার্যাবলী পরিচালনা করতে পারবে;

(গ) স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন করতে ও মালিক হতে পারবে এবং

(ঘ) আইন অনুসারে সেই সম্পত্তি পরিচালনা করতে পারবে। তবে জনশৃঙ্খলা, নৈতিকতা এবং জনস্বাস্থ্যের কারণে রাষ্ট্র ধর্মীয় সম্প্রদায়ের উপরিউক্ত অধিকারগুলি নিয়ন্ত্রণ করতে পারবে।

❏ ২৭ ধারা অনুসারে কোন বিশেষ ধর্ম বা ধর্ম সম্প্রদায়ের প্রসার বা রক্ষণাবেক্ষণের জন্য কোন সম্প্রদায় বা ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না।

❏ ২৮ ধারায় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষাদানের ব্যাপারে যে বিধিনিষেধ আরোপিত হয়েছে। তা এইরূপ —

(১) সম্পূর্ণ সরকারী অর্থে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ;

(২) কিন্তু সরকার কর্তৃক স্বীকৃত বা সরকারী অর্থে আংশিকভাবে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষাদান একেবারে নিষিদ্ধ হয়নি। তবে প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের নিজেদের এবং অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি দরকার।

(৩) সম্পূর্ণ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষাদান সম্পর্কে কোন বিধিনিষেধ আরোপ করা হয়নি।

(৪) কোন দাতা বা অছি কর্তৃক ধর্ম শিক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রের দ্বারা পরিচালিত হলেও সেখানে বাধ্যতামূলক ধর্ম শিক্ষা দেওয়া যাবে।