বিভিন্ন বিদ্রোহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Questions answer about Concerning various rebellions)

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছিConcerning various rebellions. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছেবিভিন্ন বিদ্রোহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Questions answer about Concerning various rebellions) Pdf. নিচে  Concerning various rebellions set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বিভিন্ন বিদ্রোহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Questions answer about Concerning various rebellions) Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বিভিন্ন বিদ্রোহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Questions answer about Concerning various rebellions) pdf

  1. কবে কার নেতৃত্বে প্রথম চুয়াড় বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

উওরঃ- 1768-69 খ্রিস্টাব্দে ধলভূমের রাজা জগন্নাথ সিংহের নেতৃত্বে।

  1. 1798-99 খ্রিস্টাব্দে সংঘটিত চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ে কারা নেতৃত্ব দিয়েছিল?

উওরঃ- দুর্জন সিংহ, অচল সিংহ, মাধব সিংহ প্রমুখ।

  1. মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূমের স্থানীয় জমিদারদের অধীনে রক্ষী বাহিনীর কাজ করে জীবিকা নির্বাহকারী চুয়াড়দের কি বলা হতো?

উওরঃ- পাইক।

  1. জঙ্গলমহল জেলা কবে গঠিত হয়?

উওরঃ- 1800 খ্রিস্টাব্দে।

  1. কোন কোন অঞ্চল নিয়ে জঙ্গলমহল জেলা গঠিত হয়েছিল?

উওরঃ- মেদিনীপুর, বাঁকুড়া,মানভূম বীরভূম প্রভৃতি।

  1. গোবর্ধন দিকপতি কোন বিদ্রোহের নেতা ছিলেন?

উওরঃ- চুয়াড় বিদ্রোহের।

  1. চুয়ার শব্দের অর্থ কি?

উওরঃ- দুর্বৃত্ত ও নীচজাতি।

  1. মেদিনীপুরের লক্ষীবাঈ কাকে বলা হয়?

উওরঃ- রানী শিরোমণি।

  1. ভারতে বন বিভাগ বা ফরেস্ট ডিপার্টমেন্ট কবে স্থাপিত হয়?

উওরঃ- 1864 খ্রিস্টাব্দে।

  1. ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

উওরঃ- ডায়াট্রিক ব্রান্ডিস।

  1. ডায়াট্রিক ব্রান্ডিস কে ছিলেন?

উওরঃ- জার্মান বন বিশেষজ্ঞ।

  1. কোন শব্দ থেকে চুয়ার শব্দের উৎপত্তি হয়েছে?

উওরঃ- চার।

  1. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন?

উওরঃ- 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস।

  1. পাইক বা সৈনিকের কাজ করে চুয়াররা বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করত, তাকে কি বলা হয়?

উওরঃ- পাইকান।

  1. ভারতের প্রথম ফরেস্ট ইন্সপেক্টর কে ছিলেন?

উওরঃ- ডায়াট্রিক ব্রান্ডিস।

  1. রিজার্ভ ফরেস্ট অ্যাক্ট বা সংরক্ষিত অরণ্য আইন কবে পাস হয়?

উওরঃ- 1878 খ্রিস্টাব্দে।

  1. কবে কার নেতৃত্বে রংপুর বিদ্রোহের সূচনা হয়?

উওরঃ- 1783 খ্রিস্টাব্দের 18ই জানুয়ারি, নুরুলুদ্দিন।

  1. কোন গ্রামে রংপুর বিদ্রোহের সূচনা হয়?

উওরঃ- তেপা গ্রামে।

  1. রংপুর বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখ?

উওরঃ- নুরুলুদ্দিন, নন্দরাম, সুফদিল, ধীরাজরঞ্জন প্রমূখ।

  1. কার বিরুদ্ধে রংপুর বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

উওরঃ- দিনাজপুর ও রংপুরের ইজারাদার দেবী সিং এর বিরুদ্ধে।

  1. রংপুর বিদ্রোহীরা কাকে তাদের নবাব বলে ঘোষণা করেছিলেন?

উওরঃ- দর্জি নারায়ন।

  1. রংপুর বিদ্রোহের সময় রংপুরের কালেক্টর কে ছিলেন?

উওরঃ- গুডল্যান্ড।

  1. অরন্যের সন্তান কাদের বলা হয়?

উওরঃ- কোল ও তাদের সমগোত্রীয় মুন্ডা ওঁরাও প্রভৃতি উপজাতিদের অরন্যের সন্তান বলা হয়।

  1. কোলরা কোথায় বসবাস করত?

উওরঃ- ছোটনাগপুর, রাঁচি ও সিংভূম অঞ্চলে।

  1. কোল বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল?

উওরঃ- 1831-32 খ্রিস্টাব্দে।

  1. ইংরেজরা কবে ছোটনাগপুর ও সিংভূম দখল করে?

উওরঃ- 1830 খ্রিস্টাব্দে।

  1. কোল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখ?

উওরঃ- বুদ্ধু ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা, বিন্দ্রাই মানকি প্রমূখ।

  1. কোল বিদ্রোহে কোল ছাড়া আর কোন কোন উপজাতি যোগদান করেছিল?

উওরঃ- হো, মুন্ডা, ওঁরাও প্রভৃতি।

  1. দিকু শব্দের অর্থ কি?

উওরঃ- বহিরাগত।

  1. সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন?

উওরঃ- কোল বিদ্রোহের।

  1. কোল বিদ্রোহ কে কবে দমন করেন?

উওরঃ- 1832 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন উইলকিন্স।

  1. দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি কবে গঠিত হয়?

উওরঃ- 1833 খ্রিস্টাব্দে।

  1. সাঁওতাল বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল?

উওরঃ- 1855 56 খ্রিস্টাব্দে।

  1. সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি ছিল?

উওরঃ- শাল গাছ।

  1. দামিন-ই-কোহ শব্দের অর্থ কি?

উওরঃ- পাহাড়ের প্রান্তদেশ।

  1. সাঁওতালি ভাষায় সাঁওতাল বিদ্রোহকে কি বলা হয়?

উওরঃ- খেরওয়ারি হুল।

  1. “হুল” শব্দের অর্থ কি?

উওরঃ- বিদ্রোহ।

  1. কবে এবং কোথায় সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়?

উওরঃ- 1855 খ্রিষ্টাব্দের 30 শে জানুয়ারি, ভাগনাডিহির মাঠে।

  1. সাঁওতাল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখ।

উওরঃ- সিধু, কানু, চাঁদ, ভৈরব,  বীর সিং, কালো প্রামানিক, ডোমন মাঝি প্রমুখ।

  1. সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

উওরঃ- লর্ড ডালহৌসি।

  1. কোন ইংরেজ সেনাপতি সাঁওতালদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিলেন?

উওরঃ- মেজর বরোজ।

  1. নৈকদা আন্দোলন কবে কোথায় সংঘটিত হয়েছিল?

উওরঃ- 1868 খ্রিস্টাব্দে গুজরাটে।

  1. মুন্ডা বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল?

উওরঃ- 1899-1900 খ্রিস্টাব্দে।

  1. মুন্ডা শব্দের আক্ষরিক অর্থ কি?

উওরঃ- গ্রাম প্রধান।

  1. বেট বেগারি প্রথা কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত?

উওরঃ- মুন্ডা বিদ্রোহ।

  1. বেড বেগারির অর্থ কি?

উওরঃ- বিনা পারিশ্রমিকে শ্রমদান।

  1. মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

উওরঃ- বিরসা মুন্ডা।

  1. বিরসা মুন্ডার বাবার নাম কি?

উওরঃ- সুগান মুন্ডা।

  1. খুৎকাঠি প্রথা কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত?

উওরঃ- মুন্ডা বিদ্রোহ।

  1. বিরসা মুন্ডা কবে কোথায় জন্মগ্রহণ করেন?

উওরঃ- 1875 খ্রিস্টাব্দে, রাঁচি জেলার উলিহাতু গ্রামে।

  1. কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেছিলেন?

উওরঃ- বিরসা মুন্ডা।

  1. ধরতি আবা শব্দের অর্থ কি?

উওরঃ- ধরণীর পিতা।

  1. বিরসা মুন্ডা কোন দেবতার উপাসনা করতেন?

উওরঃ- শিংবোঙা বা সূর্য দেবতা।

  1. মুন্ডাদের ভাষায় মুন্ডা বিদ্রোহকে কি বলা হয়?

উওরঃ- উলগুলান।

  1. উলগুলান শব্দের অর্থ কি?

উওরঃ- ভয়ঙ্কর বিশৃংখলা।

  1. খুৎকাঠি শব্দের অর্থ কি?

উওরঃ- জমির যৌথ মালিকানা।

  1. বিরসা মুন্ডার সেনাপতির নাম কি?

উওরঃ- গয়া মুন্ডা।

  1. মুন্ডা বিদ্রোহের প্রধান কেন্দ্র কোথায় ছিল?

উওরঃ- খুঁটি।

  1. সইল রাকার পাহাড়ের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?

উওরঃ- 1900 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি, ইংরেজদের সঙ্গে মুন্ডাদের।

  1. ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন কবে পাস হয়?

উওরঃ- 1908 খ্রিস্টাব্দে।

  1. বেট বেগারি প্রথা কি?

উওরঃ- যে প্রথা অনুযায়ী জমিদার ও মহাজনরা বিনা মজুরিতে মুন্ডাদের বিভিন্ন ধরনের কাজ করতে বাধ্য করতো,তাকে বেট বেগারি প্রথা বলে।

  1. খুৎকাঠি প্রথা কি?

উওরঃ- ছোটনাগপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে গভীর জঙ্গল কেটে মুন্ডাদের পূর্বপুরুষরা বা খুন্তকাঠিদাররা যে জমি তৈরি করেছিল তাকে খুন্তকাঠি বা খুৎকাঠি বলা হয়। এই খুন্তকাঠি জমির উপর মুন্ডাদের যৌথ মালিকানাকে খুৎকাঠি প্রথা বলা হয়।

  1. তানা ভগৎ আন্দোলন কবে কোথায় সংঘটিত হয়?

উওরঃ- 1914 খ্রিস্টাব্দে, ছোটনাগপুর অঞ্চলে।

  1. তানা ভগৎ আন্দোলনে কোন কোন সম্প্রদায় যোগদান করেছিল?

উওরঃ- তানা ভগৎ,ওঁরাও ও মুন্ডা সম্প্রদায়।

  1. তানা ভগৎ আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?

উওরঃ- যাত্রা ভগৎ ও তুরিয়া ভগৎ।

  1. রামসী বিদ্রোহ কবে কোথায় সংঘটিত হয়েছিল?

উওরঃ- 1875 খ্রিস্টাব্দে, মহারাষ্ট্রে।

  1. রামসী বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

উওরঃ- বাসুদেও বলবন্ত ফাড়কে।

  1. ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়?

উওরঃ- বাসুদেও বলবন্ত ফাড়কে।

  1. ভিল বিদ্রোহ কবে কোথায় সংঘটিত হয়েছিল?

উওরঃ- 1819 খ্রিস্টাব্দে খান্দেশ অঞ্চলে।

  1. ভিলরা কোথায় বসবাস করত?

উওরঃ- পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশের খান্দেশ অঞ্চলে।

  1. ভিল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখ।

উওরঃ- চিল নায়েক, তাঁতিয়া ভিল, হিরীয়া, শিউরাম প্রমুখ।

  1. সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল?

উওরঃ- 1763-1800 খ্রিস্টাব্দে।

  1. কবে এবং কোথায় প্রথম সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয়?

উওরঃ- 1763 খ্রিস্টাব্দে, ঢাকায়।

  1. সন্ন্যাসী বিদ্রোহের প্রধান প্রধান কেন্দ্রগুলির নাম লেখ।

উওরঃ- ঢাকা, মালদহ, দিনাজপুর, রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ, কোচবিহার প্রভৃতি।

  1. সন্ন্যাসী ফকির বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখ।

উওরঃ- ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, মুসা শাহ, পরাগল শাহ, চিরাগ আলী প্রমুখ।

  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের বিবরণ আছে?

উওরঃ- আনন্দমঠ ও দেবী চৌধুরানী উপন্যাসে।

  1. পাগলাপন্থী বিদ্রোহ কবে কোথায় সংঘটিত হয়েছিল?

উওরঃ- 1825-27 খ্রিস্টাব্দে, ময়মনসিংহ জেলার শেরপুরে।

  1. পাগলা পন্থার প্রতিষ্ঠাতা কে?

উওরঃ- ফকির করম শাহ।

  1. পাগলাপন্থী বিদ্রোহের দুজন নেতার নাম লেখ।

উওরঃ- ফকির করম শাহ ও তাঁর পুত্র টিপু।

  1. পাবনার কৃষক বিদ্রোহ কবে কোথায় সংঘটিত হয়েছিল?

উওরঃ- 1870 খ্রিস্টাব্দে, পাবনা জেলার ইউসুফশাহী পরগনার সিরাজগঞ্জে।

  1. পাবনা রায়ত সমিতি কবে কারা গঠন করেন?

উওরঃ- 1873 খ্রিস্টাব্দে,পাবনার পাট চাষিরা।

  1. পাবনার কৃষক বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখ।

উওরঃ- ঈশান চন্দ্র রায়, ক্ষুদি মোল্লা ও শম্ভুনাথ পাল।

  1. বিদ্রোহী রাজা কাকে বলা হয়?

উওরঃ- পাবনার কৃষক বিদ্রোহের নেতা ঈশান চন্দ্র রায় কে।

  1. কৃষ্ণদেব রায় কোথাকার জমিদার ছিলেন?

উওরঃ- পুড়ার।

  1. ভারতে কে ফরাজি আন্দোলনের সূচনা করেন?

উওরঃ- হাজী শরীয়াতুল্লাহ।

  1. ফরাজি আন্দোলন কবে সংঘটিত হয়েছিল?

উওরঃ- 1818-1906 খ্রিস্টাব্দে।

  1. “ফরাজী” শব্দের অর্থ কি?

উওরঃ- ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।

  1. ভারতে ফরাজি আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখ।

উওরঃ- হাজী শরীয়াতুল্লাহ, দুধু মিঞা (মহম্মদ মহসিন),নোয়া মিঞা।

  1. ফরাজি আন্দোলনের বা দুদু মিঞার প্রধান কার্যালয় কোথায় ছিল?

উওরঃ- বাহাদুরপুর।

  1. কোন কোন স্থানে ফরাজি আন্দোলন বিস্তার লাভ করেছিল?

উওরঃ- ময়মনসিংহ, বাহাদুরপুর, বিক্রমপুর, যশোর, ত্রিপুরা, নদিয়া দক্ষিণ 24 পরগনা।

  1. ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষকে কে দার-উল-হার্ব বলেছেন?

উওরঃ- হাজী শরীয়াতুল্লাহ।

  1. “দার-উল-হার্ব” শব্দের অর্থ কি?

উওরঃ- বিধর্মীর দেশ বা শত্রুর দেশ।

  1. দার-উল-ইসলাম শব্দের অর্থ কি?

উওরঃ- ইসলামের পবিত্র ভূমি।

  1. অষ্টাদশ শতকে কে প্রথম ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন?

উওরঃ- আব্দুল ওয়াহাব।

  1. ভারতে কে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন?

উওরঃ- হাজী ওয়ালীউল্লাহ ও তাঁর পুত্র আজিজ।

96 “ওয়াহাবী” শব্দের অর্থ কি?

উওরঃ- নবজাগরণ বা পুনরুজ্জীবন।

  1. ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?

উওরঃ- রায়বেরেলির সৈয়দ আহমেদ।

  1. ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রধান কেন্দ্র কোথায় ছিল?

উওরঃ- উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের সিতানা।

  1. ভারতে ওয়াহাবি আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখ?

উওরঃ- হাজী ওয়ালীউল্লাহ ও তাঁর পুত্র আজিজ, সৈয়দ আহমেদ, এনায়েত আলী, কেরামত আলী, তিতুমীর প্রমুখ।

  1. “পবিত্র কোরানে ফিরে যাও”-কে বলেছিলেন?

উওরঃ- রায়বেরেলির সৈয়দ আহমেদ।

  1. “তরিকা-ই-মহম্মদীয়া” শব্দের অর্থ কি?

উওরঃ- মহম্মদ নির্দেশিত পথ।

  1. কবে এবং কোন যুদ্ধে রায়বেরেলীর সৈয়দ আহমেদের মৃত্যু হয়?

উওরঃ- 1831 খ্রিস্টাব্দে, বালাকোটের যুদ্ধ।

  1. বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?

উওরঃ- তিতুমীর।

  1. তিতুমীরের প্রকৃত নাম কি?

উওরঃ- মীর নিসার আলী।

  1. তিতুমীরের নেতৃত্বে কবে বাংলায় ওয়াহাবি আন্দোলন সংঘটিত হয়েছিল?

উওরঃ- 1822-31 খ্রিস্টাব্দে।

  1. বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান কেন্দ্র কোথায় ছিল?

উওরঃ- দক্ষিণ 24 পরগনার বারাসাত।

  1. তিতুমীরের নেতৃত্বে পরিচালিত বাংলার ওয়াহাবি আন্দোলন আর কি কি নামে পরিচিত?

উওরঃ- তরিকা-ই-মহম্মদীয়া ও বারাসাত বিদ্রোহ।

  1. “তরিকা” শব্দের অর্থ কি?

উওরঃ- পথ।

  1. “জেহাদ” শব্দের অর্থ কি?

উওরঃ- ধর্মযুদ্ধ।

  1. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?

উওরঃ- 24 পরগনার নারকেলবেরিয়া গ্রামে।

  1. তিতুমীরের সেনাপতির নাম কি?

উওরঃ- গোলাম মাসুম।

  1. তিতুমীরের প্রধানমন্ত্রীর নাম কী?

উওরঃ- মৈনুদ্দিন।

  1. কবে তিতুমীরের মৃত্যু হয়?

উওরঃ- 1831 খ্রিস্টাব্দের 19 নভেম্বর।

  1. নীল বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল?

উওরঃ- 1859 খ্রিস্টাব্দে।

Concerning various rebellions Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Concerning various rebellions pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here