মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর অধ্যায়- ইতিহাসের ধারনা | Concepts of History Questions Answers

মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর অধ্যায়- ইতিহাসের ধারনা | Concepts of History Questions Answers

  1. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেছিলেন?

উত্তর:- মুন্সি প্রেমাদ

  1. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ সিপাহীদের আত্মবিশ্বাস এনেছিল কারণ কী ছিল?

উত্তর:- সিপাহীরা মাঝে মধ্যে ইংরেজদের পরাজিত করত বলে

  1. ‘সত্তর বৎসর’গ্রন্থটি কার জীবনকে অবলম্বন করে রচিত হয়েছিল

উত্তর:- বিপিনচন্দ্র পাল

  1. ভারতে ফুটবল খেলার প্রচলন করেছিলেন কারা?

উত্তর:- ইংরেজরা

  1. সাধারণ মানুষ -এর সামাজিক জীবন নিয়ে ইতিহাসচর্চা শুরু হয়েছিল কত খ্রীস্টাব্দে?

উত্তর:- ১৯৬০ খ্রিস্টাব্দে

  1. নবান্ন’ নাটকটির লেখক কে ছিলেন?

উত্তর:- বিজন ভট্টাচার্য

  1. ‘মেকলে মিনিটস’ -এ কোন বিষয়টি প্রাধান্য লাভ করেছে?

উত্তর:- শিক্ষা

  1. ‘এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি’ গ্রন্থটির রচয়িতা কে ছিলেন?

উত্তর:- প্রফুল্লচন্দ্র রায়

  1. ভারতে খেলার ইতিহাসের সূত্রপাত হয়েছিল কত খ্রীস্টাব্দে?

উত্তর:- ১৯৮৮ খ্রিস্টাব্দে

  1. মানুষ চাকা আবিষ্কার করেছিল আনুমানিক কত খ্রীস্টাব্দে?

উত্তর:- ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ

  1. প্যারিসে চলচ্চিত্রের জন্ম হয়েছিল কত খ্রীস্টাব্দে?

উত্তর:- ২৮ ডিসেম্বর

  1. ভারতবর্ষে কিচেন গার্ডেনের ধারণা কারা দিয়েছিলেন?

উত্তর:- ওলন্দাজরা

  1. ‘হিন্দুস্থানের জনজীবন’ গ্রন্থটির লেখক কে ছিলেন?

উত্তর:- কে এম আসরফ

  1. ভারতে প্রথম চলচ্চিত্র প্রদর্শন হয়েছিল কোথায়।

উত্তর:- বোম্বাইতে

  1. নতুন সামাজিক ইতিহাসকে বাদ দিয়ে ইতিহাসচর্চা মূল্যহীন ছিল কেন?

উত্তর:- এই ইতিহাস সময়ের সঙ্গে সাধারণ মানুষ ও তার পারিপার্শ্বের বদলে যাওয়ার ইতিবৃত্তকে তুলে ধরেছিল।

  1. সামাজিক বিজ্ঞান অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল কত খ্রীস্টাব্দে?

উত্তর:- ১৯৭৬ খ্রিস্টাব্দে

  1. ভারতে রণজিৎ গুহ নিম্নবর্গের ইতিহাসচর্চার সূচনা করেছিলেন কত খ্রীস্টাব্দে?

উত্তর:- ১৯৮২ খ্রিস্টাব্দে

  1. আদিনা মসজিদ কোন স্থানে অবস্থিত?

উত্তর:- পাণ্ডুয়াতে

  1. সামাজিক ইতিহাস নিয়ে চর্চা করেছিলেন কে?

উত্তর:- জুরাগন কেকা

  1. প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক কে ছিলেন?

উত্তর:- চরক

  1. বেঙ্গলি থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর:- ১৮৭৫ খ্রিস্টাব্দে

  1. ভারতের প্রাচীনতম গুহাচিত্রটির নাম লেখো।

উত্তর:- ভীমবেটকা