প্রতিযোগিতা মূলক পরীক্ষার জিকে | Competitive Exam GK Questions Answers
1. প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা কে?
উত্তর:- সত্যজিৎ রায়
2. নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে ভারী গ্যাস কোনটি?
উত্তর:- রেডন
3. কৃষ্ণ মৃত্তিকা কাকে বলে?
উত্তর:- রেগুর
4. এলাহাবাদ প্রশস্তি কার রচনা?
উত্তর:- হরিষেণ
5. নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- সিকিম
6. অদ্ভুতসাগর গ্রন্থটি কার লেখা?
উত্তর:- বল্লাল সেন
7. বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়?
উত্তর:- ২৭ সেপ্টেম্বর
8. Buxa Tiger Reserve কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- পশ্চিমবঙ্গ
9. তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল?
উত্তর:- ১১৯১ সালে
10. ঘড়ির কাঁটার গতি কেমন গতি?
উত্তর:- ঘূর্ণন গতি
11. সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেছিলেন?
উত্তর:- লর্ড কর্নওয়ালিস
12. ঘনাদা চরিত্রের স্রষ্টা কে?
উত্তর:- প্রেমেন্দ্র মিত্র
13. সাধারণত গাড়ির হেডলাইটে ব্যবহৃত কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
উত্তর:- অবতল দর্পণ
14. নন্দকানন জাতীয় উদ্যান টি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- ওড়িশা
15. মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি?
উত্তর:- স্টেপিস
16. শব্দের তীব্রতা পরিমাপের একক কোনটি?
উত্তর:- বেল/ডেসিবেল
17. অমৃতসরের চুক্তি কত খ্রীস্টাব্দে হয়েছিল?
উত্তর:- ১৮০৯ খ্রিস্টাব্দে
18. ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর:- পশ্চিমবঙ্গে
19. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- স্বামী দয়ানন্দ সরস্বতী
20. প্যারামিসিয়াম এর গমন অঙ্গের নাম উল্লেখ করো?
উত্তর:- সিলিয়া।