প্রতিযোগিতা মূলক পরীক্ষার জিকে | Competitive Exam Gk in Bengali
1. সংবিধানের মৌলিক অধিকারটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
উত্তর:- আমেরিকা
2. ভারতীয় রেলওয়ের সবথেকে বৃহৎ আয়ের উৎস কোনটি?
উত্তর:- গুডস ট্রাফিক আর্নিং
3. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
উত্তর:- নেদারল্যান্ড
4. মুম্বাই স্টক এক্সচেঞ্জ কবে স্থাপিত হয়েছিল?
উত্তর:- 1875 সালে।
5. “Planned Economy of India” – বইটি কার লেখা?
উত্তর:- এম বিশ্বেশ্বরয়া
6. ভারতের সংবিধানে বাজেটকে কি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে?
উত্তর:- বার্ষিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট
7. দ্বিতীয় পঞ্চ বার্ষিকী পরিকল্পনা কার পরিকল্পনায় তৈরি হয়?
উত্তর:- মহলানবীশ প্লান
8. দ্বিতীয় বৌদ্ধ সংগীতির আয়োজক ছিলেন কোন শাসক?
উত্তর:- কালাশোক
9. কোন ধরনের সরকারে বাই-ক্যামারালিজম একটি প্রয়োজনীয় বৈশিষ্ট্য?
উত্তর:- ফেডারেল সিস্টেম
10. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নির্ধারিত সময়ের এক বছর আগে সমাপ্ত হয়?
উত্তর:- পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা।