Comparative Exams Questions Answers | চাকরীর পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Comparative Exams Questions Answers | চাকরীর পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Comparative Exams Questions Answers | চাকরীর পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Comparative Exams Questions Answers | চাকরীর পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Comparative Exams Questions Answers | চাকরীর পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  1.  ‘উদীয়মান শিল্প‘ কোন শিল্প কে বলা হয় ? 

উত্তরঃ- পেট্রো-রসায়ন শিল্প

2. মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত? 

উত্তরঃ- নর্মদা বাঁচাও আন্দোলন।

3. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি – আন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম।

4. ভারতের একটি রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম কী — পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন।

5. উৎপাদন ক্ষমতা অনুসারে ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কেন্দ্র কোনটি –বোকারো

6. ভারতের উচ্চতম মালভূমির নাম কীলাদাখ মালভূমি।।

7.  ভারতের বিখ্যাত আগ্নেয় মালভূমি  – দাক্ষিণাত্যের মালভূমি।

8. ভারতের লাদাখ মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে কত উঁচু – ৪,০০০ মিটারের বেশি।

9.  পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ সমভূমির নাম কী – গঙ্গা-ব্রহ্মপুত্রের সমভূমি।

10. পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত – পূর্বদিকে।

11. পশ্চিমবঙ্গের আয়তন কত — প্রায় ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার।

12. পশ্চিমবঙ্গের সবচেয়ে সরু অংশটি কোন জেলায় আছে – পশ্চিম দিনাজপুর জেলায়।

13. দার্জিলিং জেলার দক্ষিণে কী পর্বত আছে—টাইগার হিল (২৫৬৭ মিটার)।

14. পশ্চিমবঙ্গের পূর্বদিকে কোন দেশ – বাংলাদেশ।

15. ভারতের বৃহত্তম রাজ্য কোনটি – রাজস্থান।

16. ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি –গোয়া

17. আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি – দক্ষিণ ২৪ পরগনা।

18. ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি – উত্তর প্রদেশের।

19. ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে  কম – সিকিম।

20. কলকাতা ভারতের কততম মহানগর –  দ্বিতীয় বৃহত্তম।

21. হুগলি জেলার সদর কোথায়? – চুচুড়াতে।

22. পুরুলিয়া আগে কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল — ঝাড়খন্ড রাজ্যের।

23. একটি কেন্দ্রশাসিত দ্বীপপুঞ্জেরনাম কী— আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।

24. ওড়িশার রাজধানীর নাম কী – ভুবনেশ্বর।

25. বিহারের রাজধানীর নাম কী – পটনা।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।