Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Common sense important question answer pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সাধারণজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Common sense important question answer || Pdf. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই সাধারণজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Common sense important question answer || Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
সাধারণজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Common sense important question answer || pdf
প্রশ্ন. কিডনীর কার্যকরী একক কী ?
উত্তর:-নেফরন
প্রশ্ন. বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে ?
উত্তর:-ডায়াফ্রাম
প্রশ্ন. বিলিরুবিন কোথায় তৈরী হয় ?
উত্তর:-যকৃত
প্রশ্ন. রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ?
উত্তর:-ল্যান্ড ষ্টিনার
প্রশ্ন. রক্ত শুন্যতা বলতে বুঝায় ?
উত্তর:-রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া
প্রশ্ন. অনুচক্রিকার গড় আয়ু কতো দিন ?
উত্তর:-১০ দিন
প্রশ্ন. লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতো দিন ?
উত্তর:-৫ -৬ দিন
প্রশ্ন. মানব দেহের হৃত্পিণ্ড কতো প্রকোষ্ট বিশিষ্ট ?
উত্তর:-চার প্রকোষ্ট বিশিষ্ট
প্রশ্ন. পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী বহন করে ?
উত্তর:-অক্সিজেন বাহী রক্ত
প্রশ্ন. হিমোগ্লোবিনের কাজ কী ?
উত্তর:-অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা
প্রশ্ন. রক্তকণিকা কত প্রকার ?
উত্তর:-৩ প্রকার
প্রশ্ন. মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কতো ?
উত্তর:-২০ টি
প্রশ্ন. মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কতো ?
উত্তর:- ৩৩ টি
প্রশ্ন. রক্তের লোহিত রক্ত কনিকা তৈরী হয় ?
উত্তর:-অস্থিমজ্জায়
প্রশ্ন. রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায় ?
উত্তর:- লোহিত রক্তকনিকায়
প্রশ্ন. ডায়োস্টোল চাপ বলতে কী বুঝায় ?
উত্তর:-হৃদপিন্ডের প্রসারণ
প্রশ্ন. সিস্টোলিক চাপ বলতে কী বুজায় ?
উত্তর:-হৃদপিন্ডের সংকোচন চাপ
প্রশ্ন. স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত ?
উত্তর:-১৫ পাউন্ড
প্রশ্ন. সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত?
উত্তর:-৩৬.৯ ডিগ্রী
প্রশ্ন. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি ?
উত্তর:-প্রক্সিমা সেন্টারাই
প্রশ্ন. শনি গ্রহে পাঠানো মহাকাশযানের নাম কী ?
উত্তর:-ক্যাসিনি
প্রশ্ন. মঙ্গল গ্রহে পাঠানো মহাকাশ যানের নাম কী ?
উত্তর:-পাথ ফাইন্ডার
প্রশ্ন. মহাকাশে গমনকারী প্রথম মহিলা নভোচারী কে ?
উত্তর:-ভ্যালেতিনা তেরেস্কোভা (১৯৬৩)
প্রশ্ন. চাঁদের বুকে কে প্রথম অবতরণ করে ?
উত্তর:-নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন
প্রশ্ন. চাঁদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী ?
উত্তর:-অ্যাপোলো -১১
প্রশ্ন. চাঁদের বুকে প্রথম মানুষ অবতরণ করে ?
উত্তর:-২১ জুলাই,১৯৬৯ সালে
প্রশ্ন. মহাকাশে গমন কারী প্রথম প্রাণী ?
উত্তর:-লাইকা নামের কুকুর।
প্রশ্ন. স্ফুটনিক -১ মহাকাশে পাঠানো হয় কবে ?
উত্তর:-১৯৫৭ সালে।
- আয়তনে পৃথিবীর ছোট দেশ কোনটি?
উওরঃ- ভ্যাটিকান।
- জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি?
উওরঃ- চীন।
- জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ কোনটি?
উওরঃ- ভ্যাটিকান।
- পৃথিবীতে মোট রাষ্ট্র সংখ্যা কত?
উওরঃ- ২৩৩ টি।
- পৃথিবীর সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা কত?
উওরঃ- ২০৩ টি।
- পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
উওরঃ- ১৯৫ টি।
- জাতিসংঘ কর্তৃক স্বীকৃত পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
উওরঃ- ১৯৩ টি।(কসোভো ও ভ্যাটিক্যান সিটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত রাষ্ট্র নয়)
- পৃথিবীতে গণতান্ত্রিক দেশ কতটি?
উওরঃ- ১২২ টি।
- পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী কোনটি?
উওরঃ- হ্যামারফাস্ট (নরওয়ে)।
- পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি?
উওরঃ- পুয়োটো উইলিয়াম (চিলি)।
- পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?
উওরঃ- চিলি।
- পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি?
উওরঃ- ইতালি (কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সান ম্যারিনো রাষ্ট্র অবস্থিত)।
- পৃথিবীর খন্ডিত রাষ্ট্রগুলো কী কী?
উওরঃ- জাপান, ইন্দোনেশিয়া।
- পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত?
উওরঃ- রাশিয়া ও তুরস্ক (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।
- বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি?
উওরঃ- ইন্দোনেশিয়া।
- বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি?
উওরঃ- চীন। ১৪ টি দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে।
- পৃথিবীতে মহাসাগর রয়েছে কতটি ও কী কী?
উওরঃ- ৫ টি। যথাঃ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর,
উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর।
- পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
উওরঃ- প্রশান্ত মহাসাগর। (১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কি.মি.)
- টাইটানিক জাহাজ ডুবে যায় কত সালে?
উওরঃ- ১৯১২ সালে।
- জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উওরঃ- ট্রিগভেলি (নরওয়ে)।
- প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে নোবেল পান কে?
উওরঃ- আনোয়ার সাদাত।
- বিশ্ব জনসংখ্যা দিবস কবে?
উওরঃ- ১১ জুলাই।
- বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?
উওরঃ- ৭ এপ্রিল।
- SAPTA ভূক্ত দেশ কয়টি?
উওরঃ- ৮ টি।
- UNICEF ও UNFPA এর সদর দপ্তর কোথায় অবাস্থিত?
উওরঃ- নিউওয়ার্ক, যুক্তরাষ্ট্র।
- ভিয়েতনামের মুদ্রার নাম কি?
উওরঃ- ডং।
- বিশ্বের গভীরতম খাত কোনটি?
উওরঃ- ম্যারিয়ানা খাত।
- বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
উওরঃ- কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো।
- আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
উওরঃ- জর্ডান।
- সবচেয়ে ছোট পাখির নাম কি?
উওরঃ- হামিং বার্ড।
- সর্ববৃহৎ সামুদ্রিক পাখির নাম কি?
উওরঃ- অ্যালবাটর্স।
- NASA এর সদর দপ্তর কথায় অবস্থিত?
উওরঃ- ওয়াসিংটন ডিসি।
“Common sense important question answer Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
File Details:-
File Name:- Common sense important question answer pdf in Bengali [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
Download:- Click Here to Download
-ঃআরও পড়ুনঃ–
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here