Climate regulators in India || ভারতে জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Climate regulators in India || ভারতে জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Climate regulators in India || ভারতে জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ ||. এই Climate regulators in India || ভারতে জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Climate regulators in India || ভারতে জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ

ভারতে জলবায়ুর নিয়ন্ত্রক সমূহঃ

সুবিশাল বিস্তৃতির কারণে ভারতের জলবায়ু বেশ বৈচিত্র্যপূর্ণ। জলবায়ু নিয়ন্ত্রণকারী বিভিন্ন উপাদানের উপস্থিতিতেই জলবায়ু বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে। নিয়ন্ত্রকগুলি হল –

(১) অক্ষাংশঃ- ভারতের অবস্থান প্রায় ৮° ৪′ উত্তর থেকে ৩৭° ১৭’ উত্তর অক্ষরেখার মধ্যে। কর্কটক্রান্তি রেখা (২৩° ৩০’ উঃ) ভারতের প্রায় মাঝবরাবর বিস্তৃত। কর্কটক্রান্তিরেখার দক্ষিণ অংশ ক্রান্তীয় মণ্ডলে এবং উত্তর অংশ নাতিশীতোষ্ম মণ্ডলে অবস্থিত ৷



(২) উচ্চতাঃ- ভূমির উচ্চতা ভারতের জলবায়ুর গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। যেহেতু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্মতা ৬.৪ ° সেঃ হারে হ্রাস পায়, তাই গাঙ্গেয় সমভূমির তুলনায় সুউচ্চ হিমালয় অঞ্চলের গড় তাপমাত্রা সারাবছর অনেক কম থাকে। শীতকালে হিমালয় অঞ্চলে তুষারপাত হয়।

(৩) পর্বতের অবস্থানঃ- পর্বত ভারতের উষ্মতাকে নিয়ন্ত্রণ করে, বায়ুপ্রবাহকে বাধা দেয় এবং বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। ভারতের উত্তরে সুউচ্চ হিমালয় পর্বতের অবস্থানের জন্যই শীতকালে মধ্য এশিয়ার অতিশীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না। মৌসুমি বায়ু হিমালয়ের দক্ষিণ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে প্রবল বৃষ্টিপাত ঘটায়। ওদিকে দক্ষিণ ভারতে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে মৌসুমি বায়ু বাধাপ্রাপ্ত হয়ে প্রবল বৃষ্টিপাত (মৌসুমি বায়ুর বিস্ফোরণ) ঘটায়।

(৪) সমুদ্রের অবস্থানঃ- দক্ষিণ ভারতের তিন দিক সমুদ্রবেষ্টিত হওয়ায় উপকূলের জলবায়ু সমভাবাপন্ন। সামুদ্রিক ঘূর্ণবাতের প্রভাবে সমুদ্র উপকূলে প্রবল বৃষ্টিপাত হয়।

(৫) সমুদ্র থেকে দূরত্ব:- উত্তর ও উত্তর-পশ্চিম ভারত সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় সামুদ্রিক বায়ুর প্রভাব কম। তাই জলবায়ু চরম ভাবাপন্ন অর্থাৎ শীত ও গ্রীষ্মের মধ্যে উষ্মতার প্রসার খুব বেশি। তাছাড়া উপকূল থেকে দূরবর্তী অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণও কম।

(৬) মৌসুমি বায়ুঃ- ভারতের জলবায়ুর সর্বাধিক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হল মৌসুমি বায়ু।

(৭) মৃত্তিকাঃ- প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৃত্তিকা ভারতের জলবায়ুকে বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করে। মরুভূমি অঞ্চলের বালি মাটি অতি দ্রুত উত্তপ্ত হয় বলে গ্রীষ্মকালে পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় গড় উষ্মতা বেশি থাকে।

ভারতের জলবায়ুর ওপর হিমালয়ের প্রভাবঃ- ভারতের উত্তরে ২,৫০০ কিমি দীর্ঘ এবং গড়ে ৪,০০০ মি উচ্চতা বিশিষ্ট ধনুকাকৃতির হিমালয় পর্বত ভারতের জলবায়ুকে বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করে।

(i) অধিক উচ্চতার কারণে উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও হিমালয়ের জলবায়ু শীতল নাতিশীতো প্রকৃতির। কোনো কোনো অংশের জলবায়ু অত্যন্ত শীতল।

(ii) হিমালয় পর্বতের অবস্থানের ফলে মধ্য এশিয়ার অতি শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না। ফলে শীতকালে ভারত অধিক শৈত্যের হাত থেকে রক্ষা পায়।

(iii) হিমালয়ের দক্ষিণ ঢালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাধাপ্রাপ্ত হয়ে শৈলোৎক্ষেপ পদ্ধতিতে প্রবল বৃষ্টিপাত ঘটায়। তাই ভারতীয় উপমহাদেশে বৃষ্টির পরিমাণ বেশি।

(iv) মৌসুমি বায়ুর উৎপত্তিতেও পরোক্ষভাবে হিমালয়ের প্রভাব রয়েছে।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।