Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Class 8 to 10 Life Science Questions Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Class 8 to 10 Life Science Questions Answers in Bengali ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Class 8 to 10 Life Science Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Class 8 to 10 Life Science Questions Answers in Bengali
১. চোখের জলে কোন উৎসেচক থাকে ?
উঃ লাইসোজাইম।
২. পায়রার বায়ুথলির সংখ্যা রয়েছে কতগুলি ?
উঃ ৯ টি।
৩. জল ও কার্বন-ডাই অক্সাইড কিসের উপাদান ?
উঃ সোডা ওয়াটার।
৪. IVF— এর পুরো অর্থ কী ?
উঃ In Vitro fertilization।
৫. “The Origin Of life On Earth”— বইটি কার লেখা ?
উঃ ওপারিন।
৬. আঙ্গুরে কোন এসিড থাকে ?
উঃ টারটারিক, ম্যালিক এসিড।
৭. ‘Biodiversity’— কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
উঃ রোজেন।
৮. সবচেয়ে হালকা মৌলের নাম কী ?
উঃ হাইড্রোজেন।
৯. সবচেয়ে ভারী মৌলের নাম কী ?
উঃ ইউরেনিয়াম।
১০. বায়ুকে কী পদার্থ বলা হয় ?
উঃ মিশ্র পদার্থ।
১১. লোহিত রক্ত কণিকার আয়ু কত দিন থাকে ?
উঃ ১২০ দিন।
১২. জীব বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
উঃ অ্যারিস্টটলকে জীব বিজ্ঞানের জনক বলা হয়।
১৩. পিতল কিসের মিশ্রণ ?
উঃ তামা ও দস্তা।
১৪. প্রথম পারমাণবিক ভর এর ধারনা কে প্রদান করেন ?
উঃ জন ডাল্টন।
১৫. ‘ফ্লুইড অফ লাইফ’— কাকে বলা হয় ?
উঃ পানিকে।
১৬. কোষ রস পরিবহনকে কয় ভাগে ভাগ করা যায় ?
উঃ ২টি ভাগে।
১৭. কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন অনুপস্থিত ?
উঃ ‘O’ গ্রুপের রক্তে।
১৮. পাতা হলুদ হয়ে থাকার প্রক্রিয়াকে কি বলা হয় ?
উঃ ক্লোরোসিস।
১৯. Myocardium— কী দ্বারা গঠিত হয় ?
উঃ অনৈচ্ছিক পেশী।
২০. মানুষের মুখগহবরে কত জোড়া লালাগ্রন্থি অবস্থিত ?
উঃ ৩ জোড়া।
২১. ডায়াবেটিস রোগ হয় কোন হরমোনের অভাবে ?
উঃ ইনসুলিন।
২২. পিত্তরস কোথায় উৎপন্ন হয় ?
উঃ যকৃত।
২৩. ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত ?
উঃ প্লুরা।
২৪. নিউমোনিয়া রোগটি মানুষের শরীরে কোথায় হয় ?
উঃ ফুসফুসে।
২৫. শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম কী ?
উঃ নাসিকা।
২৬. শ্বাসনালী কয় ভাগে বিভক্ত ?
উঃ ২ ভাগে।
২৭. ভাইরাসজনিত রোগ বলা হয় _?
উঃ এ্যাজমাকে।
২৮. প্লুরার বাইরের স্তরটিকে কী বলা হয় ?
উঃ প্যারাইটাল স্তর।
২৯. মানবদেহের জৈবিক প্রক্রিয়া কোনটি ?
উঃ রেচন।
৩০. নেফ্রন কিসের একক ?
উঃ বৃক্কের।
৩১. তড়িৎ বিভাজন তত্ত্বের প্রবক্তা প্রবক্তা কাকে বলা হয় ?
উঃ আরহেনিয়াস।
৩২. একটি জৈব সারের নাম __?
উঃ ইউরিয়া।
৩৩. একটি নিষ্ক্রিয় মৌলের নাম _?
উঃ ক্রিপটন।
৩৪. পৃথিবীর বৃষ্টির কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয় ?
উঃ মেরু অঞ্চলে।
৩৫. এসিড কত সালে প্রথম আবিষ্কার হয় ?
উঃ ১৯৮১ সালে।
৩৬. জীবাণু বিদ্যার জনক কাকে বলা হয় ?
উঃ লুইপাস্তুরকে।
৩৭. অ্যামিবার গমন অঙ্গের নাম কী ?
উঃ ক্ষণপদ।
৩৮. জলের সবচেয়ে হালকা ধাতুর নাম কী ?
উঃ সোডিয়াম।
৩৯. অক্সিজেন সিলিন্ডারে কী গ্যাস মেশানো হয়ে থাকে ?
উঃ হিলিয়াম।
৪০. মানবদেহে মোট হাড়ের সংখ্যা কত ?
উঃ ২০৬ টি।
৪১. মাইক্রো কথার অর্থ কী ?
উঃ অতি ক্ষুদ্র।
৪২. লোহিত রক্ত কণিকা কত দিন আয়ুষ্কাল থাকে ?
উঃ ৫ থেকে ৬ দিন।
৪৩. ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি ?
উত্তরঃ- অপ্সরা।
৪৪. মানুষের করোটির অস্থি সংখ্যা মোট কতগুলি ?
উঃ ২২ টি।
৪৫. এস এল পদ্ধতিতে বলের পরম একক কী ?
উঃ নিউটন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।