Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি citizenship in India || Constitution of India || citizenship in India || ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Constitution of India || citizenship in India || ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Constitution of India || citizenship in India || ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Constitution of India || citizenship in India || ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- ভারতে নাগরিকত্ব অর্জনের উপায় কী ?
উত্তর: 1। জন্মসূত্রে 2। উত্তরাধিকার সূত্রে। 3। রেজিস্ট্রিকরণের মাধ্যমে নাগরিকত্ব 4। দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্ব। 5। ভারত ভিত্তির মাধ্যমে নাগরিকত্ব।
- রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ
উত্তর: চীন, রাশিয়া, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র।
- রাষ্ট্র সংঘের সরকারী ভাষা – আরবী, চীনা, ইংরাজী, রুশ, ফরাসী, স্পেনীয়।
- রাষ্ট্র সংঘ গঠিত হয় – 1945 সালের 24 শে অক্টোবর।
- জম্মু ও কাশ্মীরের সংবিধান চালু হয় – 1957 সালের 26 শে জানুয়ারী।
- রাষ্ট্রহীন সমাজের প্রবক্তা – গান্ধীজী।
- হিন্দু স্বরাজ বইটির লেখক — গান্ধীজী।
- সরকারের নতুন আর্থিক বছর শুরু হয় ১ লা এপ্রিল।
- রাষ্ট্রপতি লােকসভায় 2 জন ভারতীয় নিয়ােগ করেন।
- মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সত্বা মুখ্যসচিব।
- অর্থবিল শুধুমাত্র লােকসভাতে উত্থাপন করা হয়।
12.মন্ত্রীসভায় তিন প্রকারের মন্ত্রী থাকেন।
- জিরাে আওয়ারে বিবিধ বিষয়ে আলােচনা করা হয়।
- অর্থবিল রাজ্যসভা সর্বাধিক 14 দিন আটকে রাখতে পারে।
- ভারতীয় গণপরিষদে মােট কমিটির সংখ্যা ছিল 22 টি।
- এখনও পর্যন্ত ভারতের সংবিধানের প্রস্তাবনা একবার সংশােধিত হয়েছে।
- প্রস্তাবনা সংবিধানের প্রথম অংশ যুক্ত।
- ভারতের সংবিধান এখনও পর্যন্ত 108 বার সংশােধন করা হয়েছে।
- ভারতে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় রাজস্থানে ( 1959 সালে )।
- নরেন্দ্র মােদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে ভুটান যান।
- ভারতের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট।
- লোকসভায় zero hour – এর স্থায়ীত্বকাল নেই।
- লােকসভায় Question hour – এর স্থায়ীত্ব ১ ঘন্টা।
- ভারতে রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারেন – যতবার খুশী।
- কোন দেশের সংবিধানকে ‘ আইনজীবিদের স্বর্গরাজ্য ’ বলা হয় – ভারত।
- বেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল – 1973।
- কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন – ঠাকুরদাস ভার্গব।
- ‘ Unto the last ‘ বইটির লেখক কে ? – জন রাসকিন।
- ভারতের সংবিধান সংশােধন পদ্ধতিটি যুক্ত হয় – 368 নং ধারায়।
- 19 নং ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলি বর্তমান সংখ্যা কত ? – 6।
- ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
- ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন।
- ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
- ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী।
- কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?
উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে।
- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি.আর.আম্বেদকর।
- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?
উত্তর:- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা ছিল ডঃ বি.আর.আম্বেদকর -এর।
- ভারতের জাতীয় সঙ্গীত কে রচন করেন ?
উত্তর:- ভারতের জাতীয় সঙ্গীত রচন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?
উত্তর:- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। ভারত এইদিন একটি প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে ঘোষিত হয়।
- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডঃ রাজেন্দ্রপ্রসাদ।
- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পন্ডিত জওহরলাল নেহরু।
- কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ?
উত্তর:- ১৮ বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন।
- রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন।
- লর্ড মাউন্টব্যাটেনেরপর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ?
উত্তর:- লর্ড মাউন্টব্যাটেনেরপর চক্রবর্তী রাজাগোপাল আচারী ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন।
- ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন।
- ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
- ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী।
- কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?
উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে।
- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি.আর.আম্বেদকর।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।