Chola Dynasty Question Answer in Bengali || চোল বংশ প্রশ্নোত্তর ইতিহাস

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Chola Dynasty Question Answer in Bengali || চোল বংশ প্রশ্নোত্তর ইতিহাস. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Chola Dynasty Question Answer in Bengali || চোল বংশ প্রশ্নোত্তর ইতিহাস ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Chola Dynasty Question Answer in Bengali || চোল বংশ প্রশ্নোত্তর ইতিহাস || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Chola Dynasty Question Answer in Bengali || চোল বংশ প্রশ্নোত্তর ইতিহাস

১. চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন?

উত্তরঃ কারিকল

২. চোল বংশের শ্রেষ্ঠ বা শক্তিশালী রাজা কে ছিলেন?

উত্তরঃ রাজেন্দ্র চোল

৩. চোল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তরঃ বিজয়ালয় চোল

৪. তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের মন্দির কে নির্মাণ করেন?

উত্তরঃ রাজরাজ চোল

৫. গঙ্গাইকোন্ড চোল কোন চোল রাজার উপাধি ছিল?

উত্তরঃ রাজেন্দ্র চোলের

৬. চোল বংশের শেষ শক্তিশালী রাজার নাম কি?

উত্তরঃ কুলোতুঙ্গ

৭. কোন চোল রাজা সর্বপ্রথম মালদ্বীপ দখল করেছিলেন?

উত্তরঃ রাজরাজ চোল

৮. দক্ষিণ ভারতের কোন রাজবংশ নৌশক্তির জন্য বিখ্যাত ছিল?

উত্তরঃ চোল বংশ

৯. শেষ চোল শাসক কে ছিলেন?

উত্তরঃ তৃতীয় রাজেন্দ্র চোল

১০. তাঞ্জোর লিপিতে কোন রাজার সামরিক কৃতিত্ব বর্ণিত আছে?

উত্তরঃ রাজরাজ চোল এর

১১. চোল শাসকের মধ্যে কে বঙ্গোপসাগরকে চোল হ্রদে রূপান্তর করেছিলেন?

উত্তরঃ রাজেন্দ্র চোল

🔶 অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল ?

উত্তরঃ- প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৮ খ্রিস্টাব্দের ১১ ই নভেম্বর শেষ হয়েছিল।

  1. প্যারিসের শান্তি সম্মেলন কবে আহূত হয় ?

উত্তরঃ- প্যারিসের শাস্তি সম্মেলন ১৯১৯ খ্রিস্টাব্দে আহুত হয়।

  1. প্যারিসের শান্তি সম্মেলনে কয়টি দেশ অংশ নিয়েছিল ?

উত্তরঃ- প্যারিসের শান্তি সম্মেলনে ৩২ টি দেশ অংশ নিয়েছিল।

  1. প্যারিসের শান্তি সম্মেলনে সভাপতিত্ব কে করেছিলেন ?

উত্তরঃ- প্যারিসের শান্তি সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্লেমেসোঁ।

  1. প্যারিসের শান্তি সম্মেলনে কয়টি সন্ধি স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয় ?

উত্তরঃ- প্যারিসের শান্তি সম্মেলনে পাঁচটি সন্ধি স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়।

  1. ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তরঃ- ভার্সাই সন্ধি ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ শে জুন স্বাক্ষরিত হয়।

  1. ভার্সাই সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ- ভার্সাই সন্ধি মিত্রপক্ষের সঙ্গে জার্মানির স্বাক্ষরিত হয়েছিল।

  1. সেন্ট জার্মেইন এন লাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তরঃ- সেন্ট জার্মেইন এন লাইয়ের সন্ধি ১৯১৯ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত হয়।

  1. সেন্ট জার্মেইন এন লাইয়ের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

উত্তরঃ- সেন্ট জার্মেইন এন লাইয়ের সন্ধি মিত্রপক্ষ ও অস্ট্রিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

  1. নিউলির সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ- নিউলির সন্ধি ১৯১৯ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে স্বাক্ষরিত হয়েছিল।

  1. ট্রিয়াননের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ- ট্রিয়াননের সন্ধি ১৯২০ খ্রিস্টাব্দের জুন মাসে স্বাক্ষরিত হয়েছিল।

  1. সেভরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ- সেভরের সন্ধি ১৯২০ খ্রিস্টাব্দের ১০ ই আগস্ট স্বাক্ষরিত হয়েছিল।

  1. সেভরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ- সেভরের সন্ধি তুরস্ক ও মিত্রপক্ষের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

  1. লুসানের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ- লুসানের সন্ধি ১৯২৩ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল।

  1. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- জাতিসংঘ ১৯১৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

  1. জাতিসংঘের প্রথম অধিবেশনে কয়টি রাষ্ট্র যোগ দিয়েছিল ?

উত্তরঃ- জাতিসংঘের প্রথম অধিবেশনে ৪২ টি রাষ্ট্র যোগ দিয়েছিল।

  1. জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় স্থাপিত হয় ?

উত্তরঃ- জাতিসংঘের প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভা শহরে স্থাপিত হয়।

  1. কামাল পাশা কে ছিলেন ?

উত্তরঃ- কামাল পাশা ছিলেন তুরস্কের প্রখ্যাত জননেতা।

  1. কবে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে ঐক্য স্থাপিত হয় ?

উত্তরঃ- ১৯১৬ খ্রিস্টাব্দে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে ঐক্য স্থাপিত হয়।

  1. ‘লখনউ চুক্তি’ কবে স্বাক্ষরিত হয় ?

উত্তরঃ- ‘লখনউ চুক্তি’ ১৯১৬ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।

  1. ‘লখনউ চুক্তি’ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ- ‘লখনউ চুক্তি’ জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

  1. ‘হোমরুল ফর ইন্ডিয়া লিগ’ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- ‘হোমরুল ফর ইন্ডিয়া লিগ’ বালগঙ্গাধর তিলক প্রতিষ্ঠা করেন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।