চোল সাম্রাজ্যের প্রশ্ন উত্তর | Chola Dynasties Questions Answer
1. চোল রাজ্যের প্রথম রাজা কে ছিলেন?
উত্তর:- কারিকল
2. চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- বিজয়ালয়
3. বিজয়ালয় কোন রাজাদের সামন্ত ছিলেন?
উত্তর:- পল্লব রাজা
4. চোলদের প্রথম রাজধানী কী ছিল?
উত্তর:- তাঞ্জোর
5. ‘মাদুরাইকোন্ড’ উপাধি গ্রহণ করেছিলেন কে?
উত্তর:- প্রথম পরান্তক
6. ‘আরুমোলিবর্মণ’ নামে কোন চোল রাজা পরিচিত ছিলেন?
উত্তর:- প্রথম রাজরাজ
7. তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেছিলেন?
উত্তর:- প্রথম রাজরাজ
8. চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কী?
উত্তর:- প্রথম রাজেন্দ্র চোল
9. প্রাচীন ভারতের কোন রাজা শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে নৌ অভিযান করেছিলেন?
উত্তর:- প্রথম রাজেন্দ্র চোল
10. কোন চোল রাজা ‘গঙ্গইকোন্দ’ নামে পরিচিত ছিল?
উত্তর:- প্রথম রাজেন্দ্র চোল।