Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Child Education and Child Psychology Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Child Education and Child Psychology Questions Answers PDF।
PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন
শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Child Education and Child Psychology Questions Answers PDF
কিছু নমুনা প্রশ্নোত্তর ::
1. দুটি ছাত্রের মানসিক বয়স সমান হলে, এ থেকে আমরা কি বলতে পারি?
(a) স্কুলে সাফল্যের সমান যােগ্যতা তাদের মধ্যে আছে
(b) তাদের বৌদ্ধিক পরিমাপ সমান মানের
(c) তাদের আগ্রহের বিষয়গুলি একই রকমের
(d) তাদের শেখার ক্ষমতা ভিন্নপ্রকার হয়।
উত্তর:- (a) স্কুলে সাফল্যের সমান যােগ্যতা তাদের মধ্যে আছে
2. শিক্ষকদের সম্পদশালী (রিসাের্সফুল) হতে হবে – একথার অর্থ লেখো :
(a) একথার অর্থ হলো তার যথেষ্ট অর্থ ও সম্পত্তি থাকতে হবে যাতে তাকে টিউশন করতে না হয়
(b) একথার অর্থ হলো ক্ষমতার সর্বোচ্চ স্তরে তার যােগাযােগ থাকতে হবে যাতে কেউ তার ক্ষতি করতে না পারে
(c) একথার অর্থ হলো তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে যাতে তিনি ছাত্রদের সমস্যা সমাধান করতে পারেন
(d) একথার অর্থ হলো ছাত্রদের মধ্যে তার যথেষ্ট প্রভাব থাকতে হবে যাতে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা না নিতে পারে
উত্তর:- (c) একথার অর্থ হলো তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে যাতে তিনি ছাত্রদের সমস্যা সমাধান করতে পারেন
- বিশেষ শিক্ষা (স্পেশ্যাল এডুকেশন) কিসের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে ?
(a) বয়স্কশিক্ষা প্রকল্পের সঙ্গে
(b) অক্ষমদের জন্য শিক্ষা প্রকল্পের সঙ্গে
(c) প্রতিভাবান ছাত্রদের জন্য শিক্ষা প্রকল্পের সঙ্গে
(d) শিক্ষক শিক্ষণ প্রকল্পের সঙ্গে
উত্তর:- (b) অক্ষমদের জন্য শিক্ষা প্রকল্পের সঙ্গে
4.আচরণের তত্ত্ব (বিহেভিয়ার থিওরি)-এর অন্যতম ও গুরুত্বপূর্ণ বিষয় কী তা লেখো :
(a) বিকাশের বিষয়টি বুঝতে জ্ঞান বা ধারণা সংক্রান্ত পদ্ধতি (কগনিটিভ প্রসেস) অপ্রাসঙ্গিক
(b) পরিবেশগত উদ্দীপক এবং শিশুর আচরণের আন্তঃসম্পর্কের ওপর জোর দেওয়া দরকার
(c) শিশুর আচরণকে পরিশীলিত করার ওপর জোর দেওয়া দরকার
(d) পরিবেশ এবং উদ্দীপকের মধ্যে মধ্যস্থ হিসেবে তথ্য ব্যবহারের ওপর জোর দেওয়া দরকার
উত্তর:- (b) পরিবেশগত উদ্দীপক এবং শিশুর আচরণের আন্তঃসম্পর্কের ওপর জোর দেওয়া দরকার
- একজন ছাত্র দুর্ব্যবহার প্রদর্শন করছে এবং শিক্ষক তাকে প্রতিবারে শাস্তি দিচ্ছেন। শিক্ষক অনুসরণ করছেন নিম্নলিখিত কোনটি?
(a) শাস্তিমূলক প্রতিদান
(b) দৈহিক শাস্তি প্রদান
(c) নেতিবাচক পুনঃসংযােগ (নেগেটিভ রিইনফোর্সমেন্ট)
(d) তীব্র বক্রোক্তি (সারকাজম)
উত্তর:- (c) নেতিবাচক পুনঃসংযােগ (নেগেটিভ রিইনফোর্সমেন্ট)
6.মানসিকভাবে পিছিয়ে পড়া দুটি ছাত্রকে যদি আপনার ক্লাসে নিতে বলা হয়, আপনি কী করবেন?
(a) ছাত্র হিসেবে তাদের গ্রহণ করতে অস্বীকার করবেন
(b) শুধুমাত্র মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য নির্দিষ্ট ক্লাসে তাদের অন্তর্ভুক্তির ব্যবস্থা করতে প্রধান শিক্ষককে বলবেন
(c) নিজের ক্লাসে তাদের অন্তর্ভুক্ত করে শিক্ষাদানের জন্য মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের পড়ানাের পদ্ধতি শিখে নেবেন
(d) এগুলির কোনওটিই করবেন না
উত্তর:- (c) নিজের ক্লাসে তাদের অন্তর্ভুক্ত করে শিক্ষাদানের জন্য মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের পড়ানাের পদ্ধতি শিখে নেবেন
7.ভিন্ন জাতির শিশুদের প্রতি একজন ছাত্রের আচরণ কিসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে?
(a) ছাত্রের পিতামাতার আচরণের ওপর ভিত্তি করে।
(b) ছাত্রের সহপাঠীদের আচরণের ভিত্তিতে
(c) টেলিভিশনের প্রভাবে
(d) ছাত্রের আত্মীয়দের আচরণের ভিত্তিতে
উত্তর:- (a) ছাত্রের পিতামাতার আচরণের ওপর ভিত্তি করে।
- নীচের কোনটি একজন শিক্ষার্থীর ভীতি সম্পর্কে প্রযােজ্য হতে পারে না :
(a) শৈশবের আবেগজনিত অভিজ্ঞতার ফলে ভীতি তৈরি হতে পারে
(b) জন্ম থেকেই শিশুর মধ্যে বহির্জগৎ সম্পর্কে ভীতি সঞ্চারিত হতে পারে
(c) শিক্ষার্থী ভীতির বহিঃপ্রকাশ এড়াতে চাইলেও পারে না
(d) ভয়ের অনুভূতির বিপরীতে বিপদজনক কাজেও শিক্ষার্থী প্রবৃত্ত।
উত্তর:- (b) জন্ম থেকেই শিশুর মধ্যে বহির্জগৎ সম্পর্কে ভীতি সঞ্চারিত হয়
11.নীচের কোনটি সহজাত প্রতিভাসম্পন্ন শিশুর বৈশিষ্ট্য হতে পারে না :
(a) সময় সম্বন্ধে শৈশবেই ধারণা অর্জন করা
(b) অভিধান ও জ্ঞানকোষ সম্বন্ধে আগ্রহ থাকা
(c) সহপাঠীদের সঙ্গে সহজ সম্পর্কের অভাব
(d) বহুবিধ ঘটনা মনে রাখার ক্ষমতা।
উত্তর:- (c) সহপাঠীদের সঙ্গে সহজ সম্পর্কের অভাব
- একজন ছাত্র আপনার স্কুলে ভর্তি হল যে সাংস্কৃতিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে আসছে। আপনি সেক্ষেত্রে কী করবেন?
(a) এমন ক্লাসে তাকে রাখবেন যেখানে সাংস্কৃতিকভাবে পিছিয়ে থাকা ছাত্ররা আছে
(b) ছাত্রটির সাংস্কৃতিক পরিমণ্ডল কেমন তা খতিয়ে দেখতে উদ্যোগি হবেন
(c) তাকে আর পাঁচজনের সঙ্গে সাধারণ ক্লাসে রেখেই তার জন্য বিশেষ ব্যবস্থা নেবেন
(d) তাকে বৃত্তিমূলক শিক্ষা নিতে উৎসাহ দেবেন।
উত্তর:- (c) তাকে আর পাঁচজনের সঙ্গে সাধারণ ক্লাসে রেখেই তার জন্য বিশেষ ব্যবস্থা নেবেন
- বাস্তুতন্ত্রের তত্ত্ব ব্যাখ্যা করতে পারে কোনটি :
(a) বিকাশের ওপর পরিবেশের যথেষ্ট প্রভাব
(b) বিকাশের ওপর জৈবনিক (বায়ােলজিক্যাল) প্রভাব
(c) জ্ঞানের বিকাশ
(d) বিকাশের আবেগ সংক্রান্ত পদ্ধতি
উত্তর:- (a) বিকাশের ওপর পরিবেশের যথেষ্ট প্রভাব
- পরিবেশের প্রতি শিশুর সংবেদনশীলতায় জিনগত বৈশিষ্ট্যের প্রভাব হল :
(a) ক্যানালাইজেশন
(b) ডিসকন্টিনিউটি
(c) ডিফারেনশিয়েশন
(d) রেঞ্জ অব রিঅ্যাকশন
উত্তর:- (d) রেঞ্জ অব রিঅ্যাকশন
- একটি ছাত্র ভালাে গল্প বলতে পারে। এ থেকে কী বোঝা যায় :
(a) তার মুখস্ত করার ক্ষমতা খুবই ভালাে
(b) ছাত্রটির এখন চিন্তা ও উপস্থাপনের দক্ষতা আছে
(c) ছাত্রটি ভাবুক প্রকৃতির
(d) তার চিন্তাভাবনায় কল্পনার আধিক্য আছে।
উত্তর:- (b) তার এখন চিন্তা ও উপস্থাপনের দক্ষতা আছে
- জোনস অব প্রক্সিম্যাল ডেভেলপমেন্ট ধারণাটির প্রবক্তা হলেন :
(a) স্টেইনার
(b) পিঁয়াজে
(c) পাভলভ
(d) ভাইগৎস্কি
উত্তর:- (d) ভাইগৎস্কি
- “একটি শিশুর মন একটি সাদা পাতার (ট্যাবুলা রাসা) মতাে” –কথাটি কে বলেছিলেন :
(a) জন লক
(b) রুশাে
(c) ভলতেয়ার
(d) সাত্র।
উত্তর:- (a) জন লক
18. “একজন শিক্ষক জগৎ সম্পর্কে তার ভেতরে প্রতিদিন যেসব অনুভূতিকে গ্রহণ করেন সেগুলিই তার ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত হয়।” এই কথাটি কে বলেছেন :
(a) রুডল স্টেইনার
(b) পিয়ের বােভে
(c) জুড়ি ডান
(d) সুশান আইজ্যাকস
উত্তর:- (a) রুডল স্টেইনার
সম্পূর্ণ PDF টি ডাউনলোড করার জন্য নীচের দেওয়া লিংকে ক্লিক করুন
Click Here To Download Full PDF
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।