Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা নিয়ে এসেছি ভৌতবিজ্ঞান প্রশ্ন উওর pdf || Chemistry Questions pdf . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভৌতবিজ্ঞান প্রশ্ন উওর pdf || Chemistry Questions pdf ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ভৌতবিজ্ঞান প্রশ্ন উওর pdf || Chemistry Questions pdf || টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
ভৌতবিজ্ঞান প্রশ্ন উওর pdf || Chemistry Questions pdf
❏ কখন কখন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় কেন ?
➨ পৃথিবীর প্রায় সমস্ত রাষ্ট্রেই জাতীয় শােকের সময় সেই দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ব্যবস্থা করা হয়। এই ব্যবস্থার মাধ্যমে কারও মৃত্যুতে শােক জ্ঞাপন করা হয়।
❏ আধুনিক ইজরায়েল রাজ্যের প্রতিষ্ঠা হয় কেন ?
➨ 3.2 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাত্সী জার্মানী জার্মান ও ইউরােপীয় বিজিত সমস্ত দেশে ইহুদী বংশের মানুষের। উপর নিদারুণ নির্যাতন চালায়। কনসেনট্রেসান ক্যাম্প বা মৃত্যু শিবিরে নির্মমভাবে প্রায় ষাটলক্ষ ইহুদীকে বর্বর নাৎসীরা হত্যা করে। ইহুদীরা যুদ্ধশেষে তাদের আদি জন্মভূমি জেরুজালেম এলাকায় ইহুদী রাজ্য স্থাপনের দাবী জানায়। রাষ্ট্রসংঘের ব্যবস্থায় ১৯৪৮ সালে তাই নতুন ইহুদী রাষ্ট্র ইজরায়েলের জন্ম হয়।
❏ সুয়েজখাল কাটা হয় কেন ?
➨ সুয়েজখাল কাটা হয় ইউরােপ থেকে এশিয়ার বা ভারতের কোন বন্দরে আসার সময় ও দূরত্ব সংক্ষেপ করার জন্য। এই খাল লােহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে। এই খাল কাটার ফলে ইংল্যান্ড থেকে বােম্বাই বন্দরের দূরত্ব কমে গেছে প্রায় ৮ হাজার কিলােমিটার।
❏ বর্ষাকালে কাঠের জানালা দরজা আঁট হয়ে যায় কেন ?
➨ বর্ষাকালে অনেক সময় কাঠের জানলা বা দরজা শক্ত বা আঁট হয়ে যায় কারণ কাঠ বাতাসের জলীয় বাষ্প টেনে নিয়ে আয়তনে বেড়ে যায়। দরজা বা জানলার কাঠে যে। ছিদ্র থাকে জলীয় বাষ্প সেখানেই শােষিত হয়ে কাঠ আয়তনে বেড়ে যায়।
❏ কোন কোন অঞ্চলে মাটির রঙ লাল হয় কেন ?
➨ কোন কোন অঞ্চলে মাটির রঙ লাল হয় কারণ এই মাটিতে প্রচুর পরিমাণে লােহা মিশ্রিত থাকে বলে। লােহা মৌল হিসেবে থাকে না, থাকে লােহার অক্সাইড হিসেবে। এই অক্সাইড সাধারণতঃ লাল ফেরিক অক্সাইড।
❏ মােগল সম্রাট আকবরকে শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কেন ?
➨ মােগল সম্রাট আকবরকে পৃথিবীর একজন শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কারণ আকবর হিন্দু-মুসলিম সকলের কাছেই প্রিয় ছিলেন। জনহিতকর কাজের মাধ্যমে তিনি। প্রচুর সুনাম অর্জন করেছিলেন। এই সব কাজের ফলেই তাকে একজন জনপ্রিয় ও শ্রেষ্ঠ সম্রাট বলা হয়।
❏ পাখি গাছের ডালে বসে ঘুমােলেও পড়ে যায় না কেন ?
➨ পাখি গাছের ডালে বসে ঘুমিয়ে থাকলেও পড়ে যায় কারণ পাখির পায়ের মাংসপেশী বিশেষভাবে তৈরি। বসে থাকার সময় মাংসপেশীর টানে পাখির আঙুল জুড়ে যায়। নিজে থেকে না খুললে তা খােলে না, শিকলের মতই তা গাছের ডালে আঁকড়ে থাকে।
❏ কিছু কিছু প্রাণী ও উদ্ভিদ লুপ্ত হয়ে গেছে বা যাচ্ছে কেন ?
➨ পৃথিবীর বহু দেশেই নানা ধরনের প্রাণী আর উদ্ভিদ ক্রমে ক্রমে লুপ্ত হয়ে গেছে বা লুপ্ত হওয়ার পথে। মানুষের অপরিসীম লােভ আর নির্মমতাই এর কারণ। এই ভাবেই একদিন লােপ পেয়েছে ডােডাে পাখি, প্যাসেঞ্জার পায়রা, পাহাড়ি চিতা ইত্যাদি। এছাড়া লােপ পেয়েছে বহু রকম গাছ। অরণ্য নিধনই এ জন্য দায়ী। এই ভাবেই বিপজ্জনক স্তরে পৌঁছেছে বাঘ, সিংহ, কুমীর, বুনাে গাধা, গণ্ডার ইত্যাদি। সুখের ও আশার কথা এদের রক্ষার জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।
❏ মানুষ বেঁটে বা লম্বা হয় কেন ?
➨ মানুষের মস্তিষ্কের ঠিক নিচে থাকে পিটুইটারী গ্রন্থি। এ থেকে নির্গত হরমােন বা একধরনের রস শরীরের হাড়ের পুষ্টি সাধন করে। পিটুইটারী গ্রন্থি কোন কারণে দুর্বল হয়ে নিজের কাজ যদি ঠিকমত না করতে পারে, তাহলে মানুষ এর ফলে বেঁটে হয়। আবার পিটুইটারী গ্রন্থির কাজ বেশি হলে মানুষ লম্বা হয়।
❏ অরােরা বা মেরুজ্যোতি দেখা যায় কেন ?
➨ উত্তর মেরু ও দক্ষিণ মেরু হল পৃথিবীর দুটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র। ওই দুই জায়গায় আলােকের ইলেকট্রন ও প্রােটন কণা প্রবলভাবে আকর্ষিত হতে থাকে। ওই কণাগুলি যথাক্রমে অক্সিজেন নাইট্রোজেনের সংঘাতে লাল ও সবুজ রঙের আলাে বিকিরণ করতে থাকে। এই আলােকছটাকে অরােরা বা মেরুজ্যোতি বলা হয়।
❏ বিদ্যুৎপূর্ণ তার স্পর্শ করলে শক লাগে কেন ?
➨ বিদ্যুৎ একটি শক্তি। মানুষের দেহ বিদ্যুৎ পরিবাহী। বিদ্যুৎ সাধারণতঃ পরিবাহী বস্তুর মধ্য দিয়ে মাটিতে প্রবেশ করতে চায়। ফলে বিদ্যুৎ পরিবাহিত হয়ে চলেছে এমন তারে হাত দিলে মানুষের শরীরের মধ্য দিয়ে বিদ্যুৎ মাটিতে প্রবেশ করে ও শক লাগে। রবারের বা শুষ্ক কাঠের মত কিছুতে দাঁড়িয়ে বা রবারের দস্তানা হাতে বিদ্যুৎ স্পর্শ করলে শক লাগে না।
❏ জিরাফ কোন শব্দ করতে পারে না কেন ?
➨ জিরাফই একমাত্র প্রাণী যে শব্দ করতে পারে না। জিরাফ কোন শব্দ করতে পারে না কারণ জিরাফের গলায় শব্দ উৎপাদনে সক্ষম ‘ ভভাকাল কর্ড ’ নেই।
❏ পৃথিবী ছাড়া অন্য গ্রহে প্রাণের সম্ভাবনা নেই বলে কেন ?
➨ জীবনের সৃষ্টি ও স্থায়িত্বের জন্য প্রয়ােজন জীবনদায়ী অক্সিজেন ও জল। বৈজ্ঞানিকরা নানা তথ্যের সাহায্যে জানতে পেরেছেন পৃথিবী ছাড়া কোন গ্রহে এই জীবনদায়ী অক্সিজেন ও জল থাকার সম্ভাবনা নেই। এই কারণেই বলা হয় অন্য গ্রহের প্রাণের কোন অস্তিত্ব নেই ও থাকার সম্ভাবনাও নেই। যেমন চাঁদেও তা নেই।
❏ শনিগ্রহে বলয় আছে কেন ?
➨ অনেক বিজ্ঞানীর ধারণা শনির কোন উপগ্রহ ভেঙে টুকরাে হয়ে যাওয়ায় তা শনির প্রচণ্ড আকর্ষণী শক্তির ফলে শনি গ্রহের চারপাশে বলয়ের আকারে ঘুরে চলেছে। অন্যরা বলেন শনির উপর ছড়িয়ে ছিল প্রচুর গ্যাস বা ধূলি ও বস্তুকণা। সেইগুলিই বলয়ের আকারে শনির চারপাশে ঘুরছে। বর্তমানে জানা গেছে অন্য কিছু গ্রহেরও বলয় আছে যেমন বৃহস্পতি।
❏ সূর্য ওঠার বা অস্ত যাওয়ার সময় লাল দেখায় কেন ?
➨ সূর্যের আলাে একরঙা নয়, রামধনুর সবকটি রঙের আলাে তাতে ভিন্ন ভিন্ন পরিমাণে মিশে থাকে। সূর্যের আলাে এ ছাড়াও আমাদের কাছে আসে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে। এই বায়ুমণ্ডল আলাে আসার পথে বেশ বাধার সৃষ্টি করে। আবার সে বাধা সব রঙের ক্ষেত্রে এক রকম নয়। বাধাটা লাল রঙের বেলায় সবচেয়ে কম। সূর্য থেকে আসা ভিন্ন ভিন্ন রঙের আলাে ভিন্ন অনুপাতে মিশে নানা বাধা কাটিয়ে যে রূপ পায় তা অনেকটা হলুদ রঙের। স্বাভাবিকভাবেই বায়ুমণ্ডলের গভীরতা সব সময় সমান থাকে না তাই ঊষা বা গােধূলির সময় সূর্যকে অন্য রঙেরই দেখানাে স্বাভাবিক। লাল রঙের বেলায় বাধা সবচেয়ে কম বলে সূর্যকে লাল দেখায়।
❏ গাছের পাতা সবুজ কেন ?
➨ গাছের পাতা সবুজ ক্লোরােফিল নামে একটি সবুজ রঙ উৎপাদনকারী পিগমেন্ট থাকার জন্য। গাছ সাধারণভাবে সালােকসংশ্লেষের। মাধ্যমে খাদ্য সালােকসংশ্লেষের মাধ্যমে গাছ মাটি থেকে জল, লবণ আর বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড় গ্রহণ করে কার্বােহাইড্রেট ইত্যাদি তৈরি করে। ক্লোরােফিল থাকে মেসােফিল নামে কোষের স্তরে ক্লোরােপ্লাস্টের মধ্যে।
❏ কেউ চলন্ত বাস বা ট্রাম থেকে উল্টো মুখে নামলে পড়ে যায় কেন ?
➨ চলন্ত বাস বা ট্রাম থেকে উল্টো মুখে নামলে পড়ে যেতে হয় কারণ যখন আমরা গাড়ির মধ্যে থাকি তখন গতিজাড্যের ফলে আমাদের গতির অভিমুখ থাকে গাড়ির গতিমুখের দিকেই। উল্টো ভাবে নামলে সেই গতিজাড্যের ফলে অভিমুখ বদলে যায় আর গাড়ির গতিমুখেই আমাদের শরীরও এগিয়ে যায় ফলে পড়ে যেতে হয়।
❏ পূর্ব দিকে গেলে একদিন নষ্ট হয়, আর পশ্চিমে গেলে একদিন লাভ হয় কেন ?
➨ লন্ডন শহরের কাছে গ্রীনিচ শহরকে শূন্য ডিগ্রী দ্রাঘিমা ধরলে প্রতি ১ ডিগ্রী অন্তর সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। তাই কোন লােক যদি একই সময়ে জাহাজে করে পূর্ব আর পশ্চিম দিকে যায় তাহলে দুজনে ১৮০ ডিগ্রী দ্রাঘিমা রেখায় মিলিত হলে পূর্বগামী ব্যক্তি ১৮০x৪ মিনিট ১২ ঘণ্টা এগিয়ে থাকবে আর পশ্চিমগামী ব্যক্তি ১২ ঘণ্টা পিছিয়ে থাকবে।
- কে সর্বপ্রথম প্রমাণ করেন যে জৈব যৌগের প্রধান উপাদান কার্বন?
উত্তর: বিজ্ঞানী ল্যাভয়সিয়ে 1784 খ্রিস্টাব্দে প্রমাণ করেন।
- পরীক্ষাগারে সর্বপ্রথম কে , কোন জৈব পদার্থ প্রস্তুত করেন?
উত্তর: বিজ্ঞানী ভোল্হার অ্যামোনিয়া সায়ানেট থেকে পরীক্ষাগারে সর্বপ্রথম ইউরিয়া প্রস্তুত করেন।
- কোন বিজ্ঞানী সর্বপ্রথম পরীক্ষাগারে অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত করে দেখান?
উত্তর: বিজ্ঞানী কোলবে।
- জৈব যৌগ কি ?
উত্তর: কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট ও বাই কার্বনেট, ধাতব সায়ানাইড ও হাইড্রোজেন সায়ানাইড বাদে কার্বন দ্বারা গঠিত যে যৌগ গুলির মধ্যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম , সমাবয়বতা প্রভৃতি বৈশিষ্ট্য গুলি থাকে তাদের জৈব যৌগ বলে।
- জৈব রসায়ন কাকে বলে?
উত্তর: রসায়ন বিজ্ঞানের যে শাখায় জৈব যৌগ ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে।
- অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে?
উত্তর: যেসব হাইড্রোকার্বন যৌগের অণুতে কমপক্ষে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে।
- অসম্পৃক্ত হাইড্রোকার্বন কয় প্রকার ও কি কি?
উত্তর: অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই প্রকার। যথা: অ্যালকিন ও অ্যালকাইন।
- অ্যালকিন কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: দ্বিবন্ধন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন কে অ্যালকিন বলে। যেমন ইথিলিন ( C2H4)
- অ্যালকেনের সাধারণ সংকেত কি?
উত্তর: CnH2n
- অ্যালকাইন কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: ত্রিবন্ধন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন কে অ্যালকাইন বলে। যেমন : অ্যাসিটিলিন ( C2H2)
- অ্যালকাইনের সাধারণ সংকেত কি?
উত্তর: অ্যালকাইনের সাধারণ সংকেত হলো C2H2
- হাইড্রোকার্বন মূলক কাকে বলে?
উত্তর: হাইড্রোকার্বন থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে কার্বন এবং হাইড্রোজেন ঘটিত যে পরমাণু জোট পাওয়া যায় যা রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত অপরিবর্তিত থাকে তাকে হাইড্রোকার্বন মূলক বা জৈব মূলক বলে। যেমন মিথেন (CH4) থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে মিথাইল ( -CH3) উৎপন্ন হয়।
- কার্যকরী মূলক কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যেসব সক্রিয় পরমাণু পরমানু পুঞ্জো জৈব যৌগের গঠন এ উপস্থিত থেকে তাদের প্রকৃতি, ধর্ম এবং রাসায়নিক বিশিষ্টতা নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ বলে। যেমন – হাইড্রোক্সিল ( -OH) , কার্বক্সিল ( -COOH)
- ফেনলে উপস্থিত কার্যকরী মূলকের নাম ও সংকেত লেখ।
উত্তর: হাইড্রোক্সিল ( -OH)
- অ্যাসিটিক অ্যাসিডে উপস্থিত কার্যকরী মূলকের নাম ও সংকেত লেখ।
উত্তর: কার্বক্সিল ( -COOH)
- অ্যাসিটোন উপস্থিত কার্যকরী মূলকের নাম ও সংকেত লেখ।
উত্তর: কিটো ( -CO)
- সমাবয়বতা কাকে বলে? সমাবয়বতা কয় প্রকার ও কি কি?
উত্তর: একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন আণবিক গঠন ও ধর্ম বিশিষ্ট যৌগ গুলিকে সমবয়বী যৌগ বলে এবং এই ঘটনাকে সমবায়তা বলে।
সমাবয়বতা দুই প্রকার। যথা: গঠনমূলক সমাবয়বতা ও ত্রিমাত্রিক সমাবয়বতা।
- গঠনমূলক সমবায়তা কাকে বলে? একটি উদাহরণ দাও।
উত্তর: জৈব যৌগের পরমাণুগুলির আণবিক গঠন এর ভিন্নতার জন্য যে সমবয়বতার সৃষ্টি হয় তাকে গঠনমূলক সমবয়বতা বলে। CH3CH2OH এবং CH3-O-CH3 যৌগ দুটির আণবিক সংকেত একই কিন্তু কার্যকরী মূলক ভিন্ন হওয়ায় সমবয়বতা সৃষ্টি হয়েছে।
- কার্যকরী মূলক ঘটিত সমবয়বগুলির রাসায়নিক ধর্ম ভিন্ন হয় কেন?
উওর: সমবায় গুলির আণবিক সংকেত এক হলেও তাদের গঠন সংকেত আলাদা হওয়ায় তাদের রাসায়নিক ধর্ম আলাদা হয়। যেমন অ্যালকোহল এর তুলনায় ইথার নিষ্ক্রিয় পদার্থ।
- নিচের কোনটি আলাদা: মিথেন ,প্রোপেন, ইথানল, বিউটেন?
উত্তর: ইথানল । ( কারণ বাকি সবগুলো অ্যালকেন সমগনীয় শ্রেণীর অন্তর্গত)
- IUPAC এর সম্পূর্ণ কথা কি?
উত্তর: ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি।
- ফল পাকাতে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়?
উত্তর: ইথিলিন ( C2H4)
- কার্বাইড বাতিতে কোন গ্যাস জ্বালানি রূপে ব্যবহার করা হয়?
উত্তর: অ্যাসিটিলিন গ্যাস ( C2H2)
- এলপিজি (LPG) এর প্রধান উপাদান কি?
উত্তর: এলপিজি (LPG) এর প্রধান উপাদান হলো বিউটেন।
- সিএনজি (CNG) এর প্রধান উপাদান কি?
উত্তর: সিএনজি (CNG) এর প্রধান উপাদান হলো মিথেন।
- ইথিলেনে সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়ায় কি ঘটে বিক্রিয়াসহ দেখাও
উত্তর: 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল চূর্নের ওপর দিয়ে ইথিলিন ও হাইড্রোজেন এর মিশ্রণ চালনা করলে ইথেন উৎপন্ন হয়।
H2C=CH2 + H2 → H3C-CH3 ( ইথেন )
( শর্তঃ – Ni অনুঘটক / 250°C তাপমাত্রা )
- ইথিলিনের পলিমার এর নাম কি?
উত্তর: পলিথিন
- ব্রোমিন এর সঙ্গে ইথিলিনের যুত বিক্রিয়ায় কি ঘটে বিক্রিয়াসহ লেখ।
উত্তর: ক্লোরোফর্মের রবিনকে দ্রবীভূত করে তার মধ্য দিয়ে ইথিলিন গ্যাস চালনা করলে বর্ণহীন ইথিলিন ডাই ব্রোমাইড উৎপন্ন হয়।
H2C=CH2 +Br2 → BrH2C + CH2Br ( ইথিলিন ডাই ব্রোমাইড)
- একটি জৈব যৌগের নাম লেখ যা গ্যাসীয় হলেও তার পলিমার কঠিন পদার্থ।
উত্তর: ইথিলিন গ্যাসীয় পদার্থ কিন্তু পলিথিন কঠিন পদার্থ।
- ব্রোমিন এর সঙ্গে অ্যাসিটিলিন এর যুত বিক্রিয়ায় কি ঘটে বিক্রিয়াসহ লেখ।
অথবা, কিভাবে প্রমান করবে অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত যৌগ?
উত্তর: ব্রোমিন এর সঙ্গে অ্যাসিটিলিন এর বিক্রিয়ায় প্রথমে বর্ণহীন ডাইক্লোরো মিথেন উৎপন্ন হয় ডাইব্রোমো ইথিলিন উৎপন্ন হয়। এই বিক্রিয়া প্রমাণ করে যে অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত যৌগ।
- নিচের কোনটি সংশ্লেষিত পলিমার নয়?
উত্তর: পলিথিন, PVC, টেরিলিন, সেলুলোজ
উত্তর: সেলুলোজ।
- একটি বায়ো-ডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও।
উত্তর: সেলুলোজ।
- Non-biodegradable পলিমারের দুটি ক্ষতিকর প্রভাব লেখ।
উত্তর: নন বায়োডিগ্রেডেবল পলিমার গুলির নাম গুলি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ভিনাইল ক্লোরাইড, স্টাইরিন ইত্যাদি।
নন বায়োডিগ্রেডেবল পলিমার গুলি পরিবেশে মাটির সঙ্গে মিশে যায় না ফলে মাটি দূষণ হয়।
- ইথাইল অ্যালকোহল এর দুটি ব্যবহার লেখ।
উওর: পেট্রোল একসঙ্গে মিশিয়ে মোটরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
মেথিলেটেড স্পিরিট প্রস্তুত করতে ব্যবহার করা হয়।
- ভিনিগারে শতকরা কত শতাংশ অ্যাসিটিক অ্যাসিড থাকে?
অথবা, ভিনেগার কাকে বলে।
উত্তর: অ্যাসিটিক অ্যাসিডের 4% – 8% লঘু জলীয় দ্রবণকে ভিনেগার বলে।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here