Chemistry Question Answer in Bengali | রসায়নবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Part-24

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Chemistry Question Answer in Bengali | রসায়নবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Chemistry Question Answer in Bengali | রসায়নবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Chemistry Question Answer in Bengali | রসায়নবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Chemistry Question Answer in Bengali | রসায়নবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর



১) গ্রিনহাউস এফেক্ট-এ কার্বন ডাই-অক্সাইড গ্যাসের অবদান মােট – 

ক) 30% 

খ) 20% 

গ) 50% 

ঘ) 60% 

উত্তর: গ) 50% 

২) কোনটি বায়ােগ্যাসের উপাদান নয়?

ক) নাইট্রোজেন

খ) অক্সিজেন 

গ) কার্বন ডাই-অক্সাইড 

গ) হাইড্রোজেন 

উত্তর: খ) অক্সিজেন 

৩) কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি ?

ক) কাঠ 

খ) এলপিজি 

গ) কয়লা 

ঘ) ডিজেল 

উত্তর: খ) এলপিজি 

৪) বিশ্ব উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী কোনটি? 

ক) অবলােহিত রশ্মি 

খ) অতিবেগুনি রশ্মি 

গ) গামা রশ্মি 

ঘ) এক্স রশ্মি

উত্তর: ক) অবলােহিত রশ্মি 

৫) বায়ােগ্যাসের প্রধান উপাদান কোনটি?

ক) মিথেন 

খ) হাইড্রোজেন 

গ) অক্সিজেন

ঘ) অ্যাসিটিলিন

উত্তর: ক) মিথেন 

৬) বায়ুমণ্ডলের যে স্তর বেতার যােগাযােগে সাহায্য করে সেটি হলাে – 

ক) স্ট্রাটোস্ফিয়ার 

খ) ট্রপােস্ফিয়ার

গ) আয়নােস্ফিয়ার 

ঘ) ওজোনােস্ফিয়ার

উত্তর: গ) আয়নােস্ফিয়ার 

৭) বায়োফুয়েল এর একটি উদাহরণ হলাে – 

ক) কয়লা

খ) গ্যাসোলিন

গ) ডিজেল

ঘ) গোবর গ্যাস

উত্তর: ঘ) গোবর গ্যাস

৮) LPG -এর প্রধান উপাদান কোনটি?

ক) মিথেন 

খ) ইথেন 

গ) বিউটেন 

ঘ) প্রলেন

উত্তর: গ) বিউটেন 

৯) প্রধান গ্রিনহাউস গ্যাস হলাে –

ক) CFC

খ) CO2

গ) CH4

ঘ) N2O

উত্তর: খ) CO2

১০) বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? 

ক) থার্মোস্ফিয়ার

খ) ট্রপােস্ফিয়ার

গ) স্ট্র্যাটোস্ফিয়ার 

ঘ) মেসোস্ফিয়ার 

উত্তর: গ) স্ট্র্যাটোস্ফিয়ার

১১) বিশ্ব উষ্ণায়নের প্রধান কারন কোনটি? 

ক) ক্লোরো ফ্লোরো কার্বন নির্গমন 

খ) মিথেন গ্যাস নির্গমন 

গ) জীবাশ্ম জ্বালানির দহন 

ঘ) নাইট্রাস অক্সাইড নির্গমন 

উত্তর: গ) জীবাশ্ম জ্বালানির দহন 

১২) সােলার কুকার -এর বাক্সটির ঢাকনা কী দিয়ে তৈরি হয়?

ক) প্লাস্টিক 

খ) অ্যালুমিনিয়াম 

গ) কাচ 

ঘ) কাগজ 

উত্তর: গ) কাচ 

১৩) জ্বালানির তাপন মুল্যর একক – 

ক) জুল/মিটার 

খ) কিলাে জুল/গ্রাম 

গ) নিউটন

ঘ) ওয়াট

উত্তর: খ) কিলাে জুল/গ্রাম 

১৪) বায়ুমণ্ডলের উচ্চতম স্তরটি হলাে –

ক) থার্মোস্ফিয়ার 

খ) এক্সোস্ফিয়ার

গ) মেসােফিয়ার 

ঘ) ম্যাগনেটোস্ফিয়ার 

উত্তর: ঘ) ম্যাগনেটোস্ফিয়ার 

১৫) নীচের কোনটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ ?

ক) O2

খ) N2

গ) CO2

ঘ) CL2

উত্তর: গ) CO2

১৬) বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি?

ক) থার্মোস্ফিয়ার 

খ) স্ট্র্যাটোস্ফিয়ার 

গ) মেসােস্ফিয়ার 

ঘ) এক্সোস্ফিয়ার

উত্তর: গ) মেসােস্ফিয়ার

১৭) কোন গ্যাসকে ফ্রেয়ন গ্যাস বলে ?

ক) ওজোন 

খ) মিথেন 

গ) কার্বন ডাই-অক্সাইড

ঘ) CFC 

উত্তর: ঘ) CFC 

১৮) সৌরচুল্লিতে সূর্যালােকের কোন রশ্মিটি ব্যবহৃত হয়?

ক) দৃশ্যমান রশ্মি 

খ) অতিবেগুনি রশ্মি

গ) অবলােহিত তরঙ্গ

ঘ) রেডিও তরঙ্গ

উত্তর: গ) অবলােহিত তরঙ্গ

১৯) কোন জ্বালানির তাপন মূল্য সর্বোচ্চ?

ক) পেট্রোল 

খ) LPG

গ) হাইড্রোজেন 

ঘ) কয়লা 

উত্তর: গ) হাইড্রোজেন 

২০) একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলাে –

ক) মিথেন 

খ) নাইট্রোজেন 

গ) কার্বন ডাই-অক্সাইড

ঘ) নাইট্রাস অক্সাইড

উত্তর: ক) মিথেন

২১) ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলীয় স্তর কোনটি? 

ক) আয়নােস্ফিয়ার 

খ) ম্যাগনেটোস্ফিয়ার

গ) ট্রপােস্ফিয়ার 

ঘ) ওজোনােস্ফিয়ার 

উত্তর: গ) ট্রপােস্ফিয়ার 

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।