Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রসায়নবিদ্যা প্রশ্নোত্তর (Chemistry questions answers in bengali). প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রসায়নবিদ্যা প্রশ্নোত্তর (Chemistry questions answers in bengali). নিচে Chemistry Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই রসায়নবিদ্যা প্রশ্নোত্তর (Chemistry questions answers in bengali) টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
রসায়নবিদ্যা প্রশ্নোত্তর (Chemistry questions answers in bengali)
১. কোনটি রাসায়নি পরিবর্তন?
ক) পানি বাষ্পে পরিণত হওয়া
খ) কাঁচের গ্লাস ভেঙে টুকরো হওয়া
গ) লোহায় মরিচা ধরা
ঘ) চিনির দানাকে গুঁড়া করা
সঠিক উত্তর: (গ)
২. লেবুতে কোন এসিডটি বিদ্যমান?
ক) নাইট্রিক এসিড
খ) ফরমিক এসিড
গ) সাইট্রিক এসিড
ঘ) কার্বনিক এসিড
সঠিক উত্তর: (গ)
৩. লেবুতে বিদ্যমান রাসায়নিক পদার্থটি-
i. এক ধরনের জৈব এসিড
ii. ফেনোফথ্যালিনের মধ্যে বর্ণহীন
iii. জবা ফুলের রস লাল করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪. রসায়নের বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতির মূলনীতি কোনটির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?
ক) ভূতত্ত্ববিজ্ঞান
খ) পদার্থবিজ্ঞান
গ) জীববিজ্ঞান
ঘ) রাষ্ট্রবিজ্ঞান
সঠিক উত্তর: (খ)
৫. কোয়ান্টাম মেকানিকস এর সাহায্যে কোনটি করা যায়?
ক) অণুর গঠন বিশ্লেষণ
খ) পরমাণুর গঠন ব্যাখ্যা
গ) পরমাণুর ধর্ম অধ্যয়ন
ঘ) ইলেকট্রনের ধর্ম ব্যাখ্যা
সঠিক উত্তর: (খ)
৬. প্রাচীন রসায়নবিদ্যার সূচনা হয় কোন দেশে?
ক) ভারতবর্ষ
খ) চীন
গ) ইংল্যান্ড
ঘ) মিশর
সঠিক উত্তর: (ঘ)
৭. পৃথিবীতে খনিজ জ্বালানির উপর গবেষণা প্রয়োজন, কারণ-
i. দিন দিন খনিজ জ্বালানির মজুদ কমে যাচ্ছে
ii. বিকল্প জ্বালানির ব্যবস্থা করা জরুরি
iii. বিকল্প জ্বালানির মজুদ আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮. কোন বিজ্ঞানে ডিএনএ সম্পর্কে আলোচনা করা হয়?
ক) পদার্থবিজ্ঞান
খ) সামাজিক বিজ্ঞান
গ) জীববিজ্ঞান
ঘ) পরিবশে বিজ্ঞান
সঠিক উত্তর: (গ)
৯. আমাদের চারপাশে সংঘটিত পরিবর্তনসমূহ হলো-
i. ভৌত পরিরর্তণ
ii. রাসায়নিক পরিবর্তন
iii. মিশ্র পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০. রসায়ন (Chemistry) ও জীববিজ্ঞানের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে–
i. উদ্ভিদের খাদ্য উৎপাদন একটি রাসায়নিক প্রক্রিয়া
ii. জীবের দেহের জটিল অণুসমূহ রাসায়নিক বস্তু
iii. জীবের বিপাক প্রক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার ম্যাধমে সংগটিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১. আজ শিল্প কারখানায় রসায়নের মাধ্যমে তৈরি সামগ্রী হচ্ছে-
i. কাগজ, কলম, কাপড়
ii. তেল, চিনি, সাবান
iii. রড, সিমেন্ট, রং
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২. রসায়নের সাথে সম্পর্কযুক্ত পদার্থ হলো-
i. সার
ii. পেট্রোল
iii. বস্ত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩. ঘরের দরজা-জানালা বন্ধ করে কেরোসিন বাতি জ্বালানো উচিত নয় কেন?
ক) বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় বলে
খ) দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বলে
গ) বাতি নিভে যায় বলে
ঘ) বাতির সলতা পুড়ে যায়
সঠিক উত্তর: (ক)
১৪. অনুসন্ধান ও গবেষণার ফলাফল কোনটি প্রদান করে?
ক) মৌলিক বিষয়ের নতুন ব্যাখ্যা
খ) কোনো বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা
গ) কোনো বিষয়ের সাধারণ ব্যাখ্যা
ঘ) কোনো বিষয় সম্পর্কে আগাম ধারণা
সঠিক উত্তর: (ক)
১৫. খনিজ জ্বালানি-
i.প্রাকৃতিক গ্যাস
ii. কয়লা
iii. পেট্রোলিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও ii
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৬. দাহ্য পদার্থের সহজেই আগুন ধরতে পারে। এ পদার্থকে কোনটি থেকে দূরে রাখতে হয়?
ক) তরল
খ) গ্যাস
গ) ঘর্ষণ
ঘ) প্রসারণ
সঠিক উত্তর: (খ)
১৭. অক্সিজেন, নাইট্রোজেন,কার্বন, ফসফরাস ইত্যাদির সমন্বয়ে গঠিত বস্তু কোনটি?
ক) ব্রাশ
খ) খাবার
গ) চিরুনী
ঘ) সার
সঠিক উত্তর: (ঘ)
১৮. মোমে আগুন জ্বালালে এর গলন হয়- এটি কোন ধরনের পরিবর্তন?
ক) ভৌত
খ) রাসায়নিক
গ) জৈবিক
ঘ) স্থায়ী
সঠিক উত্তর: (ক)
১৯. ‘গাড়ির পেট্রোল দিয়ে চলা’ কোন ধরনের পরিবর্তন?
ক) ভৌত পরিবর্তন
খ) রাসায়নিক পরিবর্তন
গ) ভৌত ও রাসায়নিক পরিবর্তন
ঘ) মিশ্র পরিবর্তন
সঠিক উত্তর: (গ)
২০. কোন চিহ্নকে ট্রিফয়েল বলা হয়?
ক) বিস্ফোরিত বোমা
খ) আগুনের শিখা
গ) বিপজ্জনক
ঘ) তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন
সঠিক উত্তর: (ঘ)
২১. পরিবেশ লেবেলকৃত পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য-
i. এরা বিশেষ করে জলজ জীবের জন্য ক্ষতিকর
ii. এগুলো নদী-নালার পানিতে মিশতে দেয়া বাঞ্ছনীয় নয়
iii. এদের ব্যবহারের পর মিশ্রণের সংগ্রহ ও পরিশোধন আবশ্যক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২. ‘বিস্ফোরিত বোমা’ সাংকেতিক চিহ্ন সংবলিত পদার্থ-
i. অস্থিত
ii. নিজে নিজেই বিক্রিয়া করে
iii. ক্যান্সার সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৩. টেক্সটাইল-ফেব্রিকস শিল্পে বিভিন্ন উপাদানের সমন্বয়ে পোশাক তৈরি করা করা হয়।
ক) কৃত্রিম তন্তু
খ) প্রাকৃতিক তন্তু
গ) ধাতব তন্তু
ঘ) লঞ্জক পদার্থ
সঠিক উত্তর: (গ)
২৪. প্রাকৃতি গ্যাসের উপাদান কোনটি?
ক) মিথেন
খ) ইথেন
গ) প্রোপেন
ঘ) বিউটেন
সঠিক উত্তর: (ক)
২৫. পেট্রোলের দহনে কোনটি উৎপন্ন হয়?
ক) বিদ্যুৎ
খ) শক্তি
গ) হাইড্রোজেন
ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (খ)
২৬. কাঠের প্রধান রাসায়নিক (Chemistry) উপাদান কোনটি?
ক) সেলুলোজ
খ) স্টার্চ
গ) হাইড্রোকার্বন
ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (ক)
২৭. কোন ধরনের পদার্থ শরীরে ক্যান্সার সৃষ্টি করে?
ক) দাহ্য পদার্থ
খ) বিস্ফোরক পদার্থ
গ) তেজস্ক্রিয় পদার্থ
ঘ) জারক পদার্থ
সঠিক উত্তর: (গ)
২৮. জীবের দেহ গঠনের প্রধান জটিল অনু কোনটি?
ক) চর্বি
খ) সেলুলোজ
গ) প্রোটিন
ঘ) শ্বেতসার
সঠিক উত্তর: (গ)
২৯. পানীয় জলের উপাদানগুলো কী কী?
ক) হাইড্রোজেন ও কার্বন
খ) হাইড্রোজেন ও নাইট্রোজেন
গ) হাইড্রোজেন, অক্সিজেন ও খনিজ লবণ
ঘ) অক্সিজেন, নাইট্রোজেন ও খনিজ লবণ
সঠিক উত্তর: (গ)
৩০. পুরাতন লোহার উপর লালচে বাদমী বর্ণের আবরণ হলো-
i. মরিচা
ii. কার্বন
iii. পানিযুক্ত ফেরিক অক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (খ)
৩১. ‘পরিবশে’ সাংকেতিক চিহ্ন সংবলিত পদার্থের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক) পদার্থটি জারক
খ) পদার্থটি দাহ্য
গ) এটি মানবদেহকে বিকলাঙ্গ করে
ঘ) এটি জলজ জীবের জন্য ক্ষতিকর
সঠিক উত্তর: (ঘ)
৩২. ‘বিপজ্জনক’ সাংকেতিক চিহ্ন দ্বারা কোনটি বুঝায়?
ক) বিস্ফোরক দ্রব্য
খ) মারাত্মক বিষাক্ত পদার্থ
গ) জারক পদার্থ
ঘ) তেজস্ক্রিয় পদার্থ
সঠিক উত্তর: (খ)
৩৩. অন্তঃনির্ভরশীলতার ক্ষেত্রে-
i. তত্ত্বীয় জ্ঞানার্জনে রসায়ন গণিতের উপর নির্ভরশীল
ii. পেট্রোলিয়ামের উৎপত্তি রসায়নের সাহায্যে করা সম্ভব
iii. ওজোনস্তর ক্ষয়কারী গ্যাসের চিহ্নিতকরণ বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪. খাবার গ্রহণে আমাদের শরীরে-
i. বিপাক প্রক্রিয়া ঘটে
ii. জৈব রাসায়নিক ক্রিয়া ঘটে
iii. দেহে তাপ উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫. রাসায়নিক সার মাটিতে কী প্রদান করে?
ক) উদ্ভিদের পুষ্টি
খ) উদ্ভিদের শক্তি
গ) উদ্ভিদের খাবার
ঘ) উদ্ভিদের তাপ
সঠিক উত্তর: (ক)
৩৬. কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে কী ঘটে?
ক) ফসল ভালো হয়
খ) ফসলের দ্রুত বৃদ্ধি ঘটে
গ) জলাশয়ের পানি দূষিত হয়
ঘ) ফসলের পোকামাকড় মারা যায়
সঠিক উত্তর: (গ)
৩৭. কাঠ পোড়ালে কোনটি উৎপন্ন হয়?
ক) কার্বন ডাই অক্সাইড
খ) সালফার ডাই অক্সাইড
গ) ফসফরাস পেন্টাক্সাইড
ঘ) নাইট্রোজেন ডাই অক্সাইড
সঠিক উত্তর: (ক)
৩৮. উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর তা পচন এবং অণুজীব প্রক্রিয়ায় বিভিন্ন খনিজে পরিণত হয়। কোন খনিজটি এ শ্রেণির অন্তর্ভূক্ত নয়?
ক) অক্টেন
খ) বিউটেন
গ) বিটুমিনাস কয়লা
ঘ) গ্যালেনা
সঠিক উত্তর: (ঘ)
৩৯. জৈব পার অক্সাইড এর ধর্ম কোনটি?
ক) সুস্থিত
খ) অস্থিত
গ) ক্ষায়কারক
ঘ) দাহ্য
সঠিক উত্তর: (খ)
৪০. আগুনের শিখা সাংকেতিক চিহ্ন সংবলিত পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
ক) এটি সহজেই দাহ্য
খ) এটি জারক পদার্থ
গ) এটি গ্যাস বা তরল পদার্থ
ঘ) এটি পরিবেশের জন্যে ক্ষতিকর
সঠিক উত্তর: (ক)
“রসায়নবিদ্যা প্রশ্নোত্তর (Chemistry questions answers in bengali) টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
-ঃআরও পড়ুনঃ–
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here