চর্যাপদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Charyapad Related Questions Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Charyapad Related Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে চর্যাপদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Charyapad Related Questions Answers

Ajjkal



চর্যাপদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Charyapad Related Questions Answers

  1. চর্যাপদের পুথির আবিষ্কারক করেছেন?

উঃ হরপ্রসাদ শাস্ত্রী

  1. চর্যাপদের পুথিটি কত সালে আবিষ্কৃত হয়েছিল?

উঃ ১৯০৭ সালে

  1. চর্যাপদের পুথিটি কে আবিষ্কার করেছিলেন?

উঃ হরপ্রসাদ শাস্ত্রী

  1. চর্যাপদের পুথিটি কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল?

উঃ নেপাল থেকে।

  1. চর্যাপদের পুথিটি কত সালে প্রকাশিত হয়েছিল?

উঃ ১৯১৬ সালে



  1. চর্যাপদের পুথিতে প্রাপ্ত পদের সংখ্যা কতটি?

উঃ সাড়ে ছেচল্লিশ

  1. চর্যাপদের কবির সংখ্যা কত?

উঃ ২৪

  1. চর্যাপদের পুথিটি কিসের ওপর লেখা ছিল?

ক। তালপাতার

  1. বিধুশেখর শাস্ত্রীর মতে চর্যাপদের প্রকৃত নাম কী ছিল ?

উঃ আশ্চর্য্যচর্য্যাচয়

  1. প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের কী নামকরণ করেছে?

উঃ চর্য্যাশ্চর্য্যবিনিশ্চয়

  1. ভুসুকু পাদের পদের সংখ্যা কটি ছিল ?

উঃ ৮টি।

  1. কাহ্ন পাদের পদের সংখ্যা কত?

উঃ ১৩ টি

  1. চর্যাপদের টীকাকারের নাম লেখো ?

উঃ মুনিদত্ত

  1. মুনিদত্ত কোন ভাষায় চর্যাপদের টীকা লিখেছেন?

উঃ সংস্কৃত ভাষায়।

  1. হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত মুনিদত্ত লিখিত চর্যাগীতির সংস্কৃত ভাষায় লেখা টীকাটির নাম লেখো ?

উঃ নির্মলগীরা টীকা

  1. চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন কে করেছেন ?

উঃ প্রবোধচন্দ্র বাগচী

  1. চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেছেন?

উঃ কীর্তিচন্দ্র

  1. চর্যাপদের তিব্বতী অনুবাদ কোথায় করা হয়েছিল?

উঃ স্বয়ম্ভূ বিহারে

  1. ‘নব চর্যাপদে’র আবিষ্কার কে করেছেন?

উঃ শশিভূষণ দাশগুপ্ত

  1. ‘নবচর্যাপদ’ কবে কোথা থেকে কার সম্পাদনায় প্রকাশিত হয়?

উঃ ১৯৮৯ সালে অসিত কুমার বন্দ্যোপাধায়ের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়।

  1. দাবা খেলার রীতি পদ্ধতির আভাস আছে কত নং চর্যায়?

উঃ ১২ নং পদে

  1. হেরুকবীণা নামক বাদ্যযন্ত্রের উল্লেখ আছে কত নং চর্যায়?

উঃ ১৭ নং পদে

  1. বিবাহযাত্রার বর্ণনা আছে চর্যাপদের কোন কবির পদে?

উঃ কাহ্ন পাদ

  1. ‘অভিসময়বিভঙ্গ’ গ্রন্থ রচনায় অতীস দীপঙ্করকে চর্যাপদের কোন কবি সহায়তা করেছিলেন বলে জানা যায় ?

উঃ লুই পাদ

  1. অতীস দীপঙ্কর কত বছর বয়সে তিব্বত যাত্রা করেছিলেন ?

উঃ ৫৮ বছর বয়সে।

  1. রাহুল সাংকৃত্যায়নের মতে চর্যাপদের রচনাকাল কোন সময়ে হয়েছিল ?

উঃ ৮ম-১২শ শতাব্দী

  1. কাহ্ন পাদ চর্যাপদের ৩৬ সংখ্যক পদে কাকে তাঁর গুরু হিসাবে স্বীকার করেছে?

উঃ জালন্ধরী পাদ

  1. ‘হেবজ্রপঞ্জিকাযোগরত্নমালা’ গ্রন্থটির রচয়িতার নাম লেখো ?

উঃ কৃষ্ণাচার্য

  1. চর্যাপদের কত সংখ্যক পদে ‘চর্যা’ শব্দটির উল্লেখ রয়েছে ?

উঃ ২ নং পদে

  1. ৩৪ নং চর্যায় দাড়িক পাদ কাকে তাঁর গুরু হিসাবে স্বীকার করেছেন?

উঃ লুই পাদ

  1. চর্যাপদের ছন্দের মূল ভিত্তি কী লেখো ?

উঃ পাদাকুলক

  1. চর্যাপদের নাভিতে অবস্থিত চক্রের নাম লেখো ?

উঃ নির্মাণ চক্র

  1. চর্যাপদের হৃদয়ে অবস্থিত চক্রের নাম লেখো ?

উঃ ধর্মচক্র

  1. চর্যাপদের কণ্ঠে অবস্থিত চক্রের নাম লেখো ?

উঃ সম্ভোগ চক্র

  1. চর্যাপদের মস্তকে অবস্থিত চক্রের নাম লেখো ?

উঃ সহজচক্র

  1. শব্দালঙ্কারের মধ্যে একমাত্র কোন অলঙ্কার চর্যাগীতিতে স্থান পেয়েছে?

উঃ শ্লেষ অলংকার।

  1. হিন্দু সমাজের মৃতদেহ সৎকারের রীতি উল্লেখ রয়েছে কত সংখ্যক চর্যায়?

উঃ ৫০ সংখ্যক চর্যায়

  1. বুদ্ধ নাটক অভিনয়ের বর্ণনা রয়েছে কত সংখ্যক চর্যায়?

উঃ ১৭ সংখ্যক চর্যায়

  1. বিরুআ নামটির মূল সংস্কৃত কী?

উঃ বিরুপক

  1. লুই শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?

উঃ রোহিত

  1. চর্যাগীতির কোন পদটি বারো চরণে সমাপ্ত হয় ?

উঃ ৪৩ সংখ্যক পদটি।

  1. চর্যাগীতির কোন পদটি আট চরণে সমাপ্ত হয় ?

উঃ ২১ সংখ্যক পদটি

  1. কাহ্ন উপন্যাসটির রচয়িতার নাম লেখো ?

উঃ শিবাশিষ মুখোপাধ্যায়

  1. নীল ময়ূরের যৌবন উপন্যাসটির রচয়িতার নাম লেখো ?

উঃ সেলিনা হোসেন

  1. বেনের মেয়ে উপন্যাসটির রচয়িতার নাম লেখো ?

উঃ হরপ্রসাদ শাস্ত্রী

  1. নিলয় না জানি উপন্যাসটির রচয়িতা কে ?

উঃ সৈয়দ মুস্তাফা সিরাজ

  1. ‘চর্যাপদের হরিণী’ গ্রন্থটির রচরিতার নাম লেখো ?

উঃ দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধায়

  1. ‘সহজ সুন্দরী’ কাব্যটির রচয়িতার নাম লেখো ?

উঃ কবিতা সিংহ







Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।