Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Charyapad Related Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে চর্যাপদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Charyapad Related Questions Answers ।
চর্যাপদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Charyapad Related Questions Answers
- চর্যাপদের পুথির আবিষ্কারক করেছেন?
উঃ হরপ্রসাদ শাস্ত্রী
- চর্যাপদের পুথিটি কত সালে আবিষ্কৃত হয়েছিল?
উঃ ১৯০৭ সালে
- চর্যাপদের পুথিটি কে আবিষ্কার করেছিলেন?
উঃ হরপ্রসাদ শাস্ত্রী
- চর্যাপদের পুথিটি কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল?
উঃ নেপাল থেকে।
- চর্যাপদের পুথিটি কত সালে প্রকাশিত হয়েছিল?
উঃ ১৯১৬ সালে
- চর্যাপদের পুথিতে প্রাপ্ত পদের সংখ্যা কতটি?
উঃ সাড়ে ছেচল্লিশ
- চর্যাপদের কবির সংখ্যা কত?
উঃ ২৪
- চর্যাপদের পুথিটি কিসের ওপর লেখা ছিল?
ক। তালপাতার
- বিধুশেখর শাস্ত্রীর মতে চর্যাপদের প্রকৃত নাম কী ছিল ?
উঃ আশ্চর্য্যচর্য্যাচয়
- প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের কী নামকরণ করেছে?
উঃ চর্য্যাশ্চর্য্যবিনিশ্চয়
- ভুসুকু পাদের পদের সংখ্যা কটি ছিল ?
উঃ ৮টি।
- কাহ্ন পাদের পদের সংখ্যা কত?
উঃ ১৩ টি
- চর্যাপদের টীকাকারের নাম লেখো ?
উঃ মুনিদত্ত
- মুনিদত্ত কোন ভাষায় চর্যাপদের টীকা লিখেছেন?
উঃ সংস্কৃত ভাষায়।
- হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত মুনিদত্ত লিখিত চর্যাগীতির সংস্কৃত ভাষায় লেখা টীকাটির নাম লেখো ?
উঃ নির্মলগীরা টীকা
- চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন কে করেছেন ?
উঃ প্রবোধচন্দ্র বাগচী
- চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেছেন?
উঃ কীর্তিচন্দ্র
- চর্যাপদের তিব্বতী অনুবাদ কোথায় করা হয়েছিল?
উঃ স্বয়ম্ভূ বিহারে
- ‘নব চর্যাপদে’র আবিষ্কার কে করেছেন?
উঃ শশিভূষণ দাশগুপ্ত
- ‘নবচর্যাপদ’ কবে কোথা থেকে কার সম্পাদনায় প্রকাশিত হয়?
উঃ ১৯৮৯ সালে অসিত কুমার বন্দ্যোপাধায়ের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়।
- দাবা খেলার রীতি পদ্ধতির আভাস আছে কত নং চর্যায়?
উঃ ১২ নং পদে
- হেরুকবীণা নামক বাদ্যযন্ত্রের উল্লেখ আছে কত নং চর্যায়?
উঃ ১৭ নং পদে
- বিবাহযাত্রার বর্ণনা আছে চর্যাপদের কোন কবির পদে?
উঃ কাহ্ন পাদ
- ‘অভিসময়বিভঙ্গ’ গ্রন্থ রচনায় অতীস দীপঙ্করকে চর্যাপদের কোন কবি সহায়তা করেছিলেন বলে জানা যায় ?
উঃ লুই পাদ
- অতীস দীপঙ্কর কত বছর বয়সে তিব্বত যাত্রা করেছিলেন ?
উঃ ৫৮ বছর বয়সে।
- রাহুল সাংকৃত্যায়নের মতে চর্যাপদের রচনাকাল কোন সময়ে হয়েছিল ?
উঃ ৮ম-১২শ শতাব্দী
- কাহ্ন পাদ চর্যাপদের ৩৬ সংখ্যক পদে কাকে তাঁর গুরু হিসাবে স্বীকার করেছে?
উঃ জালন্ধরী পাদ
- ‘হেবজ্রপঞ্জিকাযোগরত্নমালা’ গ্রন্থটির রচয়িতার নাম লেখো ?
উঃ কৃষ্ণাচার্য
- চর্যাপদের কত সংখ্যক পদে ‘চর্যা’ শব্দটির উল্লেখ রয়েছে ?
উঃ ২ নং পদে
- ৩৪ নং চর্যায় দাড়িক পাদ কাকে তাঁর গুরু হিসাবে স্বীকার করেছেন?
উঃ লুই পাদ
- চর্যাপদের ছন্দের মূল ভিত্তি কী লেখো ?
উঃ পাদাকুলক
- চর্যাপদের নাভিতে অবস্থিত চক্রের নাম লেখো ?
উঃ নির্মাণ চক্র
- চর্যাপদের হৃদয়ে অবস্থিত চক্রের নাম লেখো ?
উঃ ধর্মচক্র
- চর্যাপদের কণ্ঠে অবস্থিত চক্রের নাম লেখো ?
উঃ সম্ভোগ চক্র
- চর্যাপদের মস্তকে অবস্থিত চক্রের নাম লেখো ?
উঃ সহজচক্র
- শব্দালঙ্কারের মধ্যে একমাত্র কোন অলঙ্কার চর্যাগীতিতে স্থান পেয়েছে?
উঃ শ্লেষ অলংকার।
- হিন্দু সমাজের মৃতদেহ সৎকারের রীতি উল্লেখ রয়েছে কত সংখ্যক চর্যায়?
উঃ ৫০ সংখ্যক চর্যায়
- বুদ্ধ নাটক অভিনয়ের বর্ণনা রয়েছে কত সংখ্যক চর্যায়?
উঃ ১৭ সংখ্যক চর্যায়
- বিরুআ নামটির মূল সংস্কৃত কী?
উঃ বিরুপক
- লুই শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
উঃ রোহিত
- চর্যাগীতির কোন পদটি বারো চরণে সমাপ্ত হয় ?
উঃ ৪৩ সংখ্যক পদটি।
- চর্যাগীতির কোন পদটি আট চরণে সমাপ্ত হয় ?
উঃ ২১ সংখ্যক পদটি
- কাহ্ন উপন্যাসটির রচয়িতার নাম লেখো ?
উঃ শিবাশিষ মুখোপাধ্যায়
- নীল ময়ূরের যৌবন উপন্যাসটির রচয়িতার নাম লেখো ?
উঃ সেলিনা হোসেন
- বেনের মেয়ে উপন্যাসটির রচয়িতার নাম লেখো ?
উঃ হরপ্রসাদ শাস্ত্রী
- নিলয় না জানি উপন্যাসটির রচয়িতা কে ?
উঃ সৈয়দ মুস্তাফা সিরাজ
- ‘চর্যাপদের হরিণী’ গ্রন্থটির রচরিতার নাম লেখো ?
উঃ দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধায়
- ‘সহজ সুন্দরী’ কাব্যটির রচয়িতার নাম লেখো ?
উঃ কবিতা সিংহ
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।