Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Characteristics of Plant Excreta and Animal Excreta. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উদ্ভিদ রেচন ও প্রাণী রেচনের বৈশিষ্ট্য | Characteristics of Plant Excreta and Animal Excreta।
উদ্ভিদ রেচন ও প্রাণী রেচনের বৈশিষ্ট্য | Characteristics of Plant Excreta and Animal Excreta
❏ উদ্ভিদের রেচনের বৈশিষ্ট্য (Characteristics of Plant Excretion) :
- উদ্ভিদের রেচন পদার্থগুলি প্রাণীদের তুলনায় কম জটিল এবং কম ক্ষতিকারক।
- উদ্ভিদদেহে বিপাকীয় ক্রিয়ার হার কম হওয়ায় এদের দেহে রেচন পদার্থও কম উৎপন্ন হয়।
- উদ্ভিদদেহে উৎপন্ন রেচন পদার্থগুলির অধিকাংশই উপচিতি – বিপাকের মাধ্যমে বিভিন্ন কোষীয় দ্রব্যে সংশ্লেষিত হয়।
- উদ্ভিদের রেচন পদার্থগুলির বেশির ভাগই কোষে কেলাস বা কলোয়েড হিসেবে সঞ্চিত থাকে।
- উদ্ভিদদেহে কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ বা তন্ত্র না থাকায় প্রাণীদের মত উদ্ভিদেরা রেচন পদার্থ দেহ থেকে নির্গত করতে পারে না।
◾◾উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের পদ্ধতি (Means of Removal of Excretory Products in Plants) : কয়েকটি বিশেষ প্রক্রিয়ায় কোনও কোনও উদ্ভিদ রেচন পদার্থ ত্যাগ করে, যেমন :
(A) পত্রমোচন : পর্ণমোচী উদ্ভিদ, যেমন : শিমুল, শিরীষ, আমড়া, অশ্বত্থ ইত্যাদি বছরের নির্দিষ্ট ঋতুতে পত্রমোচন করে পাতায় সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে। বহুবর্ষজীবী চিরহরিৎ উদ্ভিদেরা সারা বছর ধরে অল্পবিস্তর পাতা ঝরিয়ে রেচন পদার্থ ত্যাগ করে।
(B) বাকল মোচন : কোনও কোনও উদ্ভিদ, যেমন : অর্জুন, পেয়ারা ইত্যাদি গাছ বাকল বা ছাল মোচনের মাধ্যমে ত্বকে সঞ্জিত রেচন পদার্থ ত্যাগ করে।
(C) ফল মোচন : লেবু, তেঁতুল, আপেল ইত্যাদি ফলের ত্বকে বিভিন্ন জৈব অ্যাসিড (যেমন : সাইট্রিক অ্যাসিড, টারটারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড) রেচন পদার্থ হিসেবে সঞ্চিত থাকে। ঐ সব উদ্ভিদ পরিণত ফল মোচন করে দেহ থেকে রেচন পদার্থ অপসারণ করে।
❏ প্রাণী রেচনের বৈশিষ্ট্য (Characteristics of Animals Excretion):-
প্রাণীদেহে অপচিতি বিপাকের ফলে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতি নাইট্রোজেনঘটিত রেচন পদার্থ সৃষ্টি হয়। এগুলো সাধারণত প্রাণীদের মূত্র ও ঘামের সাহায্যে দেহ থেকে নির্গত হয়ে যায়। এগুলো ছাড়া কার্বন ডাই – অক্সাইড, কিটোন বডি, বিলিরুবিন, বিলিভারডিন প্রভৃতিও রেচন পদার্থরূপে প্রাণীদেহে উৎপন্ন হয় এবং বিশেষ প্রক্রিয়ায় ঐগুলো দেহ থেকে নির্গত হয়ে যায়।
◾ প্রাণীদের রেচনের বৈশিষ্ট্য : প্রাণীদের রেচনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল :
- প্রাণীদের রেচন পদার্থ তুলনামূলকভাবে বেশি জটিল এবং ক্ষতিকারক।
- প্রাণীদেহে প্রোটিন জাতীয় পদার্থের বিপাক বেশি হওয়ায় নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বেশি পরিমাণে উৎপন্ন হয়।
- বেশিরভাগ প্রাণীদেহে রেচন অঙ্গ ও তন্ত্র সৃষ্টি হওয়ায় প্রাণীরা রেচন পদার্থগুলিকে দেহ থেকে বার করে দেয়।
- বিশেষ কয়েকটি প্রাণী ছাড়া প্রাণীদেহে রেচন পদার্থ সঞ্চিত থাকে না।
- প্রাণীদের রেচন পদার্থ পুনরায় ব্যবহৃত হয় না।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।