কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোতে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, যোগ্যতা- মাধ্যমিক পাশ | Central Intelligence Bureau Recruitment 2023

Central Intelligence Bureau Recruitment 2023

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরো (Central Intelligence Bureau Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে মাল্টি টাস্কিং, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এগজিকিউটিভ সহ একাধিক শূন্যপদে পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোতে নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

নিয়োগকারী সংস্থা:- কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরো।

পদের নাম:- মাল্টি টাস্কিং, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এগজিকিউটিভ পদের জন্য নিয়োগ করা হবে।

আবেদনের মাধ্যম:- Online -এ আবেদন করতে হবে।

আবেদন শুরুর তারিখ:- আবেদন প্রক্রিয়া চলছে।

আবেদন শেষের তারিখ:- ১৭ ফেব্রুয়ারি, ২০২৩

অফিসিয়াল ওয়েবসাইট:- https://www.mha.gov.in/

আরো চাকরির খবর:-

ভারতীয় ডাক বিভাগে ৪১ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিরক্ষামন্ত্রকে ৫০০০-এর বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বিজ্ঞপ্তি পড়ার লিংক:-

https://www.mha.gov.in/sites/default/files/SAExe_MTSGen_applicationspage_27012023.pdf

শিক্ষাগত যোগ্যতা:-

এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীকে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি অর্থাৎ মাধ্যমিক পাশ হতে হবে।

বয়সসীমা:- এই পদের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-

আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-

◾ written Exam.
◾ Document Verification (DV).
◾ Interview

আবেদন পদ্ধতি:-

আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://www.mha.gov.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র:-

● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি