কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের অধীনে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | Central Govt Staff Selection Commission Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনের অধীনে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | Central Govt Staff Selection Commission Recruitment 2023

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন (Central Govt Staff Selection Commission Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবলদার সহ একাধিক শূন্যপদে পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

নিয়োগকারী সংস্থা:- Central Govt Staff Selection Commission.

পদের নাম:- মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবলদার পদ

আবেদন শুরুর তারিখ:- ১৮ জানুয়ারি ২০২৩

আবেদন শেষের তারিখ:- ১৭ ফেব্রুয়ারি ২০২৩

অফিসিয়াল ওয়েবসাইট:- https://ssc.nic.in/

শিক্ষাগত যোগ্যতা:-

এই শূন্যপদের জন্য আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

শূন্যপদের সংখ্যা:- মাল্টি টাস্কিং স্টাফ প্রায় ১০৮৮০ এবং হাবলদারের শূন্য পদের সংখ্যা ৫২৯

■ আরো চাকরির খবর:-

কলকাতা বন্দরে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

রাজ্যের পৌরনিগমে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বিজ্ঞপ্তি পড়ার জন্য ক্লিক করুন:- https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/

আবেদন মূল্য:-

Gen/OBC/EWS Category প্রার্থীদের জন্য – Rs. 100/-

SC/ST/Women/PWD Category প্রার্থীদের জন্য- কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-

আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-

◾ Written Exam.
◾ Short-listing.
◾ Document Verification (DV).
◾ Interview

আবেদন পদ্ধতি:-

আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র:-

● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি