আপনি কী আপনার পছন্দ মতো ভালো চাকরির খোঁজ করছেন তাহলে আপনার জন্য সুখবর। Centre for Development of Advanced Computing (CDAC) আপনার জন্য নিয়ে এসেছে Project Associate, Engineer, Manager সহ একাধিক পদে এই নিয়োগ পদ এর চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে Centre for Development of Advanced Computing (CDAC) তে নিয়োগ সংক্রান্ত নিচে দেওয়া বিস্তারিত তথ্যটি যত্ন সহকারে পড়ুন।
বিজ্ঞপ্তি নম্বর:- CORP/JIT/05/2022
❒ প্রতিদিনের স্টাডি মেটেরিয়াল ও চাকরির খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
আবেদন শুরুর তারিখ:- 30 September 2022
আবেদন শেষের তারিখ:- 29 October 2022
নিয়োগকারী সংস্থার চাকরির বিবরণ:-
আবেদনের পদ্ধতি:- Online
নিয়োগকারী সংস্থা:-
Centre for Development of Advanced Computing (CDAC)
আবেদন পদ্ধতি:-
আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট:-https://www.cdac.in/
পদের নাম:- Project Associate, Engineer, Manager পদ
কর্মস্থল:- সমগ্র ভারত জুড়ে
মোট শূন্যপদ:- 530 টি
বয়সসীমা:- প্রার্থীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় সরকারী নিয়মানুসারে।
শিক্ষাগত যোগ্যতা:- BE/B. Tech/Diploma/PG Degree/P.hD
আবেদন মূল্য:-
Gen/OBC/EWS Category প্রার্থীদের জন্য –
Rs. 100 টাকা
SC/ST/Women/PWD Category প্রার্থীদের জন্য – কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না।
অফিসিয়াল ওয়েবসাইট:-https://www.cdac.in/
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-
আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-
◾ Shortlist.
◾ Document Verification (DV).
◾ Interview
বিশেষ বিজ্ঞপ্তি :: Ajjkal.com কোনোভাবে কোনোপ্রকার Employment Agency-র সাথে যুক্ত নয়। উক্ত পোস্টের মধ্যে নথিগুলি বিভিন্ন নিউজ পেপার ও ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। পোস্টের বিষয়বস্তু বিশদ জানার জন্য আপনারা পোস্টের মধ্যে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।