ওজোন স্তরের অবক্ষয়ের করণ ও প্রভাব | Causes and Effects of Ozone Layer Depletion
■ উত্তর:- ওজোন স্তরের অবক্ষয়:- বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে বিদ্যমান ওজোন গ্যাসের পুরু আস্তরণকে ওজোন স্তর (Ozone Layer) বলে। সৌরবিকিরণের ক্ষতিকারক উপাদান অতিবেগুনি রশ্মির (UV-C ও UV-B ) প্রভাব থেকে মানুষ তথা সমগ্র জীবজগৎকে রক্ষা করে বলে ওজোন স্তর বায়ুমণ্ডলে প্রাকৃতিক সৌরপর্দা (Earth’s natural sunscreen) হিসেবে কাজ করে।
বিশ্ব জুড়ে ক্লোরোফ্লুরোকার্বনের অবাধ ব্যবহারের ফলে ওজোন স্তরে ছিদ্র বা গহ্বর (Ozone Hole) সৃষ্টি হয়েছে। ওজোন স্তরের এই ছিদ্র বা অবক্ষয় সমগ্র জীবজগৎ ও প্রাকৃতিক পরিবেশে এক উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে।
■ (ক) ) জীবাগতের ওপর প্রভাব:-
❏ (১) উদ্ভিদের ওপর প্রভাব:-
● (i) অতিবেগুনি রশ্মির প্রভাবে উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে।
● (ii) অতিবেগুনি রশ্মির প্রভাবে উদ্ভিদের সংবহনতন্ত্র ব্যাহত হবে।
● (ii) অতিবেগুনি রশ্মির ফলে উদ্ভিদের বৃদ্ধি হ্রাস পাবে, পাতা শুকিয়ে যাবে।
● (iv) ফাইটোপ্ল্যাংকটনের বিনাশে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হবে।
❏ (২) প্রাণীকূলের ওপর প্রভাব:-
● (i) অতিবেগুনি রশ্মির প্রভাবে পশুপাখির প্রজনন ক্ষমতা হ্রাস পাবে।
● (ii) পশুপাখির রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে ও দুরারোগ্য ব্যাধির দ্বারা আক্রান্ত হবে।
● (iii) উভচর প্রাণীর সংখ্যা কমতে থাকবে।
● (iv) জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে ভারসাম্য বিঘ্নিত হবে।
❏ (৩) মানুষের ওপর প্রভাব:-
● (i) অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বক মারাত্মকভাবে সৌরদগ্ধ হয়ে বিবর্ণ হয়ে যাবে।
● (ii) মানবদেহের ত্বকে ম্যালিগন্যান্ট ও নন-ম্যালিগন্যান্ট ক্যানসার সৃষ্টি হবে।
● (iii) মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে।
● (iv) প্রাপ্ত বা অপ্রাপ্ত বয়স্ক মানুষের চোখে ছানি (Eye cataract) পড়ার সংখ্যা বৃদ্ধি পাবে।
● (v) মানুষের ব্লাড ক্যানসার ও স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়বে।
● (vi) মানুষের বংশবৃদ্ধির ক্ষমতা কমে যাবে।
■ (খ) জলবায়ুর ওপর প্রভাব:-
● (১) আবহাওয়া ও জলবায়ুর উপাদান যেমন— বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বায়ুর দিক, গতি ও বৃষ্টিপাত স্থানভেদে অস্বাভাবিক হারে পরিবর্তিত হবে।
● (২) অতিবেগুনি রশ্মির প্রভাবে বিশ্বব্যাপী গড় তাপমাত্রা বৃদ্ধি পাবে।
● (৩) অতিবেগুনি রশ্মির প্রভাবে বিশ্বব্যাপী গড় তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে প্রাকৃতিক বিপর্যয়ের পরিমাণ বাড়বে।
● (৪) অ্যাসিড-বৃষ্টির পরিমাণ অস্বাভাবিক হারে বাড়বে।