Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Cause of Fall of the Mauryan Empire. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ | Cause of Fall of the Mauryan Empire।

মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ | Cause of Fall of the Mauryan Empire
■ মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ :
চন্দ্রগুপ্তের প্রচেষ্টায় বিশাল মৌর্য সাম্রাজ্য গড়ে উঠেছিল এবং অশোকের নেতৃত্বে এক কল্যাণব্রতী রাষ্ট্রে পরিণত হয়েছিল, কিন্তু অশোকের মৃত্যুর মাত্র পঞ্চাশ বৎসরের মধ্যে তার পতন ঘটে। পুরাণ ও অন্যান্য তথ্য থেকে জানা যায় যে, মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। বৃহদ্রথের সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ খ্রিস্টপূর্ব ১৮৫ অব্দে তাঁকেই হত্যা করে নিজেই মৌর্য সিংহাসন দখল করেন এবং শুঙ্গ বংশ প্রতিষ্ঠিত হয়। মৌর্য সাম্রাজ্যের পতনের মূলে ছিল কয়েকটি কারণ, যেমন :
● প্রথমত : পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মতে অশোকের প্রতি ব্রায়ণ সম্প্রদায়ের বিরোধীতা মৌর্য সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ ছিল।
● দ্বিতীয়ত : ঐতিহাসিক ভাণ্ডারকরের মতে, অশোকের অতি আধ্যাত্মিক নীতিই মৌর্য সাম্রাজ্যের পতন ডেকে আনে।
● তৃতীয়ত : মৌর্য সাম্রাজ্যের বিশালতা, সামরিক ও প্রশাসনিক দুর্বলতা মৌর্য সাম্রাজ্যের পতনের অপর অন্যতম কারণ।
● চতুর্থত, অনেকে অশোকের অহিংসা নীতিকে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য দায়ী করেছেন, কিন্তু এই অভিযোগ অমূলক। অশোক কোনও বিশেষ শ্রেণির বিরুদ্ধে তাঁর অহিংসা ও প্রাণী হত্যা নিষিদ্ধকরণ নীতি আরোপ করেননি।
■ মৌর্য সাম্রাজ্যের পতনের অন্য কারণগুলো হল :
(১) অশোকের পরবর্তী মৌর্য সম্রাটদের দুর্বলতা,
(২) মৌর্য সাম্রাজ্যের বিশালতা,
(৩) প্রাদেশিক শাসনকর্তাদের অত্যাচার,
(৪) মৌর্য সাম্রাজ্যের অর্থনৈতিক অবনতি ও রাজকোষাগারে চরম অর্থাভাব, প্রভৃতি।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।