Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি The Capital And Official Languages Of The Indian State. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে The Capital And Official Languages Of The Indian State. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই The Capital And Official Languages Of The Indian State টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম ও সরকারি ভাষা || The Capital And Official Languages Of The Indian State
❏ রাজ্য: অন্ধ্রপ্রদেশ
❏ রাজধানী: হায়দরাবাদ
❏ প্রধান ভাষা: তেলুগু ও উর্দু
❏ রাজ্য: অরুণাচল প্রদেশ
❏ রাজধানী: ইটানগর
❏ প্রধান ভাষা: আপাতানি, বাঙ্গনি, প্রদেশ তাগিন, হিলস মিরি, গালো, আদি
❏ রাজ্য: অসম
❏ রাজধানী: দিসপুর
❏ প্রধান ভাষা: অসমীয়া, বোড়ো
❏ রাজ্য: বিহার
❏ রাজধানী: পাটনা (পূর্বে পাটলিপুত্র নামে পরিচিত ছিল)
❏ প্রধান ভাষা: হিন্দি, উর্দু, মৈথিলি, ভোজপুরি, মাগধি
❏ রাজ্য: ছত্তিশগড়
❏ রাজধানী: রায়পুর
❏ প্রধান ভাষা: ছত্তিশগারহি এবং হিন্দি
❏ রাজ্য: গোয়া
❏ রাজধানী: পানাজি
❏ প্রধান ভাষা: কোক্কানি এবং মারাঠি
❏ রাজ্য: গুজরাট
❏ রাজধানী: গান্ধীনগর
❏ প্রধান ভাষা: গুজরাটি
❏ রাজ্য: হরিয়ানা
❏ রাজধানী: চণ্ডীগড় (পাঞ্জাবেরও রাজধানী)
❏ প্রধান ভাষা: হরিয়ানভি এবং হিন্দি
❏ রাজ্য: হিমাচল প্রদেশ
❏ রাজধানী: সিমলা
❏ প্রধান ভাষা: হিন্দি এবং পাহাড়ি
❏ রাজ্য: ঝাড়খণ্ড
❏ রাজধানী: রাঁচি
❏ প্রধান ভাষা: সাঁওতালি, মুন্দারি, কুরুখ, খোর্থা, হিন্দি, বাংলা, ওড়িয়া
❏ রাজ্য: জম্মু ও কাশ্মীর
❏ রাজধানী: শ্রীনগর (গ্রীষ্মকাল) এবং জম্মু (শীতকাল)
❏ প্রধান ভাষা: উর্দু, কাশ্মিরী, লাদাখি
❏ রাজ্য: কর্ণাটক
❏ রাজধানী: বেঙ্গালুরু
❏ প্রধান ভাষা: কন্নড়
❏ রাজ্য: কেরল
❏ রাজধানী: থিরুবনন্তপুরম
❏ প্রধান ভাষা: মালয়ালম
❏ রাজ্য: মণিপুর
❏ রাজধানী: ইম্ফল
❏ প্রধান ভাষা: মণিপুরি
❏ রাজ্য: মধ্যপ্রদেশ
❏ রাজধানী: ভোপাল
❏ প্রধান ভাষা: হিন্দি
❏ রাজ্য: মহারাষ্ট্র
❏ রাজধানী: মুম্বাই
❏ প্রধান ভাষা: মারাঠি
❏ রাজ্য: মেঘালয়
❏ রাজধানী: শিলং
❏ প্রধান ভাষা: খাসি, গারো, ইংরেজি
❏ রাজ্য: মিজোরাম
❏ রাজধানী: আইজল
❏ প্রধান ভাষা: মিজো
❏ রাজ্য: নাগাল্যান্ড
❏ রাজধানী: কোহিমা
❏ প্রধান ভাষা: ইংরেজি, কোন্যক, অঙ্গামি
❏ রাজ্য: ওড়িশা
❏ রাজধানী: ভুবনেশ্বর
❏ প্রধান ভাষা: ওড়িয়া
❏ রাজ্য: পাঞ্জাব
❏ রাজধানী: চণ্ডীগড় (হরিয়ানারও রাজধানী)
❏ প্রধান ভাষা: পাঞ্জাবি
❏ রাজ্য: রাজস্থান
❏ রাজধানী: জয়পুর
❏ প্রধান ভাষা: হিন্দি, রাজস্থানি
❏ রাজ্য: সিকিম
❏ রাজধানী: গ্যাংটক
❏ প্রধান ভাষা: নেপালি, ভুটিয়া, লেপচা, লিম্বু, হিন্দি, ইংরেজি
❏ রাজ্য: তামিলনাড়ু
❏ রাজধানী: চেন্নাই
❏ প্রধান ভাষা: তামিল
❏ রাজ্য: তেলেঙ্গানা
❏ রাজধানী: হায়দরাবাদ
❏ প্রধান ভাষা: তেলুগু এবং উর্দু
❏ রাজ্য: ত্রিপুরা
❏ রাজধানী: আগরতলা
❏ প্রধান ভাষা: বাংলা এবং কোকবোরোক
❏ রাজ্য: উত্তরপ্রদেশ
❏ রাজধানী: লক্ষ্ণৌ
❏ প্রধান ভাষা: হিন্দি
❏ রাজ্য: উত্তরাখণ্ড
❏ রাজধানী: দেরাদুন
❏ প্রধান ভাষা: কুমাওনি, গারওয়ালি
❏ রাজ্য: পশ্চিমবঙ্গ
❏ রাজধানী: কলকাতা
❏ প্রধান ভাষা: বাংলা
🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-
১. ভারতের দুটি অন্তর্বহিনী নদীর নাম–
উত্তর :- লুনী ও মাহি।
২. ভারতে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম–
উত্তর :- সিকিম।
৩. পৃথিবীর সবচেয়ে লবনাক্ত হ্রদ কোথায় অবস্থিত–
উত্তর :- ভানুগালু ( তুরষ্ক) ।
৪. টোডা উপজাতি ভারতে কোথায় দেখা যায়–
উত্তর :- নীলগিরি পার্বত্য অঞ্চলে।
৫. রামেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত–
উত্তর :- তামিলনাডু।
৬. খাদার কী–
উত্তর :- নবীন পলিমাটি।
৭. ভাঙ্গার কী —
উত্তর :-প্রাচীন পলিমাটি।
৮. তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়–
উত্তর :-জেমু হিমবাহ।
৯. ছোটনাগপুর মালভূমি কী জাতীয় মালভুমি–
উত্তর :- ব্যবচ্ছিন্ন।
১০. কোন মেঘে বৃষ্টি হয়–
উত্তর :-নিম্বাস।
১১. পশ্চিমবঙ্গের কোন জেলায় মহাকুমা নেই–
উত্তর :- কলকাতা।
১২. কোন বায়ু কে বাণিজ্য বায়ু বলা হয়–
উত্তর :-অয়ন বায়ু।
১৩. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়–
উত্তর :-স্ট্র্যাটোকিউমুলাস।
১৪. টাইফুন কোথায় দেখা যায়–
উত্তর :- চিন ও জাপান উপকুলে।
১৫. হ্যারিকেন কোথায় দেখা যায়–
উত্তর :-পশ্চিম ভারতে।
১৬. সিডার ঝড় কোথায় দেখা যায়–
উত্তর :- ভারত ও বাংলাদেশ।
১৭. টর্নেডো সবচেয়ে বেশি কোথায় হয়–
উত্তর :-মার্কিন যুক্তরাষ্ট্রে।
১৮. ভারতে বৃহত্তম উপহ্রদ কোনটি–
উত্তর :- চিল্কা।
১৯. লোকটাক হ্রদ ভারতের কোথায় অবস্থিত–
উত্তর :-মনিপুরে।
২০. সম্বর হ্রদ ভারতের কোথায় অবস্থিত–
উত্তর :- রাজস্থান।
২১. ডালও উলার হ্রদ ভারতে কোথায় অবস্থিত–
উত্তর :- জম্বু ও কাশ্মীর।
২২. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত–
উত্তর :- তামিলনাডু।
২৩. ভারতে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি–
উত্তর :- ডাল।
২৪. পূর্ব রেল পথের সদর কোথায়–
উত্তর :- কলকাতা।
২৫. কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়–
উত্তর :- পাললিক শিলায়।
২৬. রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িগুলিকে কী বলে–
উত্তর :- ধ্রিয়ান।
২৭. ভারতে স্থলভাগের দক্ষিনতম প্রান্তের নাম–
উত্তর :- ইন্দিরা পয়েন্ট।
২৮. ভারতে কোন রাজ্য চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে–
উত্তর :- এিপুরা।
২৯. কোন নদীর গতিপথে হুড্রু জলে্রপাত সৃষ্টি হয়েছে–
উত্তর :- সুবর্ণরেখা।
৩০.ভারতে একমাত্র কোন অরন্যে সিংহ দেখা যায়–
উত্তর :-গির অরণ্যে।(Gujarat)
৩১. নাকো হ্রদ কোন রাজ্য অবস্থিত–
উত্তর :-হিমাচল প্রদেশ।
৩২. কঞ্চনজঙ্ঘা জলপ্রপাত কোন রাজ্যে আছে–
উত্তর :- সিকিম।
৩৩. কালিকটের পরিবর্তিত নাম–
উত্তর :- কোঝিকোড়।
৩৪. দক্ষিণাত্যর লাভা মালভূমি অঞ্চল কী নামে পরিচিত–
উত্তর :- ডেকানট্র্যাপ।
৩৫. গাড়ো পাহাড়ের সবোচ্চ শৃঙ্গের নাম–
উত্তর :- নকরেক।
৩৬. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ —
উত্তর :- মহেন্দ্রগিরি।
৩৭. লে শহর থেকে সরাসরি চিনে যাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে–
উত্তর :- সাসার।
৩৮. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি–
উত্তর :- কলসুবাই।
৩৯. পশ্চিম ভারতের তাপ্তী নদীর উপনদী–
উত্তর :-পূর্না।
৪০. ভারতে সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কোন রাজ্য আছে–
উত্তর :-মহারাষ্ট্রে।
৪১. কোন কোন তারিখে পৃথিবীর দুই গোলাধের দিন- রাত্রি সমান হয়–
উত্তর :- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
৪২. ভারতের প্রাচীনতম পর্বতের নাম–
উত্তর :- আরাবল্লী।
৪৩. ভারতের বৃহত্তম লৌহ- ইস্পাত কেন্দ্র–
উত্তর :- ছত্তিশগড়ের ভিলাই।
৪৪. কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম–
উত্তর :- গুজরাট।
৪৫. ভারতের দীর্ঘতম বাঁধের নাম–
উত্তর :- হিরাক
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here