ব্যবসা বাণিজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Business Trade Questions Answers in Bengali

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Business Trade Questions Answers in Bengali || ব্যবসা বাণিজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Business Trade Questions Answers in Bengali ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ব্যবসা বাণিজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Business Trade Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

ব্যবসা বাণিজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Business Trade Questions Answers in Bengali

  1. বাণিজ্য কাকে বলে ?

উত্তরঃ- পণ্যদ্রব্যের ক্রয়বিক্রয়, আমদানি-রপ্তানি বা বিনিময়কে বাণিজ্য বা ব্যবসায় বলে।

  1. বাণিজ্য কয় প্রকার ও কী কী ?

উত্তরঃ- বাণিজ্য প্রধানত দু’প্রকার। যথা— (১) অভ্যন্তরীণ বাণিজ্য ও (২) বৈদেশিক বাণিজ্য।

  1. অভ্যন্তরীণ বাণিজ্য কত প্রকার ও কী কী ?

উত্তরঃ- অভ্যন্তরীণ বাণিজ্য দু -প্রকার, যথা – (ক) পাইকারি ব্যাবসা, (খ) খুচরা ব্যাবসা।

  1. বৈদেশিক বাণিজ্য কত প্রকার ও কী কী ?

উত্তরঃ- বৈদেশিক বাণিজ্য তিন প্রকার, যথা – (ক) আমদানি বাণিজ্য, (খ) রপ্তানি বাণিজ্য ও (গ) পুনঃরপ্তানি বাণিজ্য।

  1. একটি অভ্যন্তরীণ বাণিজ্যের উদাহরণ দাও।

উত্তরঃ- উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে চিনি নিয়ে আসা হলে, সেটি অভ্যন্তরীণ বাণিজ্যের পর্যায়ে পড়ে।

  1. একটি বৈদেশিক বাণিজ্যের উদাহরণ দাও।

উত্তরঃ- ভারত থেকে জাপানে আকরিক লোহা রপ্তানি করা হলে, সেটি বৈদেশিক বাণিজ্যের পর্যায়ে পড়ে।

  1. আন্তর্জাতিক বাণিজ্য গড়ে ওঠার মূল কারণ কী ?

উত্তরঃ- আন্তর্জাতিক বাণিজ্য গড়ে ওঠার মূল কারণ প্রাকৃতিক সম্পদের অসম বণ্টন।

  1. আন্তর্জাতিক কার্টেল (International Cartel) কাকে বলে ?

উত্তরঃ- যখন একচেটিয়া উৎপাদিত কোনো পণ্যের উৎপাদক সংস্থা ওই পণ্যের জোগানকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলি নিজেদের যৌথ মুনাফার পরিমাণ বৃদ্ধি করতে সমর্থ হয়, তখন সেই ব্যবস্থাকে আন্তর্জাতিক কার্টেল বলে।

  1. GATT কী ?

উত্তরঃ- GATT -এর পুরো কথাটি হল – General Agreement on Tariffs and Trade বা শুল্ক ও বাণিজ্যের ক্ষেত্রে সাধারণ চুক্তি।

  1. কত সালে গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয় ?

উত্তরঃ- ১৯৪৭ সালে ২৩ টি দেশ জেনিভায় গ্যাট চুক্তিতে স্বাক্ষর করে।

  1. গ্যাট -এর মূল লক্ষ্য ছিল ?

উত্তরঃ- গ্যাট -এর মূল লক্ষ্য ছিল বাণিজ্যে শুল্ক হ্রাস এবং বাণিজ্যকে সংরক্ষণ থেকে মুক্ত করে আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ।

  1. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) উদ্দেশ্য কী ?

উত্তরঃ- বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্দেশ্য হল আন্তর্জাতিক বাণিজ্যকে অবাধ ও স্বচ্ছ করা এবং তার সর্বাধিক সম্প্রসারণ ঘটানো।

  1. ডাম্পিং (Dumping) কী ?

উত্তরঃ- অস্বাভাবিক কম দামে উৎপাদিত পণ্যদ্রব্য বাজারে বিক্রি করে অন্যায়ভাবে প্রতিযোগীদের বাজার থেকে সরিয়ে দেওয়ার নীতিকে ডাম্পিং বলে।

  1. ইউরোপীয় সাধারণ বাজারের (ECM) বর্তমান সদস্য দেশের সংখ্যা কত ?

উত্তরঃ- ইউরোপীয় সাধারণ বাজারের বর্তমান সদস্য দেশের সংখ্যা ২৫ টি

  1. WTO- র পুরো কথাটি কী ?

উত্তরঃ- WTO- র পুরো কথাটি হল – World Trade Organisation .

  1. ASEAN কী ?

উত্তরঃ- ASEAN- এর পুরো নাম হল – Association of South East Asian Nations বা দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের সংঘ।

  1. OPEC ?

উত্তরঃ- OPEC- এর পুরো কথাটি হল – Organisation of Petroleum Exporting Countries বা খনিজ তেল রপ্তানিকারক দেশসমূহের সংগঠন।

  1. SAARC কী ?

উত্তরঃ- SAARC- এর পুরো কথাটি হল – South Asian Association of Regional Co-operation বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ।

  1. এশিয়ার বৃহত্তম বাণিজ্যিক সংগঠন কোনটি ?

উত্তরঃ- এশিয়ার বৃহত্তম বাণিজ্যিক সংগঠনটি হল – ASEAN .

  1. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তরঃ- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।

  1. APEC কী ?

উত্তরঃ- APEC- এর পুরো কথাটি হল – Asia-Pacific Economic Co-Operation বা এশিয়া-প্রশান্ত অর্থনৈতিক সহযোগিতা৷

  1. চূড়ান্ত ব্যয় পার্থক্য তত্ত্বের (Theory of Absolute Cost Difference) প্রবক্তা কে ?

উত্তরঃ- চূড়ান্ত ব্যয় পার্থক্য তত্ত্বের প্রবক্তা হলেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ।

  1. তুলনামূলক ব্যয় তত্ত্বের (Theory of Comparative Cost) প্রবক্তা কে ?

উত্তরঃ- তুলনামূলক ব্যয় তত্ত্বের প্রবক্তা হলেন অর্থনীতিবিদ রিকার্ডো।

  1. বৈদেশিক বাণিজ্যে সরকারি উদারনীতির প্রভাব কী ?

উত্তরঃ- সরকারি উদারনীতির ফলে বৈদেশিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পায়।

  1. ইউরোপে প্রচলিত নতুন মুদ্রার নাম কী ?

উত্তরঃ- ইউরোপে প্রচলিত নতুন মুদ্রার নাম -ইউরো ডলার।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।