Buddhism and Jainism Questions Answers in Bengali || বৌদ্ধ ও জৈন ধর্মের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Buddhism and Jainism Questions Answers in Bengali || বৌদ্ধ ও জৈন ধর্মের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Buddhism and Jainism Questions Answers in Bengali || বৌদ্ধ ও জৈন ধর্মের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Buddhism and Jainism Questions Answers in Bengali || বৌদ্ধ ও জৈন ধর্মের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Buddhism and Jainism Questions Answers in Bengali || বৌদ্ধ ও জৈন ধর্মের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  1. কোন গ্রন্থে বুদ্ধকে জ্ঞান ও দয়ার সাগর হিসেবে বর্ণনা করা হয়েছে ?

উত্তরঃ- অমরকোষে

  1. কোন রাজার রাজত্বকালে বুদ্ধধর্ম হীনযান এবং মহাযানে বিভক্ত হয় ?

উত্তরঃ- কনিস্ক

  1. জৈনদের মধ্যে দুটি ভাগ কি কি ?

উত্তরঃ- শ্বেতাম্বর এবং দিগম্বর

  1. সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসীর দ্বারা সবচেয়ে বেশী প্রভাবিত ছিলেন ?

উত্তরঃ- উপগুপ্ত

  1. চতুর্থ বৌদ্ধ সভা কার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল ?

উত্তরঃ- কনিস্ক

  1. প্রতি পাঁচ বছর অন্তর কে প্রয়াগে ধর্ম সম্মেলনের আয়োজন করতেন ?

উত্তরঃ- হর্ষবর্ধন

  1. হর্ষবর্ধনের সময় কোথায় বিশাল ধর্মসম্মেলনের আয়োজন করা হয়েছিল ?

উত্তরঃ- প্রয়াগ

  1. মহাযানে বোধিসত্ত্ব আর কি নামে পরিচিত ?

উত্তরঃ- পদ্মপাণি

  1. গৌতমবুদ্ধের সমসাময়িক কে ছিলেন ?

উত্তরঃ- মহাবীর

  1. কৈবল্য কথাটি কোন ধর্মের সাথে যুক্ত ?

উত্তরঃ- জৈন

  1. ‘বুদ্ধ’ শব্দের অর্থ কি ?

উত্তরঃ- দিব্য জ্ঞানী

  1. বুদ্ধের ধ্বংসাবশেষ কোথায় রাখা আছে ?

উত্তরঃ- স্তূপ

  1. অনুব্রত কারা সমর্থন করত ?

উত্তরঃ- জৈনরা

  1. চীনে বৌদ্ধধর্মের প্রচার প্রথম কে শুরু করেন ?

উত্তরঃ- কাশ্যপ মাতঙ্গী

  1. মহাযান ও হীনযান বৌদ্ধদের মধ্যে মূল পার্থক্য কোথায় ?

উত্তরঃ- দেব-দেবীর আরাধনা

  1. জৈনদের মতে তাদের ধর্মের প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ- ঋষভ

  1. মহাযান শিক্ষার বিখ্যাত পাঠস্থান কোথায় ছিল ?

উত্তরঃ- নালন্দা

  1. কোন বিখ্যাত ইন্দোগ্রীক রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ?

উত্তরঃ- মিয়ান্ডার

  1. মহাবীর বর্দ্ধমান এবং গৌতমবুদ্ধ তাদের মতবাদ কোন রাজার শাসনকালে প্রচার করেছিলেন ?

উত্তরঃ- বিম্বিসার

  1. বুদ্ধ এবং মহাবীর কোন রাজার রাজত্বকালে দেহরক্ষা করেন ?

উত্তরঃ- অজাতশত্রু

  1. কে ত্রিরত্নের ওপর গুরুত্ব দিয়েছিলেন ?

উত্তরঃ- মহাবীর।

  1. কোন রাজা প্রথম বুদ্ধের প্রতিকৃতি মুদ্রার ওপর স্থাপন করেছিলেন ?

উত্তরঃ- কনিস্ক

  1. অপভ্রংশ কাদের কাজ ?

উত্তরঃ- জৈন

  1. জৈনধর্ম কার পৃষ্ঠপোষকতা লাভ করেছিল ?

উত্তরঃ- কারবেলা

  1. জৈনদের শেষ তীর্থংকর কে ছিলেন ?

উত্তরঃ- মহাবীর

  1. প্রথম বৌদ্ধসভা কার শাসনকালে হয়েছিল ?

উত্তরঃ- অজাতশত্রু

  1. গান্ধার শিল্পের সূচনা কাদের মধ্যে হয়েছিল ?

উত্তরঃ- মহাযান সম্প্রদায়

  1. খ্ৰীঃ পঃ ষষ্ঠ শতকে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উত্থানের কারণ কি কি ?

উত্তরঃ- ব্রাহ্মণদের দমনমূলক মনোভাব সাধারণ মানুষের প্রতি, অস্পৃশ্যতা এবং শ্রেণী বৈষম্যের প্রকাশ ও যথেচ্ছ গো-হত্যা

  1. বৌদ্ধধর্মের মূলকথা কি ছিল ?

উত্তরঃ- মৌহত্যাগ

  1. বৌদ্ধরা কাকে গৌতমবুদ্ধের অবতার হিসেবে বিবেচনা করে থাকে ?

উত্তরঃ- কলকি

  1. কোন ধর্ম এশিয়ার বিভিন্ন অংশে বিস্তার লাভ করেছিল ?

উত্তরঃ- বৌদ্ধ ধর্ম

  1. কোন বিবৃতি বুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য নয় ?

উত্তরঃ- তিনি আত্মপীড়নের ধারণাকে উৎসাহিত করেন।

  1. বৌদ্ধ সভার আয়োজন কি উদ্দেশ্যে করা হত ?

উত্তরঃ- বুদ্ধের বাণী সংকলিত করা এবং বিতর্কের সমাধানের উদ্দেশ্যে।

  1. নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোন জায়গা প্রাচীন বুদ্ধ স্তুপের জন্য বিখ্যাত ?

উত্তরঃ- বেইরুট, সাঁচী, অমরাবতী ও নাগার্জুনকোন্দা।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।