বিএসএফে সাব ইন্সপেক্টর পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | BSF Sub Inspector Recruitment 2023

ভারতীয় সেনাবাহিনীতে সাব ইন্সপেক্টর (ওয়ার্ক্স), জুনিয়র ইঞ্জিনিয়ার / সাব ইন্সপেক্টর (ইলেকট্রিক্যাল) এবং ইন্সপেক্টর (আর্কিটেক্ট) পদে কর্মী নিয়োগ হতে চলেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ মার্চের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি।

পদের নাম- সাব ইন্সপেক্টর (ওয়ার্ক্স)

● আবেদনকারীর যোগ্যতা:

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

■ পদের নাম- জুনিয়র ইঞ্জিনিয়ার/সাব ইন্সপেক্টর (ইলেকট্রিক্যাল)

● শূন্যপদ: ৪

● আবেদনকারীর যোগ্যতা:

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

■ পদের নাম- ইন্সপেক্টর (আর্কিটেক্ট)

● শূন্যপদ: ১

● আবেদনকারীর যোগ্যতা:

আর্কিটেকচারে ডিগ্রি কোর্স পাশ হতে হবে।

■ শারীরিক মাপজোক:

পুরুষদের ক্ষেত্রেঃ-

● লম্বা – ১৬৫ সেমি (আদিবাসী, পাহাড়ি, উপজাতি হলে ১৬০ সেমি)।

● বুকের ছাতি (ফুলিয়ে) – ৮১ সেমি।

● বুকের ছাতি (না ফুলিয়ে) – ৭৬ সেমি।

■ আরো চাকরির খবর:-

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে অসম রাইফেলসে কয়েকশো শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে বিপুলসংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

■ মহিলাদের ক্ষেত্রেঃ-

● লম্বা – ১৫৭ সেমি।

■ আবেদনকারীর বয়সসীমা:

ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন।

■ বেতন:

সাব ইন্সপেক্টর (ওয়ার্ক্স), জুনিয়র ইঞ্জিনিয়ার/সাব ইন্সপেক্টর (ইলেকট্রিক্যাল) পদে কর্মপ্রার্থীরা পাবেন ৩৫ হাজার ৪০০ টাকা -১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা।

ইন্সপেক্টর (আর্কিটেক্ট) পদে কর্মপ্রার্থীরা পাবেন ৪৪ হাজার ৯০০ টাকা – ১ লক্ষ ৪২ হাজার ৪০০ টাকা।

■ আবেদনের পদ্ধতি:
https://rectt.bsf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।

■ আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ মার্চ ২০২৩

■ আবেদনের ফি:
আবেদনকারীকে ব্যাংকে ২০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতি, প্রাক্তন সমরকর্মী এবং মহিলাদের ক্ষেত্রে আবেদনের কোনও ফি লাগবে না।