Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Botany Questions and Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উদ্ভিদবিদ্যা প্রশ্ন ও উওর | Botany Questions and Answers in Bengali ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই উদ্ভিদবিদ্যা প্রশ্ন ও উওর | Botany Questions and Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
উদ্ভিদবিদ্যা প্রশ্ন ও উওর | Botany Questions and Answers in Bengali
- নীল জবাফুলের পাপড়িতে কোন ধরণের প্লাসটিড থাকে?
➤ ক্রোমোপ্লাসটিড।
- মটরগাছ কোন গোত্রের উদ্ভিদ?
➤ লেগুমিনোসি বা শিম্বগোত্রীয়।
- সালোকসংশ্লেষীয় সব রঞ্জকের মধ্যে কোনটি প্রধান?
➤ ক্লোরোফিল।
- ব্যাঙের কত নম্বর কশেরুকা ফ্যানের ব্লেডের মতো দেখতে হয়?
➤ 9 নং।
- জ্যান্থফিলের সংকেত কী ?
➤ C4OH56O2
- কোন ধরণের পেশিতে টিটেনাস হতে পারে?
➤ অস্থি পেশি।
- উধ্বমহাশিরা হৃৎপিণ্ডের কোন অলিন্দ থেকে উৎপন্ন হয়?
➤ ডান অলিন্দ।
৪.পূর্ণ বয়স্ক মহিলাদের হৃৎপিণ্ডের গড় ওজন কত?
➤ 250 গ্রাম।
- গিনিপিগের কোন ধরণের দাঁত থাকে না?
➤ ক্যানাইন দাঁত।
- অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা ক’টি?
➤ 3 টি।
- গরুর দুধে কোন ভিটামিন থাকে না?
➤ ভিটামিন-C.
- রেটিনার অন্ধবিন্দুতে কী থাকে না?
➤ রড ও কোণ কোশ।
- স্তন্যপায়ী প্রাণিদের অন্তকর্ণের রেচন পদার্থের নাম কী?
➤ সেরুমেন।
- উদ্ভিদ কলাতন্ত্রের বিভাগ করেন কোন বিজ্ঞানী?
➤ বিজ্ঞানী স্যাকস (1875 সালে)।
- কোন গ্রন্থির নির্যাস দিয়ে মাছের কৃত্রিম প্রজনন ঘটানো হয়?
➤ পিটুইটারি।
16. Rh ফ্যাক্টর প্রথম কোন প্রাণীতে পাওয়া যায়?
➤ রেসাস বানর।
- ফুসফুসের বায়ুথলিতে O2 -র পরিমাণ কত?
➤ 14.2%.
18.কত ফুট পর্যন্ত উচ্চতায় মানুষের শ্বাস- প্রশ্বাসের অসুবিধে হয় না?
➤ 12,000 ফুট।
- ফুসফুসের আবরণকে কী বলে?
➤ প্লুরা।
- অক্সানোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
➤ উদ্ভিদ বৃদ্ধিহার।
- অপরিণত অবস্থায় জননক্ষমতা অর্জিত হলে তাকে কী বলে?
➤ পিডজেনেসিস।
- মাছির লার্ভাকে কী বলে?
➤ ম্যাগট।
- ঝিঝি পোকার লার্ভাকে কী বলে?
➤ গ্রাব।
- একটি সম্পূর্ণ হৃদচক্রে কত সময় লাগে?
➤ 0.8 সেকেন্ড।
25.লালারস দিয়ে রেচিত হয় এমন একটি ভারি ধাতু কী?
➤ পারদ।
- পিত্তরসের রাসায়নিক ধর্ম কী ধরণের?
➤ ক্ষারীয়।
- পিত্তরসের উৎসস্থল কী?
➤ যকৃত।
- লালারসের কোন উৎসেচক ব্যাক্টেরিয়া ধ্বংস করে?
➤ লাইসোজাইম।
- কীসের আধিক্যে পেশি ক্লান্ত হয়?
➤ ল্যাক্টিক অ্যাসিড।
- কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে?
➤ হৃদপেশি ।
31. Fasciola পরজীবীটি কোথায় থাকে?
➤ যকৃতে।
- বুক-গিল কোন প্রাণির শ্বাস অঙ্গ?
➤ চিংড়ি।
- বুক-লাং কোন প্রাণির শ্বসঅঙ্গ?
➤ মাকড়শা।
- একবীজপত্রী উদ্ভিদের পাতা দেখে সহজে চেনার উপায় কী?
➤ সমান্তরাল শিরাবিন্যাস।
- কোন গাছের পাতা জল সঞ্চয় করে?
➤ Dischidia
- কোন ফুলে শামুক দিয়ে পরাগ সংযোগ ঘটে?
➤ ওল, কচু।
37. উপপত্র কাটার রূপ নেয় কোন গাছে ?
➤ বাবলা।
- কাণ্ডের অতিরিক্ত খাদ্য সঞায় কোথায় দেখা যায়?
➤ আলু।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।