বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি দপ্তরে স্থায়ী শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন- মাসে 35 হাজার টাকা | BISAG Engineer Recruitment 2023

ভারত সরকারের বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি দপ্তরের অধিনে ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশন এন্ড জিও-ইনফরমেটিস এর তরফে BISAG Recruitment 2023 প্রকাশিত হয়েছে। মোট 22 টি শূন্যপদে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে।

অফিসিয়াল ওয়েবসাইট:- https://bisag-n.gov.in/

পদের নাম:- Engineer

মোট শূন্যপদ:- 22 টি

মাসিক বেতন:- প্রতি মাসে 35,000/- টাকা

■ আবেদন শুরুর তারিখ:- 19/12/2022

■ আবেদন শেষের তারিখ:- 02/01/2023

■ যোগ্যতা:- আবেদনকারীর ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি থাকতে হবে।

আরও চাকরির খবর:-

ভারতীয় পোস্ট অফিসে মোটা অঙ্কের বেতনে চাকরির সুযোগ

হিন্দুস্তান কপার লিমিটেডে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ভারতীয় রেলে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষর অধীনে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন পদ্ধতি:- অনলাইন পদ্ধতিতে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:-

প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে।
এরপর নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে।
সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র:-

● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি